মুফতী ফয়জুল করীম

মুফতী ফয়জুল করীম সময়োপযোগী ভাইরাল সংবাদ

08/06/2024

চিনেন ওনাকে?

সিংহ ভাই সিংস। স|ম্রা.জ্যব|দীদের ত্রাস। ক|ফে.দের আতংক। যার মাথার মূল্য ঘোষণা করা হয়েছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার।

কতগুলো বছর কাবার গিলাফ ধরে কাঁদতে পারেননি। কালো পাথরে চুম্বন করে ওষ্ঠযুগল শীতল করতে পারেননি। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করে নিজের মনে জমে থাকা অনেক ব্যথা ব্যক্ত করতে পারেননি। আহ কত অপেক্ষা!

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আল্লাহর প্রকৃত প্রতিনিধি তার ঘরের জিয়ারতে গেল। খাটি আশেকে রাসুলের জন্য মদিনার সবুজ গম্বুজের দর্শন লাভের সুযোগ তৈরি হলো।

কী আজিব!আপনি আমাকে ধাক্কা দিয়া ক্ষমতা থেকে ফালাইয়া দিবেন আর আমি এরেস্ট করলে বলবেন, জুলুম করতেছে! এ কেমন কথা.?এটা যুদ্ধের...
12/06/2023

কী আজিব!
আপনি আমাকে ধাক্কা দিয়া ক্ষমতা থেকে ফালাইয়া দিবেন আর আমি এরেস্ট করলে বলবেন, জুলুম করতেছে! এ কেমন কথা.?

এটা যুদ্ধের ময়দান। এটা তো যুদ্ধের ময়দান। আপনি আমাকে মসনদ থেকে ফেলে দিবেন আর আমি আপনাকে চুমু দিবো, এটা হয়.?
আমি আপনাকে আদর দিবো, এটা হয়.?

🎤মুফতি ফয়জুল করিম সাহেব।

12/06/2023

কেন্দ্রের ভিতরে আওয়ামী সন্ত্রাসী ঢুকে আমার উপর আক্রমণ করা হয়েছে,
মানুষ সুষ্ঠু ভাবে ভোট দিতে পারছেনা।
পুলিশ বিজিবি, ও সেনাবাহিনীর কাজ দেখে আমি হতভম্ব হয়ে যাচ্ছি,
কোথায় জনগণের অধিকার?

05/06/2023

আমি স্বশিক্ষিত লোক না! আমি শিক্ষিত লোক। আমি আইন জেনেই নির্বাচনী মাঠে নামছি! পুলিশের সাথে বাগ বিতন্ডায়, মুফতি সৈয়দ ফয়জুল করীম

জনগণ যদি হয় এ রকম তাহলে। নেতা হবে কেমন। এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পরিচয়।
03/06/2023

জনগণ যদি হয় এ রকম তাহলে।

নেতা হবে কেমন।

এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পরিচয়।

07/04/2023

what is this?
হঠাৎ কি দেখা গেলো আকাশে 😢😢

06/03/2023

দেখুন হারানো ছেলেকে কিভাবে খুঁজে দিচ্ছে শায়খ আহমাদুল্লাহ হুজুর

26/02/2023

পিলখানার হত্যা কান্ড নিয়ে মুখ খুললেন সেনা কর্মকর্তা,
যা শুনলে গা শিউরে উঠবে।
++প্লিজ শেয়ার করে ছড়িয়ে দিন ++

19/02/2023

তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেওনা, চাই সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক ,

Address

Kajang
43000

Telephone

+60104648242

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুফতী ফয়জুল করীম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share