26/07/2025
Iced MILO : মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্তর্গত একটি দেশ যা মালয় উপদ্বীপ এবং বোর্নিও দ্বীপের অন্তর্ভুক্ত ।এটি তার সমুদ্র সৈকত, রেইনফরেস্ট এবং মালয়, চীনা, ভারতীয় এবং ইউরোপীয় সাংস্কৃতিক প্রভাবের মিশ্রণের জন্য পরিচিত। রাজধানী কুয়ালালামপুরে রয়েছে ঔপনিবেশিক ভবন, বুকিত বিনতাং-এর মতো ব্যস্ততম শপিং মল এবং ৪৫১ মিটার উঁচু পেট্রোনাস টুইন টাওয়ারের মতো আকাশচুম্বী ভবন।
উন্নত এই দেশটিতে বিলাসবহুল জীবনযাত্রার সুযোগ যেমন রয়েছে তেমনি রয়েছে তুলনামূলক কম খরচে জীবনযাত্রার বিভিন্ন সুযোগ-সুবিধা ও চমৎকার অবকাঠামো এবং উন্নত স্বাস্থ্যসেবা । এক কথায় অসাধারণ একটি দেশ!
মালয়েশিয়া এসে প্রথম প্রথম কিছু কিছু জিনিস দেখে অবাক হতাম যদি ও এখন দেখতে দেখতে কিছুটা অভ্যস্ত হয়ে গেছি । এই যেমন গরমের সময় ঠান্ডা ঠান্ডা চা, কফি, মাইলো, জুস খেতে সবার বেশ ভাল লাগে । এখানে লোকজন প্লাস্টিক প্যাকেটে ওই ঠান্ডা ড্রিঙ্কস পান করে। বেশ অবাক লাগতো প্লাস্টিকে কেমনে চা পান করে আর কতটা হেলদি এভাবে খাওয়া? মালয়েশিয়া হল ট্রপিক্যাল কান্ট্রি আর সব সময় আবহাওয়া একই রকম থাকে অর্থাৎ ঠান্ডা ও নয় গরম ও নয়।
এখানে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে খাবারের সাথে ড্রিংকস নেওয়া হয় ,তখন আইসড টি/চা, কফি, লেমন টি , মাইলো যেকোনো ড্রিঙ্ক অর্ডার করলে ওরা গরম চা/ কফি তৈরি করে একটা গ্লাসে পরিমান মতো আইস কিউব দিয়ে পরিবেশন করে, আর অর্ডার করে নিয়ে যেতে চাইলে প্লাস্টিক প্যাকেটে করে নিয়ে যায় সাথে স্ট্র দিয়ে দেয় পান করার জন্য। এই iced tea/ MILO এটা এখানে বেশ পপুলার ।