
20/09/2025
এই মানুষটাকে কখনও আওয়ামী লীগের সঙ্গে আপস করতে দেখিনি। বিএনপি পরিবারের সদস্য হওয়ায় হামলা-মামলা এবং কারানির্যাতিত ছিল—তবু লোভ বা ভয় দেখিয়ে তাকে নিজের আদর্শ থেকে সরানো যায়নি। ১৮–এর সংসদ নির্বাচনের দিন সকাল ১১টায় ভোট চলছিল; খবর ছড়িয়ে পড়ে ভোট জোর করে করানো হচ্ছিল। ভোটারদের শুধু ফিঙ্গারপ্রিন্ট দিতে বলা হচ্ছিল, বাকিটা যেন আগেই ঠিক করে দেওয়া—স্থানীয় আওয়ামী লীগের লোকরাই সেই কাজ করছিলেন। কয়েকজন আওয়ামী লীগ কর্মী বিএনপি পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে বারবার ভোট দিতে চাপও দিচ্ছিলেন, যদিও নৌকা আগেই নির্বাচনী তালিকায় নির্বাচিত ছিল তাদের উদ্দেশ্য ছিলো লোকজন দেখানো । এই একজন ব্যাক্তি যিনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলেছিলেন, “ভোট দিলে প্রকাশ্যেই ধানের শিষের সিল দেবো — আজাদকে দেবো।” তখন ধানের শিষের প্রার্থী ছিলেন নজরুল ইসলাম আজাদ।