Fahad from Malaysia

Fahad from Malaysia Assalamualaikum
সবার আগে পেইজে Like 👍দিন এবং Follow বাটনে ক্লিক করে see first দিয়ে রাখুন।ধন্যবাদ!
(1)

In sha allah 💗
14/10/2025

In sha allah 💗

কারো বিপদের দিনে পাশে দাঁড়িয়ে তা আর মনে রাখতে নেই। কারোর উপকার করে তা ভুলে যেতে শিখতে হয়। কাউকে কিছু দিয়ে পিছু ফিরে তা...
11/10/2025

কারো বিপদের দিনে পাশে দাঁড়িয়ে তা আর মনে রাখতে নেই। কারোর উপকার করে তা ভুলে যেতে শিখতে হয়। কাউকে কিছু দিয়ে পিছু ফিরে তাকাতে হয় না।

কোনো দিকভ্রান্ত পথিককে পথ দেখিয়ে, কাউকে বুক দিয়ে আগলে রেখে, কারোর অন্ধকারে আলো জ্বালিয়ে, কারো চোখের জল রুমাল হয়ে মুছে দিয়ে, কারোর বিমর্ষ বিকেলে কাঁধ হয়ে ভরসা দিয়ে, কারো জমে থাকা কথার নীরব শ্রোতা হয়ে বুকের মধ্যে প্রত্যাশার জন্ম দিয়ে ফেললেই বিপদ।

প্রত্যাশা এমনই এক বিপজ্জনক অনুভূতি যা মানুষকে আফসোস করতে, কষ্ট পেতে শেখায়। "আমি ওর জন্য এতকিছু করলাম, ও আমার জন্য এটুকু করতে পারলো না?", বিশ্বাস করুন এরকম চিন্তায় ব্যথা পাওয়া ছাড়া অন্য কিছু নেই। কিংবা "আমি ওকে এত ভালোবাসলাম, তার বদলে এটাই আমার প্রাপ্য ছিল?" — এধরনের ভাবনায় কেবল হৃদয় ভাঙার যন্ত্রণাই আছে। মানুষ হয়ে মানুষের কাছে চাওয়া পাওয়া রাখতে নেই। প্রত্যাশা যত কম, জীবন ততই সুন্দর।

#সংগৃহীত

বন্ধুত্বের বিচ্ছেদ হলে কাউকে জানানো ও যায় না!!! এই বিচ্ছেদ ভয়ানক!💔
11/10/2025

বন্ধুত্বের বিচ্ছেদ হলে কাউকে জানানো ও যায় না!!! এই বিচ্ছেদ ভয়ানক!💔

16/09/2025

একজন মানুষকে হয়ত তিন দশক ধরে সেবা করছেন. অনেকবার খাদের কিনারা থেকে তুলে এনেছেন. সব সময় প্রটেকটিভ ছিলেন. আঁচড় লাগতে দেননি.
সেই বান্দাও আপনার চৌদ্দ গুষ্টি উদ্ধার করবে কোন এক ব্যস্ততার ফাঁকে হালকা বিরক্তি প্রকাশের কারণে.
যে শিক্ষা তাকে দিয়েছেন ঠিক সে শিক্ষা দিয়েই আপনাকে শিক্ষা দিতে পিছ পা হবে না.
মানুষ এতটাই অকৃতজ্ঞ যে সে শুধু না পাওয়ার ব্যাথাই মনে রাখে আর বাকি সব তার হক মনে করে.

এই মন মানুষিকতার জন্য কঠিন হয়ে যায় জীবন!

03/09/2025

এ কারণে কারোর প্রতি প্রতিহিংসা বা কারো সাথে খারাপ ব্যবহার করি না।
জানি যে কোন সময় চইলা যাইতে হবে🙂

29/08/2025

আমি কখনো উচ্চবিলাসী জীবন চাই নি। আমি সবসময় আল্লাহর কাছে একটা স্বস্তির, শান্তির জীবন চেয়ে এসেছি। আমার কাছে মনে হয় উচ্চবিলাসী জীবন এর চাইতেও জীবন শান্তির বেশি দরকার। হ্যাঁ, জীবন যতটুকু প্রয়োজন ততটুকু আমি আল্লাহর কাছে সবসময় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাকে এই দুনিয়ার মতো করে আমার জীবনে অগণন স্থিতি দিয়েছেন, সন্তুষ্টি দিয়েছেন।

আমি আমার ব্যাপারে আল্লাহর সমস্ত সিদ্ধান্তে সন্তুষ্ট। আমার কাছে মন হয় জীবনে কি কি পেলাম আর কি কি পেলাম না এই হিসাবের চাইতেও জীবনে সন্তুষ্ট থাকা বেশি প্রয়োজন। তাই আমি আল্লাহর কাছে বেশি বেশি সন্তুষ্টি চাই। আল্লাহর কাছে দোয়া করি: ইয়া রব, তুমি আমাকে যা যা ফলপ্রসূ করবে তার মাঝে সন্তুষ্টি দান করো। কারণ সুখী মানুষ হলো সন্তুষ্ট থাকা। আমাদের জীবনে শান্তি আসবে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তবে আমরা সুখী!! 🤍

18/08/2025

না কোন বাড়তি কথা না ভনিতা না নাটক পিউর সাধা-সীধা একটা বান্দা। যেমন আছে যা আছে অইটাই ব্যস।

আমি ৯০ দশকের নাটক গুলো এখনও সার্চ করে দেখি। কারণ তখন নাটকে ব্যবহার হতো সুন্দর সংলাপ, সুন্দর শুদ্ধ ভাষার উপস্থাপন, আর সুন...
16/08/2025

আমি ৯০ দশকের নাটক গুলো এখনও সার্চ করে দেখি। কারণ তখন নাটকে ব্যবহার হতো সুন্দর সংলাপ, সুন্দর শুদ্ধ ভাষার উপস্থাপন, আর সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ 🤍

Behavior is more important than looks.🙂
02/01/2024

Behavior is more important than looks.🙂

Address

Medan Lahat Baru
Ipoh
31500

Alerts

Be the first to know and let us send you an email when Fahad from Malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad from Malaysia:

Share