
13/09/2025
আমাদের একটা স"ম"স্যা কি জানেন?
অবদান 0, ক্রেডিটবাজী 100!
Apple এর প্রোগ্রামে বাংলা নাম দেখে আমিও গতকাল একটু নড়ে চড়ে বসি!
আরে... "Abidur Chowdhury" বাংলাদেশী নাকি?
ইন্টারনেট ঘেটে দেখলাম -"সে লন্ডনে বড় হয়েছেন!"
যাই হোক এরপর দেখলাম কিছু নিউজ মিডিয়া মা"তা-মাতি শুরু করেছে! বিশাল বিশাল নিউজ বের হচ্ছে "বাংলাদেশী বংশোদ্ভুত" এই ব্যা"না"রে!
স"ম"স্যা সেইটা না!
স"ম"স্যা হলো... -"আপনি কি কখনো ভেবে দেখেছেন? কেন আমাদের এইরকম খুটে খুটে বংশোদ্ভুত খুজে বের করা ক্রেডিট নেয়া লাগে?"
কেন আমাদের দে"শ থেকে 'আবিদুর রহমান' বের হয় না? কেন আমরা এইরকম একটা পরিবেশ তৈরী করতে পারি নাই?
কেন আমরা এইরকম স্বপ্ন দেখতে পারি না?
উনি যদি বাংলাদেশে বড় হতেন,
তাহলে কি কখনো এইরকম স্বপ্ন এচিভ করতে পারতেন? দেখা যাইতো রা"জ"নীতির গ্যা/ড়া-কলে পইড়া ভি"পি নূরের মতন দু'দিন পর পর ক্যালানি খেয়ে হাস"পা"তালের বেডে শুয়ে ''সরকারের সমবেদনা নেয়া লাগতো।"
প্রশ্নগুলো থাকলো আপনাদের কাছে!
আশা রাখি এমন একটা বাংলাদেশের,
যেদিন এমন বংশোদ্ভুত খুজে খুজে আমাদের ক্রেডিট নিতে হবে না!🙂
>Atiqur Rahaman