Enam Moni

Enam Moni Assalamualaikum, my name is Enam Moni,
Living with purpose and serving others with a selfless heart.
(8)

A Selfless Heart, with a Versatile Vision.

আমিএনাম মনি-PhD গবেষণারত স্কলার।ভবিষ্যৎ অনিশ্চিত,কিন্তু মৃত্যু নিশ্চিত।তাই মানবিকতা ও ভালো কাজে প্রত্যাশা শূন্য—নীরবে অপেক্ষা শুধু জীবনের শেষ মুহূর্তটির।
Do Good—Be Good
Join An Altruistic Journey For Humanity. Versatile thoughts, positive actions, and inspiration for every day. Giving without expecting anything in return—that is my way of life.

আসালামুয়ালাইকুম ।  #পাটগ্রাম          #নাপাশাক
14/12/2025

আসালামুয়ালাইকুম ।

#পাটগ্রাম #নাপাশাক

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমাদের কুচলিবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নিবাসী,"আব্দুর রহমান"তিনি বার্ধক্যজনিত নানা...
13/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমাদের কুচলিবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নিবাসী,"আব্দুর রহমান"তিনি বার্ধক্যজনিত নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন আজ ৪:৩০ ঘঠিকার সময় আল্লাহ্‌ জিম্মায় গেছেন, আজ বিকাল । আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।(আমিন)


মরহুমার জানাজার নামাজ আগামিকাল সকাল ১১.০০ ঘঠিকায় পারিবারিক কবর স্থানে অনুষ্ঠিত হবে।
#পাটগ্রাম Enamul Hossain Enam Moni

দেশে কালো অধ্যায় শুরুর আভাস!!! রাজনীতি তার নিজস্ব নীতি ও গতিতে চলবে যে যার মতো করে কিন্তু একজন প্রতিপক্ষের জীবন শেষ করে ...
12/12/2025

দেশে কালো অধ্যায় শুরুর আভাস!!! রাজনীতি তার নিজস্ব নীতি ও গতিতে চলবে যে যার মতো করে কিন্তু
একজন প্রতিপক্ষের জীবন শেষ করে নয় l আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি l

#জীবনওমৃত্যু Enam Moni Enamul Hossain

আমার ছোট ভাইয়ের বন্ধু, কানাডাপ্রবাসী শাহরিয়ার হাসান, মাগরিবের অজু করতে গিয়ে বাথরুমে পড়ে ব্রেন স্ট্রোক করেছেন। বর্তমানে...
11/12/2025

আমার ছোট ভাইয়ের বন্ধু, কানাডাপ্রবাসী শাহরিয়ার হাসান, মাগরিবের অজু করতে গিয়ে বাথরুমে পড়ে ব্রেন স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।
​এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল:
​বিপদ-আপদ কখনও বলে আসে না—এর কোনো বয়স নেই, সময় নেই। কখন আল্লাহ কাকে পরীক্ষা করবেন, আমরা জানি না।
​আমরা সবাই শাহরিয়ার ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করি। 🙏
​আর এই শিক্ষাটি মেনে চলি: সুস্থ থাকা অবস্থায় আল্লাহর (সৃষ্টিকর্তার) শুকরিয়া আদায় করুন, সতর্ক থাকুন এবং সবসময় তাঁকে স্মরণে রাখুন। আল্লাহ যেন আমাদের সবাইকে সকল অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করেন।

Enam Moni
​ #দোয়া #জীবনওমৃত্যু #অনিশ্চয়তা

09/12/2025

Do Good. Be Good.

দান, জ্ঞান, ও শাহাদাত যখন লোক দেখানো হয়! সামর্থ্য অনুযায়ী করুন— কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করুন। আসসালামু আলাইকুম ও...
09/12/2025

দান, জ্ঞান, ও শাহাদাত যখন লোক দেখানো হয়!
সামর্থ্য অনুযায়ী করুন— কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

যারা আল্লাহর দ্বীনের জন্য দান করি, জ্ঞান অর্জন করি বা শাহাদাতের স্বপ্ন দেখি, তাদের জন্য এই হাদিসটি ইখলাস (একান্ততা)-এর গুরুত্বকে তুলে ধরে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে তাদের মধ্যে থাকবে তিনজন— একজন শহীদ, একজন আলেম (কারী), এবং একজন দানশীল।
আলিম-
আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি তোমার জ্ঞান দিয়ে কী করেছ? সে বলবে: আমি রাত-দিন তা পাঠ করেছি এবং শিক্ষা দিয়েছি।আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো ! তুমি চেয়েছিলে যেন তোমাকে 'বড় জ্ঞানী' বলা হয়।অতঃপর তাকে উপুড় করে টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
দানশীল-
আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি সম্পদ দিয়ে কী করেছ? সে বলবে আমি তোমার পথে সকল ধরনের দান করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো ! তুমি চেয়েছিলে যেন তোমাকে বড় দানশীল' বলা হয় ।সতরাং তাকে উপুড় করে টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
শহীদ-
আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি কী করেছ ? তোমার জন্য জিহাদ করেছি,অবশেষে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো ! তুমি চেয়েছিলে যেন তোমাকে বড় বীর' বলা হয় ।
সুতরাং তাকে উপুড় করে টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

সহীহ মুসলিম, হাদিস: ১৯০৫ (কিতাবুল ইমারাহ)
মূল কথা , লোক দেখানোর এইসব কাজ বন্ধ করুন। আপনি যা-ই করুন, তা মন থেকে করুন। আপনাকে বেশি করার প্রয়োজন নেই। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন, ততটুকুই করুন— কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করুন।

Hossain
#জাহান্নাম #ইসলাম #হাদিসের #ইখলাস #শিরক #জান্নাতুল

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sk Rakib Musabbir, Biplob Roy, আফরান ট্র...
08/12/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sk Rakib Musabbir, Biplob Roy, আফরান ট্রেডার্স, Md Raj, MB Mominur Islam, Monowara Parvin, মোঃ মোজাম্মেল শেখ, Nihan Nahid, زكيرول أحمد, Md Masum Billa, Rumpa Khatun, Imtiaz Ahmed, Sidratul Mon Tah Miraj, Mohammad Shahinur Islam, Md Rafi, Muhammad Selim Islam, Harun Khan, Limon Sheikh, Samiul Islam, Md. Shahin Alom, Md. Rodel Islam, Benzit Hossain, MN Mynul, Shahadat Hossain Saju, Selim Mia, Md Arif Hasan, MD Mahabub Alam, রেজওয়ান কবির, MD Arif Islam, Saddam Hoshen, Xia Islam, Md. Junayed Haseem Sumon, Md Ridoy Islam, Saima Akter, Msr Shahin, Shekhor Mahmud, Md Hanif Hosen, Md Rahim Islam Patgarm, Sk Bappi Islam, Mdmomenul Islam Zanu, Rafayat Hossain, MD Mitu Islam, Md Toriful Islam, Hasinur Rahman Hasu, Azizul Hakim, খুশি চৌধুরী, MdNazmul Haque, Mst Rubina Begum, Md Sazedul Islam, Shafiul Alam Masum

বর্তমান প্রজন্ম: (Present-Tense Generation)! বর্তমান প্রজন্ম 'অনেক বেশি বাস্তবিক।আমি এই কথাটি অনেক চিন্তা করে দেখেছি । ত...
08/12/2025

বর্তমান প্রজন্ম: (Present-Tense Generation)! বর্তমান প্রজন্ম 'অনেক বেশি বাস্তবিক।

আমি এই কথাটি অনেক চিন্তা করে দেখেছি । তারা না অতীতের, না ভবিষ্যতের তারা শুধু 'এখন'-এর!!!!!

আমরা প্রায়ই একটি কথা শুনি এখনকার ছেলেমেয়েদের বোঝা দায়। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই প্রজন্মের জীবনদর্শন কতটা স্পষ্ট এবং সরল!

তারা অতীতমুখীন নয়, কারণ...
তারা ইতিহাসে আটকে থাকতে চায় না। তারা মনে করে, যা ঘটেছে, তা থেকে শুধু শিক্ষা নেওয়ার আছে, কিন্তু তাকে আঁকড়ে ধরে থাকার প্রয়োজন নেই।

তারা ভবিষ্যৎ নিয়ে অতি-চিন্তিত নয়, কারণ...
কাল কী হবে এই দুশ্চিন্তায় তারা আজকের দিনটা নষ্ট করতে রাজি নয়।
তারা শুধুই 'বর্তমান'-বাদী (Present-Tense Generation)!

এদেরকে ভুলভাল বা লোক-দেখানো কোনো আদর্শ দিয়ে প্রভাবিত করা প্রায় অসম্ভব। কারণ, তারা তাত্ত্বিক কথায় নয়, বরং কার্যত (Practical) কী হচ্ছে, সেটাতে বিশ্বাসী।

আপনি চাইলে একটি ভালো কথার মাধ্যমেও কাউকে সাহায্য করতে পারেন l সাহায্য সব সময়ে টাকা বা গায়ের জোর দিয়ে হয় না l #হিংসা_নয়_...
07/12/2025

আপনি চাইলে একটি ভালো কথার মাধ্যমেও কাউকে সাহায্য করতে পারেন l সাহায্য সব সময়ে টাকা বা গায়ের জোর দিয়ে হয় না l

#হিংসা_নয়_শান্তি #ভালোকাজ #মুসলিম #পরিবর্তন Enam Moni

কেউ ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন পাঠ করার আগেই আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত অন্যের জন্য নিরাপদ হওয়...
07/12/2025

কেউ
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন পাঠ করার আগেই আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত অন্যের জন্য নিরাপদ হওয়া।

#হিংসা_নয়_শান্তি #পরিবর্তন #মুসলিম #ভালোকাজ Enam Moni Enamul Hossain Easha Islam

পোস্টার ছেঁড়াছোঁড়ার রাজনীতি বন্ধ হোক I ​নির্বাচনী প্রচারণার এই সময়ে একটি অত্যন্ত দুঃখজনক বিষয় লক্ষ্য করছি—আমার ভাইয়...
05/12/2025

পোস্টার ছেঁড়াছোঁড়ার রাজনীতি বন্ধ হোক I

​নির্বাচনী প্রচারণার এই সময়ে একটি অত্যন্ত দুঃখজনক বিষয় লক্ষ্য করছি—আমার ভাইয়ের পোস্টারের ওপর অন্য প্রার্থীর পোস্টার লাগিয়ে দেওয়া, পোস্টার ছিঁড়ে দেয়া হচ্ছে। এটা নিছক রাজনীতি নয়। ​যারা এই কাজ করছেন, তারা হয়তো ভাবছেন এতে সুবিধা হবে। কিন্তু বিশ্বাস করুন,যিনি তাঁর নিজের দলের সমর্থক, তাঁরও যদি বিবেক জাগ্রত থাকে, তিনি কখনও এই নোংরামি ভালোভাবে নেবেন না। বরং, আপনাদের এই ঘৃণিত কার্যক্রমের কারণে তিনি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

​আপনারা ভুলে যাচ্ছেন, অন্যের জন্য গর্ত করলে, কোনো না কোনো সময় সেই গর্তে নিজেকেই পড়তে হয়। হিংসা-বিদ্বেষ ছড়িয়ে নিজের পক্ষের লোককেই বিপক্ষ বানাচ্ছেন।

আসুন, এই হিংসার রাজনীতি পরিহার করি। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে অন্যের ক্ষতি করার চেষ্টা না করে, নিজের প্রার্থীর ভালো দিকগুলো তুলে ধরে পরিচ্ছন্ন প্রচারণা চালান।

​আমরা বিশ্বাস করি, জনগণের মন জয় করতে হয় কাজ দিয়ে, পোস্টার ছিঁড়ে বা ঢেকে দিয়ে নয়।
​সবাই সঠিকভাবে নিজেদের কাজ নিয়ে এগিয়ে যান। আল্লাহ যাকে কবুল করবেন, তিনিই জয়ী হবেন। ক্ষমতার লড়াইয়ে বিবেককে বিক্রি করবেন না।

আমি এটুকু বলব কোন প্রার্থী এগুলো করতে বলেনা, কিছু অতি উৎসাহী লোকজন থাকে যাদের কাজই হলো নিজের লোক কে বিপদে ফেলা। সুতরাং প্রার্থীরা অবশ্যই খেয়াল রাখবেন নিজের লোকেই আপনার অমঙ্গল ডেকে আনছে কিনা??

​ #পরিবর্তন #পরিচ্ছন্ন_রাজনীতি #হিংসা_নয়_শান্তি #নির্বাচনী_আচরণবিধি #এলাকার_উন্নয়ন
​ Enam Moni Enamul Hossain Easha Islam

জুমা মোবারক! আপনার দিনটি বরকতময় হোক। 🕌তবে আমাদের উচিত....জীবনে এগিয়ে যেতে হলে অন্যের সমালোচনায় সময়ে নষ্ট না করে নিজের স...
05/12/2025

জুমা মোবারক! আপনার দিনটি বরকতময় হোক। 🕌
তবে আমাদের উচিত....

জীবনে এগিয়ে যেতে হলে অন্যের সমালোচনায় সময়ে নষ্ট না করে নিজের সাথে প্রতিযোগিতা করেন। আজকের আপনি যেন গতকাল চেয়ে অন্তত ১% ভালো হন।

​"অন্যের ভালো কাজ দেখে ঈর্ষান্বিত না হয়ে, সেই সাফল্য থেকে শিক্ষা নিন। আর নিজের ভুলগুলো খুঁজে বের করে তাকে নিজের উন্নতির জ্বালানি হিসেবে ব্যবহার করুন।

#আত্মোন্নতি #নিজেরসাথেপ্রতিযোগিতা #সাফল্যেরমন্ত্র #জীবনদর্শন
Enamul Hossain

Address

Patgram, Lalmonirhat, Rangpur
Kuala Lumpur

Telephone

+8801728081070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enam Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enam Moni:

Share