জুলাই 36 TV

জুলাই 36 TV নিউজ নারায়ণগঞ্জ বাংলাদেশ ছাত্রদল

এই মানুষটাকে কখনও আওয়ামী লীগের সঙ্গে আপস করতে দেখিনি। বিএনপি পরিবারের সদস্য হওয়ায় হামলা-মামলা এবং কারানির্যাতিত  ছিল—তবু...
20/09/2025

এই মানুষটাকে কখনও আওয়ামী লীগের সঙ্গে আপস করতে দেখিনি। বিএনপি পরিবারের সদস্য হওয়ায় হামলা-মামলা এবং কারানির্যাতিত ছিল—তবু লোভ বা ভয় দেখিয়ে তাকে নিজের আদর্শ থেকে সরানো যায়নি। ১৮–এর সংসদ নির্বাচনের দিন সকাল ১১টায় ভোট চলছিল; খবর ছড়িয়ে পড়ে ভোট জোর করে করানো হচ্ছিল। ভোটারদের শুধু ফিঙ্গারপ্রিন্ট দিতে বলা হচ্ছিল, বাকিটা যেন আগেই ঠিক করে দেওয়া—স্থানীয় আওয়ামী লীগের লোকরাই সেই কাজ করছিলেন। কয়েকজন আওয়ামী লীগ কর্মী বিএনপি পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে বারবার ভোট দিতে চাপও দিচ্ছিলেন, যদিও নৌকা আগেই নির্বাচনী তালিকায় নির্বাচিত ছিল তাদের উদ্দেশ্য ছিলো লোকজন দেখানো । এই একজন ব্যাক্তি যিনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলেছিলেন, “ভোট দিলে প্রকাশ্যেই ধানের শিষের সিল দেবো — আজাদকে দেবো।” তখন ধানের শিষের প্রার্থী ছিলেন নজরুল ইসলাম আজাদ।

কর্মই জীবনের সাথী,তবু সে-ই আনে ক্লান্তির ভার।কর্মক্লান্ত মানুষ শিখে যায় শেষে,সংগ্রামেই লুকিয়ে বিশ্রামের প্রহার
19/09/2025

কর্মই জীবনের সাথী,
তবু সে-ই আনে ক্লান্তির ভার।
কর্মক্লান্ত মানুষ শিখে যায় শেষে,
সংগ্রামেই লুকিয়ে বিশ্রামের প্রহার

19/09/2025

প্রয়োজনে বিপ্লবীরা আবারো জাপিয়ে পরবে ঢেউ আবার উঠবে।
হ্যাডম দেখাইতে গেলে সাবধানে—বিপ্লব এখনো জীবিত।
ইনকিলাব জিন্দাবাদ

11/09/2025
02/09/2025

এমন নীল সমুদ্র দেখেছেন কখনও? 🌊 মালয়েশিয়ার সৌন্দর্যে হারিয়ে যেতে বাধ্য

Address

Kualalampur
Kuala Lumpur
50400

Telephone

+601128248010

Alerts

Be the first to know and let us send you an email when জুলাই 36 TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জুলাই 36 TV:

Share