Megh

Megh প্রতিবাদ, প্রকৃতি, তথ্য, রান্না, আবেগ অনুভূতি প্রকাশ করে থাকি। মেঘলা বলছি.. একজন ভালো মানুষ। গর্বিত বাংলাদেশী, পড়াশোনা সূত্রে মালয়েশিয়ায়। সাথে থাকুন। 😊
(5)

National Citizen Party - NCP 🇲🇾
15/06/2025

National Citizen Party - NCP 🇲🇾

আমার এই চাইনিজ বন্ধু কয় ওর ছবি পোস্ট কইরা তাঁর লাইগা একটা গার্লফ্রেন্ড খুঁঁইজা দিতাম 🤣
07/06/2025

আমার এই চাইনিজ বন্ধু কয় ওর ছবি পোস্ট কইরা তাঁর লাইগা একটা গার্লফ্রেন্ড খুঁঁইজা দিতাম 🤣

07/06/2025

সালামি 😁

05/06/2025

মেয়ে হয়ে জন্ম নিয়ে ভুল করেছে তাঁরা🤦‍♀️

১৫০ মিলিয়ন মুসলিম জনগোষ্ঠীর দেশে নোংরামি সিনেমাতে পজিটিভ কি দেখেন? রোজার সময় সব ধার্মিক হয়ে যায়, চাঁদ রাত থেকে যা তাই। ক...
05/06/2025

১৫০ মিলিয়ন মুসলিম জনগোষ্ঠীর দেশে নোংরামি সিনেমাতে পজিটিভ কি দেখেন?

রোজার সময় সব ধার্মিক হয়ে যায়, চাঁদ রাত থেকে যা তাই। কোরবানির সময় তো কথাই নেই। ৯১.০৪% মুসলিমের মধ্যে ক'জন ইসলামের সংস্কৃতি ফলো করি? ফলো করি কেবল পশ্চিমা সংস্কৃতি।

এইযে নাইকারা সাবিলা নুর, তাসনিম ফারিয়া মুসলিম কতো শতো মেয়েরা কি শুরু করে দিয়েছে। এতে সমাজের কি উপকার হচ্ছে? কোন কাজে আসে এই সিনেমা গুলো? কি নোংরা ছিঃ!

এরপরেও অন্য দেশের বেলায় আমরা পাকনামি করি, আল্লাহর গ*জব বলি এই সেই কতো কাহিনি।🙄

04/06/2025

ক'জন সাহস করেছে ড. তাসনীম জারাদের মতো❓

পরিবার হয়তো কখনো জানবেও না.....তাঁদের কথা চিন্তা করে কতো স্বপ্ন ত্যাগ করেছি, কতো রাত নির্ঘুম কাটিয়েছি, কতোটা দুশ্চিন্তা ...
04/06/2025

পরিবার হয়তো কখনো জানবেও না.....

তাঁদের কথা চিন্তা করে কতো স্বপ্ন ত্যাগ করেছি, কতো রাত নির্ঘুম কাটিয়েছি, কতোটা দুশ্চিন্তা মাথায় নিয়ে হেঁটেছি এ মরুর পথ....!

১৮ লাখ সরকারি কর্মচারী এক হইছে। বইলা দিছে দুর্নীতি করার সুযোগ বহাল না করে ওরা ঘরে ফিরবে না।কোন সংস্কার মানা হবে না।ওদিকে...
27/05/2025

১৮ লাখ সরকারি কর্মচারী এক হইছে। বইলা দিছে দুর্নীতি করার সুযোগ বহাল না করে ওরা ঘরে ফিরবে না।

কোন সংস্কার মানা হবে না।

ওদিকে ব্যবসায়ীরা শুরু করছে আরেক মিথ্যাচার। প্রথমে দাবি করেছে, ইউনূস সরকার নাকি গ্যাস দিতেছে না।

তো আজ সকালে ইউনূস একেবারে ডাটা দিয়ে দেখাইছে যে গত বছরের তুলনায় এই বছর ২২% গ্যাস বেশি সাপ্লাই দেওয়া হয়েছে।

এইবার শুরু করেছে নতুন নাটক।

ভোলা থেকে দেশের বিরাট অংশের গ্যাস আসে।

ঐখানে গতকাল থেকে অবরোধ শুরু করেছে যাতে গ্যাস ঢাকায় আসতে না পারে।

এই আন্দোলনের নেতৃত্ব দিতেছে এক রাজনৈতিক দলের এক নেতা।

তো ঘটনা যা দাড়াইলো, দুর্নীতিবাজ আমলারা এক হয়ে সরকারি প্রতিষ্ঠান অচল করে দিছে।

বাটপার ব্যবসায়ীরা এক হয়ে মিথ্যা কথা বলতেছে যাতে সংস্কার না করা যায়। সিন্ডিকেটবাজি করে আমার আপনার র*ক্ত চু*ষবে।

ওদিকে রাজনৈতিক ধান্দাবাজের দল টাকার বিনিময়ে গু*ন্ডামি করে গ্যাস অফ করে দিছে।

সবকিছু অফ করে টরে এখন রাজনৈতিক দলের নেতারা বলবে, ইউনূস ব্যর্থ। ইউনূস কিছু পারে না। দেশ আমাদের হাতেই নিরাপদ।

অথচ ইউনূস যাতে না পারে, তার সমস্ত বন্দোবস্ত উনাদেরই করা।

কারণ ইউনূস সফল হলে প্রমাণ হবে যে গত ৫৩ বছরে দেশটাকে কারা খুবলে খুবলে খেয়ে ফেলেছে।

তাই ইউনূসকে ব্যর্থ করে দেওয়ার জন্য দেশের সমস্ত সিন্ডিকেট এক হয়ে গেছে।

আমরা এক বছর আগেও ভাবতাম, আমাদের দেশে সবাই বাইরে চলে যায় কেন? মেধাবীরা কেন দেশ গড়তে আসে না?

এই প্রশ্নের উত্তর ইউনূসের আজকের পরিস্থিতির মধ্যেই খুঁজে পাবেন।

দেশের সবচে মেধাবী মানুষদের মধ্যে একজন দেশ চালাতে আসলো। এরপর সহযোগিতা তো দূরের কথা, বাটপার ব্যবসায়ী, ধান্দাবাজ রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ আমলারা এক হয়ে এই লোকটার সামনে প্রাচীর হয়ে দাঁড়াইয়া গেল।

এখন সংস্কার তো দূরের কথা, উনার জান নিয়ে মেয়াদ শেষ করতে পারবেন কি না, আমার সন্দেহ আছে।

এবার বলেন, এই দেশে ভদ্র, শিক্ষিত আর মেধাবী মানুষেরা এরপরেও কেন দেশের জন্য কাজ করতে আসবেন?

---সাদিক খান।।

মন খারাপের সময়টা সত্যি খুব ভারী লাগে।এমন মনে হয়, যেন চারপাশে সব থেমে গেছে, আলো মলিন হয়ে গেছে। তবু বিশ্বাস করি, এই মেঘলা ...
27/05/2025

মন খারাপের সময়টা সত্যি খুব ভারী লাগে।

এমন মনে হয়, যেন চারপাশে সব থেমে গেছে, আলো মলিন হয়ে গেছে। তবু বিশ্বাস করি, এই মেঘলা মনও একসময় হালকা হবে— আবার রোদ উঠবে মনের আকাশে। 💚

লায়লা নামে ভদ্রমহিলার গল্প শুনে যেটা বুঝলাম... উনি যত শিক্ষিত এবং বড়ো পদে চাকরি করুন না কেনো, তিনি সম্ভবত মানসিক রোগী। ও...
24/05/2025

লায়লা নামে ভদ্রমহিলার গল্প শুনে যেটা বুঝলাম...

উনি যত শিক্ষিত এবং বড়ো পদে চাকরি করুন না কেনো, তিনি সম্ভবত মানসিক রোগী। ওনার উচিৎ মানসিক চিকিৎসা নেওয়া।

আমাদের দেশে ওনার বয়সী বা আরও কম বয়সের অনেক মহিলা আছেন, যাঁরা সঙ্গীহীন। কিংবা আমরা যাঁরা আরও কম বয়সের মেয়েরা আছি, ভাগ্য খারাপ হলে কাল সঙ্গীহীন হতে পারি। আমাদের উচিৎ এই ধরনের ভুল / অন্যায় থেকে পজিটিভ কিছু শেখা। আমরা জানি ওনাদের থেকে শেখার মতো আমাদের কিছু নেই। কিন্তু ওনাদের করা ভুল দেখে আমরা সচেতন হতে পারি।

এমন আত্মমর্যাদাহীন আর কোনো নারী না হোক সেই কামনা। মিনিমাম আত্মসম্মানবোধ টুকু থাকুক আমাদের নারীদের। 🙏

23/05/2025

RJ কিবরিয়া ভাইয়ের শো মানেই শেখার মতো কিছু।। 💚

Address

Kajang
40000

Alerts

Be the first to know and let us send you an email when Megh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share