
17/08/2025
পাকিস্তানে ভয়াবহ বন্যা: ৩৫১ জনের মৃ$ত্যু, শতাধিক নিখোঁজ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী মৌসুমী বৃষ্টি, মেঘবিষ্ফোরণের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৩৫১ জনের মৃ$ত্যু হয়েছে।
আর জুন মাস থেকে শুরু হওয়া এই দু$র্যোগে মোট মৃ$ত্যুর সংখ্যা ৫৫৬-এ পৌঁছেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত এবং হিমবাহ গলে যাওয়া এই দু$র্যোগের প্রধান কারণ।
বিশেষ করে খাইবার পাখতুনখোয়া, গিলগিত-বালতিস্তান এবং আজাদ কাশ্মীরে বন্যা ও ভূমিধসের প্রভাব সবচেয়ে বেশি।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ আগস্ট পর্যন্ত আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।