
11/07/2025
বাংলাদেশে ইস্পোর্টস রাষ্ট্রীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতির দ্বারপ্রান্তে পৌঁছেছে। এ অর্জন অনেকদিনের শ্রম, পরিকল্পনা ও নেতৃত্বের ফল।
২০২৪ সালের ১৭ নভেম্বর মোহাম্মদ অলিউর রহমান সোহান ভাই জাতীয় ক্রীড়া পরিষদে ইস্পোর্টসকে স্বীকৃতির দাবিতে আবেদন করেন। তার প্রচেষ্টায় এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরে ICT Division পর্যন্ত পৌঁছে যায়।
৮ ডিসেম্বর থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ মিটিং হয় জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া সংস্কার কমিটি ও মন্ত্রণালয়ের সঙ্গে। ১৪ জানুয়ারি ২০২৫, AIUB-তে “Inside Esports” ওয়ার্কশপে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ইস্পোর্টসের পক্ষে মত দেন।
ICT Division বিশ্লেষণ করে স্বীকৃতির পক্ষে মত দেয় এবং নীতিমালা সুপারিশ করে। ৯ ফেব্রুয়ারি এটি চূড়ান্ত মতামতের জন্য আবার ক্রীড়া মন্ত্রণালয় হয়ে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হয়। ১৪ মে সোহান ভাইয়ের আলোচনার পর আমরা আজ চূড়ান্ত সিদ্ধান্তের একেবারে কাছাকাছি।
এই যাত্রার প্রতিটি ধাপে সোহান ভাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সব কর্মকর্তা, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব, আমিনুল ইসলাম, রেজাউল মাকসুদ জাহেদি, শীষ হায়দার চৌধুরী এবং অন্যান্যদের।