SOHAG 2023

SOHAG 2023 অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড়ো জিহাদ।

A+ পাবে,আমার ছোট বোন আজ এসএসসি পরীক্ষা দিয়ে OMR শিটটা বাসায় নিয়ে আসছে! 😁
10/04/2025

A+ পাবে,
আমার ছোট বোন আজ এসএসসি পরীক্ষা দিয়ে OMR শিটটা বাসায় নিয়ে আসছে! 😁

31/08/2024
31/08/2024

অনেক নারীকেই বলতে শুনেছি; নারী নাকি শুধুমাত্র তার বাবার রাজকন্যা হয়েই থাকে। কথাটা সম্পূর্ণ ভুল!

তুমি যদি তোমার জীবন একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন।

হ্যাঁ, সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর। তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয়।

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মান...
29/08/2024

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?
গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মানুষ কস্মিনকালেও থাকতে পারে না।

যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়। যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়।

প্রভুভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে, সেও তার চিরচেনা স্থান পাল্টায়। সেখানে আমি তো মানুষ মাত্র।

অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেয়ার পরেও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামী, জানো তো?

আজকাল মানুষকে সবকিছু উজার করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর অসম্মান করে কীভাবে রাখবে? বলো...

আগ্রহ কমে গেলে, বলে দিতে হয়। মুখে না বলে আচরণে বোঝালে, মানুষ যে কষ্ট পায়! যাকে ভালো লাগে না আর, যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না আর, তাকে মুখে বলে দিতে হয়।

অন্তরে অবহেলা, ঘৃণা লুকিয়ে কাউকে “ ভালোবাসি ” বলাটা যে অন্যায়। যাকে মন দিতে পারোনি, তাকে ভালোবাসবে কী করে? বলো...

ভালোবাসা কী আর এমনি এমনি হয়? মানুষ কী আর এমনিতেই থেকে যায়? যাকে ভালোবাসো, তাকে আগলে রাখতে হয়, বুকের কাছে যত্নে রাখতে হয়। এতটা ভালোবাসতে হয়, যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না কখনোই।

মানুষ যেখানে আদর, যত্ন, ভালোবাসা আর সময় পায়, সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না– সরে যেতে পারে না। মানুষ সেখানে আমৃ ত্যু থেকে যায়, থেকে যেতে বাধ্য হয়।

©️লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

29/08/2024

All that this heart wants is love, peace and light

29/08/2024

💖এতোটাই ভালোবাসো,
যতোটা ভালবাসলে প্রার্থনায় কেউ
তোমাকে চাইবে।💝

29/08/2024

❤️‍🔥সেই সময়টা খুব কঠিন যে সময় চোখের পানি ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। 💔

29/08/2024

❤️‍🩹 নিঃশ্বাস ফুরিয়ে গেলেই শুধু মৃ'ত্যু হয় না,
যত্নে গড়া স্বপ্ন গুলো ভেঙে গেলেও মৃ'ত্যু হয়।
তখন দেহের মৃ'ত্যু হয় না-মৃ'ত্যু হয় মনের। আর;
মন ম'রে গেলে,বেঁচে থাকার স্বাদ থাকে না।❤️‍🔥

29/08/2024

🚫 একদিন বদলে যাবো। ভালোবাসা বন্ধ করে দিব সেই ভালোবাসাকে, যাকে ভালোবেসে খু'ন হয়েছি এযাবৎ। একদিন আগ্রহের বন্ধনা ছেড়ে আমি হেটে চলে যাবো নিঃসঙ্গতার দিকে পিঁপড়ের মতো। একদিন চোখ কে বলে দিবো, তুমি আর কেঁদো না। একদিন আমি বদলে যাবো, বিচ্ছিরিভাবে বদলে যাবো। বদলে যাওয়ার সময় দরজার কড়া নাড়ছে🔚

29/08/2024

আমরা মৃত মানুষের অভাব বুঝি,
কিন্তু জীবিত মানুষের আতনাত বুঝি না🥹🥺 💔.....!

28/08/2024

All that this heart wants is love, peace and light 🅰️

28/08/2024

🚸মানুষ সবকিছু বেশি বেশি পেতে চায়,
তবে কেন অতিরিক্ত ভালোবাসা পেলে হারায়? 🥹

Address

George Town

Alerts

Be the first to know and let us send you an email when SOHAG 2023 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share