Golpo Kolpo Kotha

Golpo Kolpo Kotha �...اقرأ باسم ربك الذي خلق...�
Recite in the name of your lord who created.There is no age to learn

30/10/2024

পুরুষ মানুষ ক্যারিয়ার গড়ার বাহানায় একবার বাড়ি ছাড়তে পারলে.. তাদের আর কখনোই স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না 😭

30/10/2024

–একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

–তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

–যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

–পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

–কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

–এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তোতারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

–একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন।
আমীন।

19/10/2024

৩মাস হতে চলেছে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত। এই তিন মাসে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি, কথাও হয়েছে কয়েকজন সমর্থকের সাথে কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি আবু সাঈদ, মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃ'ত্যুতে তারা একটু অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত।

আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি যে, বিচার বহির্ভূত গুম, খুন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক!!
আমি শুধুই বলতে শুনেছি,,,,,
"দেখবো ইউনুস কয়দিন চালায়"
"আগের সরকারই ভাল ছিল"
"এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল"
"দেশ ২০ বছর পিছিয়ে গেল"

আসলে আমার খুব জানতে ইচ্ছা করে,
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকীরা সব বেঠিক?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার কোন বিবেক থাকবেনা, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে, দেশের মানুষের প্রতি আমার কোন মায়া থাকা যাবেনা ?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার নেতা নেত্রী ফেরেস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উর্ধ্বে?
ধিক্কার ঐ সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী, নেতা ও সমর্থকদের যাদের কোন অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালবাসা আন্তরিকতা।

07/10/2024

দুনিয়াতে এক্সাম বারবার কিন্তু আখেরাতে একবার। পাশ করলে পুরস্কার ফেল করলে শাস্তি।
ফলাফল ভালো হলে
করা যাবে মাস্তি।

সমকামী যখন মনে করে সে হয়েছে গর্ভবতী।ক্লিনিক এ গিয়ে টেস্ট করে দেখে  শুধু বিরিয়ানি ভর্তি।    😁😁
26/09/2024

সমকামী যখন মনে করে সে
হয়েছে গর্ভবতী।
ক্লিনিক এ গিয়ে টেস্ট করে দেখে
শুধু বিরিয়ানি ভর্তি। 😁😁

22/09/2024

রাসুল ﷺ বলেছেন, এক মু'মিন আর এক
মু'মিনের আ'য়না স্বরুপ।

আ'য়না যার দো'ষ তাকে ধরিয়ে দেয়
অপ'মানের উদ্যেশ্যে অন্যের কাছে বলে বেড়ায় না।

আর আমরা যেন একে অন্যকে অপ'মান করার প্রতিযোগিতায় লি'প্ত হয়ে আছি। সত্যি খুব আফসোস!

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন

সূরা আল হুযরাত, আয়াত 10
اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ اِخۡوَۃٌ فَاَصۡلِحُوۡا بَیۡنَ اَخَوَیۡکُمۡ وَ اتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ
নিশ্চয় মু'মিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ- মীমাংসা করে দাও।
আর তোমরা আল্লাহকে ভ'য় কর,
আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত।

21/09/2024

শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশি জরুরী। আর প্রকৃত মনুষ্যত্বের দীক্ষা পেতে দরকার ধর্মীয় শিক্ষা।

20/09/2024

ফের বাংলাদেশ থেকে কর্মী নিবে মালয়েশিয়া এটা শুনেই অনেকেই মালয়েশিয়ায় আসার জন্য তাড়াহুড়া করছেন।

থামুন⛔

একটু ভাবুন মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। এবং বর্তমান যে কলিং ভিসা আবারো চালু হচ্ছে সেটা কোন খাতে কর্মী নিচ্ছে দেখুন। প্লান্টেশন সেক্টরে কর্মী নিবে মালয়েশিয়া, হ্যাঁ আবারও বলছি শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে কর্মী নিবে মালয়েশিয়া।

অতি উৎসাহিত হয়ে যারা ভাবছেন মালয়েশিয়ায় কোনরকম ঢুকতে পারলেই অন্য কোন কাজের ব্যবস্থা করে নিবেন বা অন্য কোথাও কাজ করবেন, সেটা কিন্তু কখনোই পারবেন না।

প্লান্টেশন সেক্টরের ভিসা নিয়ে আপনি, সার্ভিস সেক্টরে কাজ করতে পারবেন না, যেমন বিভিন্ন কোম্পানি কনস্ট্রাকশন ও কাজ করতে পারবেন না।

কনস্ট্রাকশন এবং কোম্পানির ভিসার লোক এখনো মালয়েশিয়ায় হাজার হাজার ৫ থেকে ৬ মাস বসে আছে কোন কাজ নাই, অনেকেই শূন্য হাতে দেশে ফিরেছেন আবার অনেকেই দেশ থেকে টাকা এনে চলছে।

অনেকেই এগুলো বিশ্বাস না করে রূপকথার গল্প মনে করে মালয়েশিয়া আসার জন্য ছুটছেন। যারা বর্তমান মালয়েশিয়ায় আছে তারাই বর্তমান পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারছে,

দেশের কোন আত্মীয়-স্বজন কিংবা ভাই ব্রাদার এই মুহূর্তে মালয়েশিয়ায় আসা ভালো হবে কিনা এমন কিছু জিজ্ঞেস করলে তাদের সঠিক পরামর্শটি দিবেন মানা আর না মানা তাদের ব্যক্তিগত বিষয়।

নতুন কলিং ভিসায় যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবেন, আপনার এই মালয়েশিয়ার আসার স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হতে পারে।

অবৈধ হওয়ার চিন্তা করে আসিয়েন না কারণ অবৈধ সংখ্যা অনেক অনেক আর বেকারের সংখ্যা লক্ষাধিকের উপরে অনেক অনেক লোক আছে যারা দীর্ঘ ছয় মাস এক বছর ধরে কাজ পাচ্ছে না দেশের বাড়ি থেকে টাকা এনে খেতে হয় ঘর ভাড়া দিতে হয় এতটাই করুন অবস্থা যদিও কোথাও কাজ পায় তখন সেখানে ঘুষ দিয়ে ঢুকতে হয় অতএব ভেবেচিন্তে আসবেন দালালের মিষ্টি কথা অতিরঞ্জিত কথা শুনে ধোকা খাবেন না এমনও হতে পারে এসে প্রথম ৬ মাস আপনি বেকার অতএব চিন্তা ভাবনা করে আসবেন

15/09/2024

সন্তানকে খেলনা না দিলে কিছুক্ষণ কাঁদবে,
জ্ঞান না দিলে সারা জীবন কাঁদবে,
আর ধর্মীয় শিক্ষা না দিলে কিয়ামতের দিনেও কাঁদবে।😭

10/09/2024
26/08/2024

মানুষের স্বভাবচরিত্র, মেজাজ-মর্জি ও আচরণ বোঝানোর জন্য আরবিতে আখলাক শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। দয়া, ক্ষমা, ধৈর্য, বিনয়, সততা ও সুন্দর আচরণ মানবচরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। তাই বলা হয়, উত্তম চরিত্রবানই উত্তম ইমানদার। আখলাক তিন প্রকার: ১. আখলাকে হাসানা: কেউ জুলুম করলে সমপরিমাণ বদলা নেওয়া। ২. আখলাকে কারিমা: জুলুম করলে তা মাফ করে দেওয়া। ৩. আখলাকে আমিমা: জালেমের জুলুম মাফ করে দেওয়ার পর তার প্রতি ইহসান বা উপকার করা। উত্তম চরিত্রবান ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রাগ সংবরণ করে ফেলে, সৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, মানুষের সঙ্গে কটুবাক্য ব্যবহার করে না।

Address

Jalan Korporat
Klang
42200

Telephone

+601125336023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Kolpo Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category