01/08/2025
"এলোমেলো জীবন"💔
আমি একটা মেয়ে...
জন্ম থেকেই জীবনটা ঠিকঠাক ছিল না।
যে ভালোবাসার কথা গল্পে পড়ে শিখেছিলাম — সেটা আমার কপালে ছিল না।
শুরুর দিকেই হারিয়ে ফেলেছিলাম কিছু মানুষ, যাদের কাছে দুনিয়াটা সবচেয়ে নিরাপদ হওয়ার কথা।
তারপর থেকেছি এমন কিছু মানুষের মাঝে, যারা আপন হলেও কখনো পুরোপুরি আপন হতে পারেনি।
এক সময় সেই আশ্রয়টুকুও হারিয়ে গিয়েছিল।
তারপর আবার নতুন কিছু শুরু হলো।
একটা সম্পর্ক, যেটা অনেক ভালো লাগা থেকে শুরু হয়েছিল।
মন থেকে চেয়েছিলাম — এবার হয়তো জীবন একটু গুছিয়ে যাবে।
কিন্তু মানুষ যতটা ভালো হতে পারে,
জীবনের অভাবগুলো তা পূরণ করতে পারে না।
যার সঙ্গে আছি — সে খারাপ না।
তবু কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়।
নেই সেই মানুষগুলো, যাদের ডাকলে কোনো প্রশ্ন করে না — শুধু জড়িয়ে ধরে।
তাই আজও কখনো খুব চুপচাপ হয়ে যাই।
জানিনা কাকে বলে, কাকে না বলে,
তাই বলি না কিছুই।
চুপচাপ একা বসে থাকি, আর ভাবি —
"জীবনটা যদি আরেকটু সহজ হতো!"
"ভালোবাসা পেতে চাইনি... শুধু একটা নিজের মতো ঠাঁই চেয়েছিলাম।"
(যখন সব ঠিক, তবু কিছু ঠিক থাকে না)
সবকিছু ঠিকঠাক মনে হয়।
ঘর আছে, মানুষ আছে, সংসারও আছে।
তবু কোথাও যেন একটা ফাঁকা জায়গা রয়ে যায়,
যেটা কেউ বোঝে না — বললেই বলে, “তোমার তো সব আছে!”
কিন্তু কেউ বোঝে না,
যার জীবনে শুরু থেকেই শূন্যতা ছিল,
তার সব থাকা মানেই নয় — সে সত্যি সত্যি পূর্ণ।
কখনো রাতে ঘুম আসেনা,
কথা বলার মতো কেউ নেই — এমন না যে কেউ নেই,
কিন্তু যার কাছে মনের কথা খুলে বলা যায় —
সেই মানুষটা যেন এখনকার জীবনে একটা হারিয়ে যাওয়া গল্প।
কখনো খুব একা লাগলে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি,
"আমি কি এতটাই কঠিন?
যে আমাকে কেউ মন থেকে বুঝতেই পারলো না?"
আসলে আমরা যারা ভিতরে ভিতরে ভেঙে পড়ি,
তারা খুব বেশি কিছু চাই না —
শুধু চাই, কেউ বলুক —
“তুই আছিস, এটাই অনেক।”
কিন্তু সেই কথাটা শোনার সৌভাগ্য সবার হয় না।
"এখন শুধু একটা কথা মনে হয় —
জীবনের সবকিছু গুছিয়ে গেলেও, মনটা এলোমেলোই থেকে যায়..."
(সব হারিয়েও নিজেকে খুঁজে নেওয়ার গল্প)
এখন আর কারো ওপর রাগ হয় না।
হতাশাও ঠিক আগের মতো ছুঁয়ে যায় না।
শুধু মাঝে মাঝে একা বসে ভাবি —
জীবনটা এমন কেন হলো?
শুরুর দিকটায় হয়তো ভেঙে পড়তাম,
কান্না পেতো, কারো কাছে যেতে মন চাইতো।
এখন সেই কান্নাগুলো চুপচাপ ভিতরেই শুকিয়ে গেছে।
সব সময় যে খুব খুশি থাকি, তা না।
তবে এখন কষ্ট এলেও — সেটা নিয়ে আর কারো কাছে যেতে মন চায় না।
শিখে গেছি...
সব মানুষ বোঝার জন্য না।
আর কিছু অনুভব বোঝানোর জন্য না —
শুধু নিজের ভেতরে রেখে দেওয়া শেখা যায়।
এখন শুধু শান্তি চাই।
কারো কাছে না, কিছু পাওয়ার আশায় না —
নিজের মতো করে একটু বাঁচতে চাই।
একটা সময় ছিল, যখন খুব করে চেয়েছিলাম কেউ পাশে থাকুক।
এখন বুঝি —
সবাই পাশে থাকলেও, কেউ মনটা পড়ে না।
আর যাদের মন পড়ে — তারা পাশে থাকে না।
তাই আজকাল শুধু নিজেকেই ভালোবাসি।
নিজেকেই জড়িয়ে ধরি।
নিজের মনেই বলি,
"তুই কষ্ট পাস, কিন্তু তুই অনেক শক্ত।"
"কখনো কখনো সবচেয়ে বড় আশ্রয় — নিজের ভেতরের সেই চুপচাপ মেয়ে মানুষটা…"
লেখা: Sheikh Fatiha
゚