11/11/2025
বাহিরে বেশ বৃষ্টি । ছোট পুশি ভাবছে আজ কি তবে স্কুলে যেতে পারবো? ওকে বাড়িতে সবাই আদর করে পুশি ডাকে । আজ বিশেষ একটা দিন তার ! বিদ্যালয়ের পাঠ শেষ করে মহাবিদ্যালয়ে প্রবেশের প্রথম দিন! না আজ তাঁকে যেভাবেই হোক স্কুলে যেতে হবে ! ঝড় বৃষ্টি উপেক্ষা করে সে রেডি হয়ে চললো স্কুলে । নতুন স্কুল নতুন ক্লাস আজ তার বেশ আনন্দ হলো । স্কুলে এসে নতুন বন্ধুদের সাথে পরিচিত হলো । বেশ খুশি সে। এভাবে ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোয় অসুস্থতা বা কোনো ইমার্জেন্সি না থাকলে সে ক্লাস মিস করে না ।ক্লাস শেষে বাড়ি ফিরে তার দৈনন্দিন পড়াশুনা, টিউশন, এর ফাঁকে বন্ধুদের সাথে খেলাধুলা তো এভাবে হাসি কান্নায়, খেলে ধুলে ছোটবেলার দিনগুলো যাচ্ছে কেটে । তো এর মাঝে কিছুদিন স্কুলে যেতে যেতে তার এক সহপাঠী বন্ধুকে একটু একটু করে ভালো লাগতে শুরু করলো । প্রতিদিন স্কুলে যায়, ক্লাসে একজন আরেকজন কে দেখে , একই টিচারের কাছে প্রাইভেট টিউশন করে, তবুও ক্লাসের প্রয়োজনীয় কথা ছাড়া কেও কারো সাথে কোনো কথা বলে না শুধু একজন আরেকজনকে একটু একটু করে চেয়ে দেখে ! এতেই ওদের আনন্দ !! ছোটবেলার প্রেম হয়তোবা এমন! তাই সে মনের মধ্যে লুকিয়ে থাকা দুষ্টু মিষ্টি ভালোলাগার গল্প সে কখনো মুখ ফুটে বলেনি, বলেনি তার কাছের সহপাঠীদের সাথে ও । কাছের বন্ধুরা বুঝত তবুও তার ছোটবেলার এই ভাললাগাটুকু কেউ কাউকে জিজ্ঞাসা করেনি । প্রতিদিন পাশের পার্কে খেলতে আসা ছোট ছেলেমেয়েদের খেলাধুলা দেখে সেই পুরনো দিনের কিছু কথা মনে পড়ছে ! মনে পড়ছে তার বন্ধুদের কথা! সেই দিনের ছোট বন্ধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেড়িয়ে অর্থাৎ শৈশব পেড়িয়ে আজ সে অন্যএকজনের ঘরণী ,পাশের প্রতিবেশী একজনকে বিয়ে করে আজ একজন পরিপূর্ণ মা যার সময় নেই ছেলেবেলার গল্প নিয়ে ভাবার হয়তোবা তার সেই দিনের স্মৃতি এখন আর মনে ও পড়ে না !
কাল্পনিক মিষ্টি প্রেম