আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ,, 🫵
যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ🇧🇩

বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে বিবিসির ডকুমেন্টারি 🎥🇧🇩🔥কিছুক্ষণ আগে ⏰ বিবিসি ৩৫ মিনিটের একটা ডকুমেন্টারি 📺 পাবলিশ করেছে। ...
09/07/2025

বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে বিবিসির ডকুমেন্টারি 🎥🇧🇩🔥

কিছুক্ষণ আগে ⏰ বিবিসি ৩৫ মিনিটের একটা ডকুমেন্টারি 📺 পাবলিশ করেছে। The Battle for Bangladesh: Fall of Sheikh Hasina 🎯 এই শিরোনামে। এটা দেখে আমার শরীর কাঁপছে 😨❗ এখনো। এটা দেখে কেউ চোখের পানি আটকাতে 😢 পারবেনা। কত ভয়াবহ যুদ্ধ ⚔️💣 আর কত মানুষের তাজা প্রাণ 🩸🕊️ এর বিনিময়ে আজকের এই বাংলাদেশ! 🇧🇩❤️



1️⃣. শেখ হাসিনা সরাসরি গুলি করার যে নির্দেশনা 🔫 দিয়েছে সেটা বিবিসি বারবার 🔁 প্রচার করেছে এবং 📡 বিবিসি ইন্ডেপেন্ডেন্টলি ✅ ভেরিফাই করে নিশ্চিত হয়েছে যে সেটা শেখ হাসিনার ভয়েস 🎙️ ছিল, এতে কোন সন্দেহ নেই ⚠️🚨।



2️⃣. বিবিসি অধিকাংশ ক্ষেত্রে 🎥 নিজেদের ধারণ করা ভিডিও 📹 প্রচার করেছে, এর প্রত্যেকটাই এই খুনি হাসিনার বিরুদ্ধে ⚔️🩸 অকাট্য প্রমাণ হয়ে থাকল 📑✅।



3️⃣. বিবিসির এই ডকুমেন্টারিতে 🎬 মূলত যাত্রাবাড়ির ঘটনাকে 📍 ফোকাস 🎯 করা হয়েছে। পয়েন্ট টু পয়েন্ট 🗂️🔎 ইনভেস্টিগেট করেছে বিবিসি। সেদিন এই হত্যাকান্ডের দায় ⚰️ সেনাবাহিনীও এড়াতে পারে না ❌🪖। মূলত সেনাবাহিনী সেখান থেকে সরে যাওয়ার পরেই ➡️ পুলিশ 👮‍♂️ নির্বিচারে গুলি করতে থাকে 🔫💥।



4️⃣. যাত্রাবাড়ি থানার ওসি 👮‍♂️ সরাসরি ডিবি হারুনের নির্দেশ ⚠️ পালন করতো। ডিবি হারুণকে যারা বিদেশে যেতে দিয়েছে ✈️🌎, যারা দেশে থাকার পরেও তাকে গ্রেফতার 🚓 করতে পারেনি ❌, এই মৃত মানুষগুলোর রক্তের দায় 🩸☠️ এদের হাতেও আছে 🖐️⚖️।



5️⃣. বিবিসির এই ডকুমেন্টারি 🎥 শেখ হাসিনাকে সবকিছুর জন্য দায়ী করেই ✅ শেষ করেছে। শেখ হাসিনার সেই ভয়েস 🎤 বারবার প্রচার করেছে 🔁। পশ্চিমের কোন শাসক 🌍🤝 আর এই শেখ হাসিনার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেনা ❌🤚।



এবার আসি ডকুমেন্টারি নিয়ে 📽️🗣️। ইরানের বিপ্লব নিয়ে 🇮🇷🔥 এখনো বিবিসির ডকুমেন্টারি 📺-ই সবচেয়ে বড় এভিডেন্স 📑🧭। এমনকি ইরানও 🇮🇷 তেমন ডকুমেন্টারি বানাতে পারেনি ❌🎬। এখন বাংলাদেশ 🇧🇩 নিয়ে এই ডকুমেন্টারি দেখে গুসবাম্প হবে 🫣❗ মনে হবে কোন যুদ্ধের সিনেমা 🎥⚔️ দেখছি। অথচ রিয়েল ভিডিও 📹✅, সাথে কেবল বিজিএম 🎶 এড করা।



জুলাই নিয়ে আমাদের যতগুলো ভিডিও দেখি 📲 সবগুলোতে পিছনে গান 🎵 এড করে দেয়া, অথবা ফেসবুক থেকে নামানো ভিডিও 📥। অরিজিনালিটি 🧭❌ থাকেনা, বিজিএম আবার সঠিকভাবে ✅ চুজ করা হয়না 🎶🤔। আবার কিছু কিছু ভিডিওতে বিজিএমের সাউন্ড 🔊 এত বেশি থাকে, র ফীল টা 🫥❌ থাকেনা।



জুলাই নিয়ে অন্তত দুই পর্বের 2️⃣📀 (৫ ঘন্টার ⏳) একটা ডকুমেন্টারি ফিল্ম 🎬 বানানো দরকার ✅। একদম বিবিসির মত 🎥🌍। এটা কেউ বানাতে পারলে 💰💵 শত কোটি আয় করতে পারবে 💯✅। লিখে রাখেন 📝🖋️। প্রতিটি হলে 🎞️🏛️ চলবে, আজীবন চলবে ♾️🔥। ইউটিউবে ▶️📲 চলবে, ওটিটিতে 📺🌐 চলবে। শুধু বিবিসির মত এমন একটা ডকুমেন্টারি ফিল্ম 🎥✅ বানান। সেই কোয়ালিটি 🏅🎯 এনশিউর করা লাগবে।



তবে আমার ধারণ 💭 এই আন্দোলন নিয়ে ✊🇧🇩 বিবিসি 🎥 আরো দীর্ঘ ডকুমেন্টারি 📺 নিয়ে আসবে 🔜✅। যাদের কারণে এত রক্ত ঝরলো 🩸😭 এদের বংশধর কারো এদেশের মাটিতে 🇧🇩🪷 আর ঠাই না হোক ❌🛑।



• শেখ ফরিদ ✍️✅

উনি এমনি এমনি পালায় নাই। তার অপরাধ সে নিজেও জানত
09/07/2025

উনি এমনি এমনি পালায় নাই। তার অপরাধ সে নিজেও জানত

🎯 আপনাদের মনে আছে তো?বেগম খালেদা জিয়াকে নিজের বাসভবন থেকে বের করে দেওয়ার সেই নির্মম দিনটি? 🏚️রাষ্ট্রের সহায়তায় তার বাড়িট...
09/07/2025

🎯 আপনাদের মনে আছে তো?

বেগম খালেদা জিয়াকে নিজের বাসভবন থেকে বের করে দেওয়ার সেই নির্মম দিনটি? 🏚️
রাষ্ট্রের সহায়তায় তার বাড়িটা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল!
তারপর টেলিভিশনে চলল সেই ঘৃণ্য নাটক—
“ঘরে নাকি পাওয়া গেছে মদের বোতল”! 🍾📺

একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন অপমানজনক রাষ্ট্রীয় প্রচারযন্ত্রের খেলা!
বেগম হাসিনা তখন বলেছিলেন—

খালেদা জিয়াকে টুপ করে পদ্মায় ফেলে দেওয়া উচিত।

🤔 একজন ৭০+ বছরের রাজনৈতিক নেত্রী, যিনি তখনো একটি দলের নেতৃত্ব দিচ্ছেন, তাকে নিয়ে এমন জঘন্য বক্তব্য?
হ্যাঁ, এটা এই দেশেই হয়েছিল। 🇧🇩💔



🖤 চিকিৎসার জন্য বিদেশে যাওয়ারও সুযোগ দেওয়া হয়নি

একজন মায়ের এক ছেলে মারা গেল 🥀
আরেক ছেলে (তারেক রহমান) ১৭ বছর ধরে নির্বাসনে লন্ডনে 🌧️✈️

জিজ্ঞেস করি আপনাদের—
যদি সেই প্রধানমন্ত্রী আরও ৫–১০ বছর ক্ষমতায় থাকতেন, কী হতো বেগম খালেদা জিয়ার ভাগ্যে?
তারেক রহমানকে কি দেশে মুক্ত দেখতে পেতাম?

অভিযোগ তো এমন—

“সাহস থাকলে দেশে আয়।”

তাহলে কি আজকের এই নিঃসঙ্গ রাজনীতিবিদদের কেউ বেঁচে থাকতেন?



🔥 তখন কিন্তু সবাই নিশ্চুপ!

ফজলুর রহমান স্যার, রুমীন ফারহানা ম্যাডাম—তখন কোনো প্রতিবাদ?
❌ না!

আজ তারা রাজপথে “আদর্শ” আওড়ান! 🎤
আজও চুপ—
• খালেদা জিয়ার বাসভবন ভাঙা নিয়ে
• তার চিকিৎসা নিয়ে
• অপমানজনক রাজনৈতিক বক্তব্য নিয়ে
• তারেক রহমানের নির্বাসন নিয়ে

👉 কিছুই বলেন না!



❓ প্রশ্ন করি— এরা কারা?

আওয়ামী লীগ? নাকি বিএনপি?
কার হয়ে কথা বলেন?
দলে ঢুকে কার ঘরের চাবি লুকিয়ে রেখেছেন? 🗝️🤔



⚡ তাহলে কি জুলাই বিপ্লব ভুল ছিল?

তখনকার তরুণরা কি শুধু স্লোগান দিতে গিয়ে জীবন দিয়েছিল?
মানুষ কি এত দ্রুত ভুলে যায়? 🥀

আমার মাঝে মাঝে মনে হয়—
👉 এই দেশে যদি শেখ হাসিনা আর আওয়ামী লীগ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতেন,
তাহলে অন্তত কিছু মুখোশ উন্মোচিত হতো!
ব্যারিস্টার শাহজাহান উমরের মত মুখোশ! 🎭

বোঝা যেত—
✅ কারা কোন পাড়ায় খেলে।
✅ কারা আদতে আওয়ামী লীগের মদদপুষ্ট!



🤯 আজ এরা বিএনপির হয়ে বিতর্কিত কথা বলছে

ফজলুর রহমান, রুমীন ফারহানার তো কোনো সমস্যা ছিল না তখন।
আজ তারা নিজেদের দায়িত্ব মনে করছেন—
✅ বিএনপিকে বিতর্কিত করা
✅ তারেক রহমানের রাজনীতি শেষ করা

কিন্তু আমরা কি সেটার জন্য আন্দোলন করেছি?
জুলাই বিপ্লব কি সেটা চেয়েছিল?



💔 এই নিঃসঙ্গ শয়তানগুলোর মুখ বন্ধ করার ক্ষমতা কি BNP-র কারো আছে?

আমরা শুধু দূর থেকে দেখছি—
👉 কিভাবে একটা জনপ্রিয় দলকে মাতাল, নিঃসঙ্গ কিছু মানুষ অজনপ্রিয় করে দিতে কাজ করছে।



🇧🇩 #বাংলাদেশ

৩২ নাম্বার ভাঙ্গা বিভৎস রকমের মব।বলেছেন আওয়ামী আমলে রাজউকের প্লট পাওয়া বিএনপি নেত্রী 🥴
08/07/2025

৩২ নাম্বার ভাঙ্গা বিভৎস রকমের মব।
বলেছেন আওয়ামী আমলে রাজউকের প্লট পাওয়া বিএনপি নেত্রী 🥴

এ-ই দেশদ্রোহী কে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।।
07/07/2025

এ-ই দেশদ্রোহী কে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।।

রুমিন আপা, সাবধান! আপনাকে সম্মান করতাম কিন্তু দিন-দিন মাত্রা অতিক্রম করছেন৷ ৩২ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্যে ক্ষমা না...
07/07/2025

রুমিন আপা, সাবধান!
আপনাকে সম্মান করতাম কিন্তু দিন-দিন মাত্রা অতিক্রম করছেন৷ ৩২ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্যে ক্ষমা না চাইলে যে কোন দিন আপনার জিনিস বের হয়ে যেতে পারে৷ যতই চাপাচাপি করেন ৩২ নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না৷

জুলাইয়ের এক যোদ্ধা শরীরে আঘাত, পায়ে লোহার ফ্রেম, হাতে ক্র্যাচ তবু মাথা উঁচু করে হাঁটছে। সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেশের ...
04/07/2025

জুলাইয়ের এক যোদ্ধা শরীরে আঘাত, পায়ে লোহার ফ্রেম, হাতে ক্র্যাচ তবু মাথা উঁচু করে হাঁটছে। সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেশের ভবিষ্যৎ, আর বসে আছে অতীতের বোঝা।
বয়সে প্রৌঢ়, চেয়ারে গা এলিয়ে থাকা মুখগুলো ব্যস্ত নিজেদের আলাপে একবারও তাকাচ্ছে না ছেলেটার দিকে। এ কেমন সমাজ, যেখানে ত্যাগের প্রতীক উপেক্ষিত, আর সুবিধাভোগীরা চিরকাল কেন্দ্রে?

এই ছবি শুধু একটি মুহূর্ত নয়, এটি একটি প্রশ্ন আমরা কার হাতে রাষ্ট্রের ভবিষ্যৎ তুলে দিচ্ছি?

03/07/2025
কোন লেভেলের অমানুষ এই মহিলা। 😡
03/07/2025

কোন লেভেলের অমানুষ এই মহিলা। 😡

02/07/2025

কাঁদো তোমার নেত্রীর নামে, যিনি তোমাকে রেখে পালিয়েছেন।

কিতাবুল হতাশ,
খন্ড ৫, অধ্যায় ৩৬, পৃষ্ঠা ৩২

আজ কতোটা অসহায় কথিত ম্যাজিক লেডি।
02/07/2025

আজ কতোটা অসহায় কথিত ম্যাজিক লেডি।

🌆🗽 ২০০১ সালে নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর সারা পৃথিবীতে মুসলমানদের উপর ঘৃণা, সন্দেহ আর বিভাজন ছড়িয়ে পড়েছিল। সে...
28/06/2025

🌆🗽 ২০০১ সালে নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর সারা পৃথিবীতে মুসলমানদের উপর ঘৃণা, সন্দেহ আর বিভাজন ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার ক্ষত এখনো অনেকের মনে তাজা। এক সময় যে শহর মুসলমানদের অপরাধীর চোখে দেখত, আজ সেই শহরই ইতিহাস লিখতে চলেছে।

🕌✨ নিউ ইয়র্কের মেয়র পদে প্রথম মুসলিম হিসেবে জোহরান মামদানি এগিয়ে আসা প্রমাণ করে—সমাজ বদলায়, মানুষ বদলায়, ঘৃণার দেয়াল ভাঙা যায়। 🌈✊

এই জয় শুধু একজন মানুষের নয়, এটা সহনশীলতা, সমানাধিকার আর মানবতার জয়। এটা প্রমাণ যে বিভাজনের রাজনীতি টেকে না, শেষমেষ ভালোবাসা, সংহতি আর নেতৃত্বই মানুষের মন জয় করে ❤️🤝

যারা এক সময় মুসলমানদের ভয় দেখিয়ে ক্ষমতা পেতে চেয়েছিল, আজ তাদের সেই শহরে এক মুসলিম যুবক নেতৃত্ব দিতে চলেছেন। ইতিহাসের এই পুনরায় লেখা আমাদের শেখায়—ঘৃণার জবাব ঘৃণা নয়, বরং শিক্ষা, সহমর্মিতা আর অটল সাহস।

জোহরান Zohran Kwame Mamdani মামদানি ও তার নতুন নেতৃত্বকে অগাধ শুভেচ্ছা 🌟🗽 আমরা চাই এই পৃথিবী হোক আরও সহনশীল, ন্যায়বিচারপূর্ণ ও মানবিক। 💫🌍🕊️

Dirección

Guadalajara

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando আমার সোনার বাংলা publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir