08/06/2025
খুব সম্ভবত ৩-৪ বছর আগে লিখেছিলাম, কেনো লিখেছি সেটাও মনে নাই। হয়তো আবোলতাবোল কোনো চিন্তা থেকেই লিখা। সেদিন জরুরী প্রয়োজনের ফোনের নোটস ঘাটতে গিয়ে চোখে পড়লো। তখন এমনকিছু লিখে টুকটাক ভয়েস ওভারে তুলে সেটা আপলোড দিতাম। সে পুরনো অভ্যাসের টানেই আবার করলাম।
একটা অনুভব, একটুখানি ফিরে দেখা।