MainuddinVlog

MainuddinVlog আমার নিয়তি পূর্ব এবং তা ঘটতে বাধ্য

নিখোঁজ সংবাদ (শেয়ার প্লিজ)🙏জনি আহমেদ মালয়েশিয়া প্রবাসী  মালয়েশিয়া জোহার বারু জোহর যাইয়া থাকতেন  বিগত  ২৫/৫/২৫ শেষ য...
24/06/2025

নিখোঁজ সংবাদ (শেয়ার প্লিজ)🙏
জনি আহমেদ মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া জোহার বারু জোহর যাইয়া থাকতেন বিগত ২৫/৫/২৫ শেষ যোগাযোগ হয় তারপর থেকে কোনো যোগাযোগ নাই বিশেষ করে কারো ভাই বন্ধু যদি যোহরবারু যোহর জায়গা থেকে থাকে আমার অনুরোধ যেন খোঁজ নিয়ে দেন।

নিচে পাসপোর্ট দেওয়া আছে ছবি দেওয়া আছে।।

তার ছোট ভাই Md Manik Mahamud ও Abul Hossen

কী জঘন্য মানসিকতা এদের!
24/06/2025

কী জঘন্য মানসিকতা এদের!

24/06/2025

আমাদের গ্রাম এর রাস্তা গুলা মুলত এই ট্রাক্টর এর জন্য ই এমন হয়ে থাকে, তাই এগুলার প্রতিবাদ জানানো উচিৎ✅,,
゚viralシ

24/06/2025

ট্রাম্পের যু'দ্ধ বিরতির ঘোষণায় সায় নেই ইরানের উড়াধুড়া শুধু মা/*ই"/র চলবে

23/06/2025

কাতারের Al-Udeid এয়ারবেইসে ৩টি ডি-রেক্ট হি-ট

23/06/2025

এই মুহুর্তে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হা'ম'লা চালিয়েছে ইরান।

23/06/2025

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে, যেখানে ‘বিধ্বংসী এবং শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

ইরানি সশস্ত্র বাহিনী এই বিবৃতিতে আরও জানিয়েছে যে, তারা যেকোনো পরিস্থিতিতে ইরানি ভূখণ্ডে কোনও আক্রমণকে বিনা প্রতিক্রিয়ায় ছাড়বে না।

একজন মায়ের কান্না — এক মাস ধরে ধ'র্ষ'ণের শিকার তাঁর মেয়ে, অথচ দেশ নীরব!একজন মাদ্রাসাছাত্রী, মাত্র একটি শিশু — নাবালিকা।ত...
23/06/2025

একজন মায়ের কান্না — এক মাস ধরে ধ'র্ষ'ণের শিকার তাঁর মেয়ে, অথচ দেশ নীরব!

একজন মাদ্রাসাছাত্রী, মাত্র একটি শিশু — নাবালিকা।
তাকে প্রতা'র'ণা করে, ধর্মীয় পরিচয় গোপন করে, বিশ্বাস অর্জন করে I'S'K'C'O'N নামের একটি উ'গ্র সংগঠনের সদস্যরা এক মাস ধরে বারবার ধ'র্ষ'ণ করেছে।

অভিযোগ উঠেছে, ধ'র্ষ'করা নিজেদের মুসলমান পরিচয় দিয়ে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তারপর এক পর্যায়ে তাকে আটকে রেখে শা'রী'রিক ও মানসিকভাবে নি'পী'ড়ন করে।

আরও ভ'য়া'বহ সত্য হলো — ভুক্তভোগী মেয়েটির মা জানিয়েছেন, এই নি'র্যাতনের শিকার শুধু তাঁর মেয়ে নন, একই জায়গায় আরও অন্তত ৩০ জন কিশোরীকে ব'ন্দি করে রাখা হয়েছিল।
কিন্তু এত ভ'য়াব'হ, অ'মান'বিক, হৃ'দয়বি'দার'ক একটি ঘটনা কোনো বড় সংবাদমাধ্যম কাভার করছে না।
শুধু ATN নিউজ একবার প্রচার করেছিল, পরে তারাও অজানা কারণে সেই পোস্ট সরিয়ে দেয়।

23/06/2025

সি ই সির জুতা-পিডা
দেইখ্যা মনে হয়,
এ দায়িত্ব আর কেউ সহজে নিবে না।।

23/06/2025

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাদিপুর ইউনিয়নের আমগাঁওয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমগাঁওয়ের প্রবাসী তাঁর বাড়ির পাশের পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তাঁর লোকজন প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় আজ দুপুরে শাহজাহানের নেতৃত্বে আলিফ ভূঁইয়া ও ফারজানা করিমসহ ১০-১২ জন তাঁকে মা'র'ধ'র করেন। একপর্যায়ে শাহজাহান ব'ন্দু'ক তাক করে গু'লি করে হ'ত্যার হুমকি দেন। এ সময় তাঁর স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে তাঁকে পি'টি'য়ে আহত করা হয়।
সমকাল/২২ জুন ২০২৫

22/06/2025

সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা ( বেহুদা) জনতা হাতে কট

22/06/2025

ইরান হরমুজ প্রণালীতে জিপিএস জ্যামিং করেছে, প্রায় ৯৭০টি জাহাজ পথ হারিয়েছে।
আসল যুদ্ধ এখন হরমুজ প্রণালীকে ঘিরে।

Address

Cheras

Alerts

Be the first to know and let us send you an email when MainuddinVlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share