10/10/2025
গাজার উত্তরাঞ্চলের পথে মানুষের ঢল নেমেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। এরপরই গাজার উত্তরাঞ্চল থেকে সরে যেতে বাধ্য হওয়া লোকজনকে আবার তাদের পুরোনো ঠিকানার উদ্দেশে রওনা হতে দেখা গেছে। গত কয়েক সপ্তাহের ভারী বোমাবর্ষণে এলাকাটি এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা সেখানকার মানুষ কল্পনাও করেননি। তবুও তারা নিজের এলাকায় ফিরে যেতে চাচ্ছেন।