Zaman MKR

Zaman MKR এই পেজের মাধ্যমে ভালো ভালো ভিডিও উপভোগ করতে পারবেন।
এবং যেকোনো বিমান টিকিট যেকোনো রুটের কম দামে পাবেন

মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"............ রবীন্দ্রনাথ।বিপরীতে যাঁর দানকৃত ৬০০ ...
21/04/2024

মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"............ রবীন্দ্রনাথ।

বিপরীতে যাঁর দানকৃত ৬০০ একর জমির উপর আজকের

📌 ঢাকা বিশ্ববিদ্যালয়,
📌 ঢাকা মেডিকেল কলেজ,
📌 বুয়েটের মতো

দেশের নামকরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

অন্যদিকে তৎকালীন সময়ে কবি র-বীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতার কথা কমবেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন-দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সেসময় র-বীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন “মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা!” অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবী ঠাকুর বলেছিলেন “সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করোনি”। অথচ সেই র-বীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসবসহ আরো অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়।

আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনাতো দূরের কথা নামটাও জানেনা। আমরা এতোটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে!

মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এইসব ইতিহাস ও জানাতে হবে নতুন প্রজন্ম কে।

সংগৃহীত
N.B : This post has been collected... Is it true or false ? Would you pls give your consent or opinions about this post ?

প্রখ্যাত আলেম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান মারা গছেনে (ইন্না ল...
03/03/2024

প্রখ্যাত আলেম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান মারা গছেনে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ দুপুর ২:৫৪ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান

01/03/2024

👏
বেইলি রোড অগ্নিকান্ডে আহত-নিহতদের প্রতি সমবেদনা।মহান দয়ালু রব্বুল আলামিন সবার পরিবারকে এই মর্মান্তিক শোক সইবার শক্তি দেন।
এবং যারা আক্রান্ত অবস্থায় চিকিৎসা রত আছে তাদের কে মহান আল্লাহ যেন খুব দ্রুত সময়ে সুস্থতা দান করেন আমিন।

🤔১,বয়স হলেই যে সম্মানী বা জ্ঞানী হওয়া যায় এমনটা ভাবনা অমূলক।২,পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই যে আল্লাহর বিশ্বাসী বান্দা হও...
28/02/2024

🤔
১,বয়স হলেই যে সম্মানী বা জ্ঞানী হওয়া যায় এমনটা ভাবনা অমূলক।
২,পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই যে আল্লাহর বিশ্বাসী বান্দা হওয়া বা পরকালে পার পাওয়া যায় এমনটা ভাবনা ও অমূলক(বান্দা বা মানুষ ভেদে)।
৩,পবিত্র মক্কা শরীফে গিয়ে হজ্ব করে আসলেই যে হাজী হওয়া যায় এমনটা ভাবনা ও অমূলক(বান্দা বা মানুষ ভেদে)।
৪,সম্মান অর্জন ও ধরে রাখা নিজেস্ব কৃতিত্ব বা দায়িত্ব(মহান রব চাইলে সবই সম্ভব)
#মহা দয়ালু ব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত নসীব করেন আমিন #
#নিজস্ব ভাবাবেগ #ভুল ত্রুটি মার্জনীয় #

21/02/2024

চিনাদের বড়ো দিন উপলক্ষে আয়োজিত

19/02/2024

✅👌সাশ্রয়ী দামে যেকোনো বিমানের যেকোনো টিকিট পাবেন।প্রয়োজনে যোগাযোগ করতে +60182540085 WhatsApp নম্বর মালয়েশিয়া।

Address

Ampang
AMPANGJAYA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaman MKR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category