
08/08/2025
শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ চলছে গা/যা/য়৷ ৩০-৩৫ দিন ধরে অভুক্ত মানুষজন, মহিলা আর শিশুরা৷ কী নিষ্ঠুরতা, আহা!!
আমরা বসে আছি এক ভিন্ন টাইমফ্রেমে। এখানে কতো আরাম, আয়েশ, আড্ডা, গল্প, তর্কবিতর্ক, সংস্কার, নির্বাচন, সমাবেশ, রাজনীতি সহ কতো কী৷ আর তারা বসে আছে সম্পূর্ণ ভিন্ন আরেক টাইমফ্রেমে। সেখানে কেবল দুইটা ঘটনা—বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া, নয়ত ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে করতে মারা যাওয়া।
কী নিষ্ঠুর দুনিয়া!!