08/06/2024
চিনেন ওনাকে?
সিংহ ভাই সিংস। স|ম্রা.জ্যব|দীদের ত্রাস। ক|ফে.দের আতংক। যার মাথার মূল্য ঘোষণা করা হয়েছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার।
কতগুলো বছর কাবার গিলাফ ধরে কাঁদতে পারেননি। কালো পাথরে চুম্বন করে ওষ্ঠযুগল শীতল করতে পারেননি। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করে নিজের মনে জমে থাকা অনেক ব্যথা ব্যক্ত করতে পারেননি। আহ কত অপেক্ষা!
অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আল্লাহর প্রকৃত প্রতিনিধি তার ঘরের জিয়ারতে গেল। খাটি আশেকে রাসুলের জন্য মদিনার সবুজ গম্বুজের দর্শন লাভের সুযোগ তৈরি হলো।