
22/09/2025
কি সংবাদ দিলো এটা মালেশিয়ার ইমিগ্রেশন? 🤔
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নিয়ে লোকালদের সতর্ক করলো ইমিগ্রেশন বিভাগ
17 সেপ্টেম্বর ২০২৫ |
কুয়ালালামপুর
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (Jabatan Imigresen Malaysia - JIM) এক বিশেষ ঘোষণা দিয়ে দেশটির লোকাল নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসীদের দূর করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।
লোকালদের প্রতি নির্দেশনা
কোনোভাবেই অবৈধভাবে থাকা অভিবাসীদের আশ্রয়, কাজ কিংবা থাকার জায়গা দেওয়া যাবে না।
যাদের বৈধ ভিসা বা পারমিট নেই, তাদের চাকরিতে রাখা বা ভাড়া দেওয়া সম্পূর্ণ বেআইনি কাজ।
আশপাশে অবৈধ অভিবাসী দেখলে বা তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য পেলে তা সরাসরি ইমিগ্রেশন বিভাগে জানাতে বলা হয়েছে।
আইনগত ব্যবস্থা
ইমিগ্রেশন বিভাগ হুশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের সহযোগিতা করা বা আশ্রয় দেওয়া আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
Immigration Act 1959/63 অনুযায়ী এর জন্য ভারী অঙ্কের জরিমানা এবং কারাদণ্ড হতে পারে।
সরকারের অবস্থান
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন:
"অবৈধ অভিবাসীদের প্রশ্রয় দেওয়া মানে দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা। এ বিষয়ে লোকালদের অবশ্যই সতর্ক হতে হবে। মালয়েশিয়া থেকে অবৈধদের নির্মূল করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।"🤔