Habib Nayeem

Habib Nayeem Habib Nayeem (June 20, 2004; Bangladeshi: হাবিব নাঈম) is a Bangladeshi Digital Marketer and Businessperson.

Helping Bangladeshis from Malaysia master AI & Digital Skills to earn from anywhere 🔥

Sharing the strategies Google won’t tell you 💯

Agency Owner | International Student | Traveller 🏖️

Join Here: https://chat.whatsapp.com/EyGdevHYVwVH9TwbaQEkvR He trained hundreds of students in the Bengali language in marketing, sales, business, and content. Habib Nayeem is known for his best-selling eBook "Th

e Secret Of Youtube Subscriber Method"

Owns of Habib Nayeem:

Habib Nayeem founder of 'Studentpreneur Bangladesh'

He is also the founder of 'Skillian', the creative Bangladeshi skill hub. To learn more about him, here is the official website of HabibNayeem:
https://habibnayeem.com


Other official profiles of Habib Nayeem:

YOUTUBE: https://youtube.com/c/HabibNayeem
FACEBOOK PROFILE: https://facebook.com/HabibNayeem100
INSTAGRAM: https://instagram.com/habib_nayeem
LINKEDIN: https://www.linkedin.com/in/HabibNayeem100
TWITTER: https://twitter.com/HabibNayeem100
QUORA: https://bn.quora.com/profile/HabibNayeem

20/09/2025

The best investment?

Learning how to learn. 🧠

18/09/2025

Don’t just collect contacts, build relationships. ✅

17/09/2025

Education gives you knowledge, 🧠

But practice gives you wisdom.

16/09/2025

Consistency is louder than talent. 💯

15/09/2025

If you don’t invest in your skills,

You’ll pay the price in regret.

14/09/2025

80% success comes from just 20% of actions.

Choose your actions wisely. ⚡

03/09/2025

In business,
People don’t pay for your product,
They pay for the trust you carry 💸

প্রতিটি সকাল সুন্দর যদি আপনি একটি ভালো কাজ দিয়ে সকালটা শুরু করতে পারেন!শুভ সকাল 😌
25/08/2025

প্রতিটি সকাল সুন্দর যদি আপনি একটি ভালো কাজ দিয়ে সকালটা শুরু করতে পারেন!

শুভ সকাল 😌

🚨 কেন অনেক মানুষ সারাজীবন গরিব থেকে যায়…কারণ তারা বারবার শুধু সময় বিক্রি করে, কিন্তু কোনো সিস্টেম তৈরি করে না।Here’s the...
23/08/2025

🚨 কেন অনেক মানুষ সারাজীবন গরিব থেকে যায়…

কারণ তারা বারবার শুধু সময় বিক্রি করে, কিন্তু কোনো সিস্টেম তৈরি করে না।

Here’s the money ladder no one teaches in school ⬇️

✓ Poor People → Sell time to survive.
✓ Growth People → Serve solutions to reach people.
✓ Rich People → Buy time to scale faster.
✓ Millionaires → Buy time, solve millions of problems & build systems.
✓ Billionaires → Buy other people’s systems.

কিছু মানুষ সময় বিক্রি করে শুধু টাকার জন্য নয়, বরং অভিজ্ঞতা কেনার জন্য।

এটাও একধরনের গ্রোথ।

২০২০ সালের দিকে আমি যখন ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করি, তখনো ধারণা ছিল না একদিন আমি নিজের এজেন্সি তৈরি করব।

তখন শুধু মনে হতো শেখার পর বাস্তবে কাজে লাগানো দরকার।

শুধু কোর্স করা বা ইউটিউব দেখা যথেষ্ট নয়। তাই বাস্তব অভিজ্ঞতার জন্য আমি একটি বাংলাদেশি এজেন্সিতে ২–৩ মাসের জন্য ইন্টার্নশিপ করি।

সেই ছোট্ট সময়টায় আমি যা শিখেছিলাম, তা আজও আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আমি প্রথম বুঝেছিলাম ক্লায়েন্টের আসল প্রয়োজন বোঝা কতটা গুরুত্বপূর্ণ।

ডেডলাইনের চাপ, প্রোজেক্ট ডেলিভারি, টিমওয়ার্ক এসব জিনিস কেবল বই পড়ে শেখা যায় না।

আরেকটা বড় শিক্ষা পেয়েছিলাম, ছোট কাজও যদি সিরিয়াসলি করা যায়, তাহলে সেটাই পরের বড় কাজের দরজা খুলে দেয়।

আজ যখন আমি নিজের টিম নিয়ে কাজ করি, ক্লায়েন্টকে সার্ভ করি, তখনো মনে হয় সেই ইন্টার্নশিপের দিনের শিক্ষাগুলোই আমার এজেন্সির ফাউন্ডেশন তৈরি করতে হেল্প করেছে।

বাংলাদেশিরা কিভাবে Growth People 🎯 হতে পারে?

আজকের দিনে শুধু একটা ডিগ্রি থাকলেই চলবে না।

রিয়েল লাইফে টিকে থাকতে হলে আপনাকে বাস্তব সমস্যার সমাধান করতে জানতে হবে।

🔑 ৪টি ধাপ শুরু করার জন্য

✓ স্কিল ডেভেলপ করুন → ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, AI, বা আপনার ইন্টারেস্ট অনুযায়ী যেকোনো হার্ড স্কিল।

✓ ছোট ছোট সমস্যা সলভ করুন → আপনার আশেপাশেই দেখবেন অনেক সমস্যা আছে, চেষ্টা করুন আপনার স্কিল দিয়ে সেগুলো সলভ করার।

✓ ভ্যালু শেয়ার করুন → মানুষকে যত বেশি হেল্প করার মানসিকতা থাকবে, তত দ্রুত আপনি মানুষের ট্রাস্ট অর্জন করতে সক্ষম হবেন। আর ট্রাস্ট ছাড়া সেল? উম হু! অসম্ভব!

✓ নেটওয়ার্ক বানান → আপনার সমাধান যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত দ্রুত গ্রোথ আসবে।

2 & 2 Formula for Growth 💡
যারা একদম শুরুর দিকে আছেন, তারা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন।

1 Hard Skill + 1 Semi-Hard Skill
→ যেমন: ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অথবা AI টুল ব্যবহার করে কাজ অটোমেট করা।
2 Soft Skills
→ Sales, Networking, Negotiation, Communication — এর মধ্যে অন্তত দুটো স্কিল শিখুন।

কারণ শুধু হার্ড স্কিল থাকলেই হবে না, মার্কেটে সেটাকে প্রেজেন্ট করতে জানতে হবে।

Adopt & Upgrade Mindset 🧠

এখানেই আসল খেলা।
শুধু শিখা স্কিলে আটকে থাকা যাবে না।

যেভাবে একটা অ্যাপ Play Store বা App Store থেকে আপডেট হয় আর নতুন ফিচার যোগ হয়,

ঠিক সেভাবেই সময়ের সাথে সাথে নিজেকেও adopt আর upgrade করতে হবে।

নতুন টেকনোলজি, নতুন মার্কেট ডিমান্ড, সবসময় নিজের ভেতরে নতুন ফিচার যোগ করতে হবে।

একটা জিনিস আমি বুঝেছি, শেখা শুধু ক্লাসে বা ইউটিউবের ভিডিও দেখে হয় না। সত্যিকার শেখা হয় প্র্যাক্টিক্যালি ইমপ্লিমেন্ট করার মাধ্যমে।

আজকের সেই ছোট্ট অভিজ্ঞতাই কালকে আপনার বড় সফলতার ভিত হতে পারে।

তাই থেমে থাকবেন না, ল্যাডার বেয়ে উঠুন।

সিস্টেম তৈরি করুন। 🔥

আর নিজেকে সময় ⏳ দিয়ে আপগ্রেড করে ধাপে ধাপে সামনে এগিয়ে যান।

Robert Kiyosaki (Rich Dad Poor Dad) বলেছেন → “The rich don’t work for money, they build systems where money works for them.”

আপনি নিজের জন্য কোন ১টা হার্ড স্কিল আর কোন ২টা স্কিল বেছে নেবেন? 🤔

22/08/2025

আপনি যতই স্কিল শিখেন যদি মার্কেটিং করতে না পারেন তাহলে ফলাফল জিরো।

ড্রিম গ্রোথ = জিরো

নিজেকে সেল করতে জানাটাই একটা স্কিল!💖

©️ Robiul Alom Ronju

Address

Sri Ayu, Jalan 14/55a, Setiawangsa
Kuala Lumpur
54200

Telephone

+8801619402255

Website

http://habibnayeem.super.site/

Alerts

Be the first to know and let us send you an email when Habib Nayeem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habib Nayeem:

Share