Everything BAL History

Everything BAL History বিশ্বের সকল প্রকার খবর ও বিনোদনমূলক অ? একটি অনুসন্ধান ভিত্তিক সত্যবোধক কনটেন্ট নির্মাতা

লালামনিরহাট তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে কুপিয়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ম...
24/04/2025

লালামনিরহাট তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে কুপিয়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মাহফুজুর রহমান রাজু (৪০) নামে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সঙ্গীরা। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মামলাটি করেন টোল আদায়কারী পরিচালক নাজমুল আলম। মামলায় ওই বিএনপি নেতা রাজুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

✅ কেউ যখন অসুস্থতায় পড়ে তখন খাবারের চেয়েও তার টাকার বেশি প্রয়োজন! ডাক্তারের ফি, ঔষধের দাম, টেস্ট ফি (আর হাসপাতালে ভর্তি ...
22/04/2025

✅ কেউ যখন অসুস্থতায় পড়ে তখন খাবারের চেয়েও তার টাকার বেশি প্রয়োজন! ডাক্তারের ফি, ঔষধের দাম, টেস্ট ফি (আর হাসপাতালে ভর্তি হলে তো টাকার আরও বেশি প্রয়োজন), সংসার খরচ, ক্লিনিকে যাতায়াত খরচ ইত্যাদি নানাবিধ প্রয়োজনে রোগীর যথেষ্ট টাকার প্রয়োজন হয়!

তাই এখন থেকে সবাই রোগী দেখতে গেলে ফলফ্রুট বা অন্য সকল খাবার না নিয়ে খামে করে রোগীকে নিজের সাধ্যমত কিছু টাকা গিফট দিই....

22/04/2025

✅ মানুষ ভুল করার পরেও ৩টি ভুল করেঃ
১) নিজের ভুল লুকানোর চেষ্টা করে
২) নিজের ভুল নিয়ে তর্ক করে
৩) নিজের ভুল স্বীকার করতে চায়না।

18/04/2025

বাস্তবতা হল- অবৈধ টাকার লোভে সবাই আওয়ামী খুনিচক্রকে শেল্টার দিচ্ছে। কেউ আড়ালে, কেউ গোপনে, কেউ আবার প্রকাশ্যে।

বাটা কোম্পানির সাথে ইসরায়েল এর কোনো সম্পর্ক নাই, আর ১৯৭১ সালে ঢাকার বাটা কোম্পানির ম্যানেজার ওডারল্যান্ড ছিলেন  একজন মুত...
13/04/2025

বাটা কোম্পানির সাথে ইসরায়েল এর কোনো সম্পর্ক নাই, আর ১৯৭১ সালে ঢাকার বাটা কোম্পানির ম্যানেজার ওডারল্যান্ড ছিলেন একজন মুতিযোদ্ধা সেটা অনেকেই জানেনা। এবার বাটা কোম্পানির কাহিনী শুনুন:

টমাস সাহেবের জুতো
বাটার প্রতিষ্ঠাতা।

এক সাহেবের জীবনী হাতে এসেছিলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ভদ্রলোক পেশায় ছিলেন মুচি বা চর্মকার। তাঁর জীবনীটি পড়ে এমনই মুগ্ধ হয়ে যান বিভূতিভূষণ যে তিনি কাগজ কলম নিয়ে বসে পড়েন। পুরো জীবনীটি বিভূতিভূষণ বাংলায় অনুবাদ করেছিলেন। শুধু তাই নয়, তাঁর মনে হয়েছিল এ জীবনী পড়া উচিত চাকরি প্রত্যাশী প্রত্যেকটি তরুণতরুণীর। তিনি ছুটলেন বেঙ্গল কেমিক্যাল খ্যাত আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে। সে জীবনী পড়ে আচার্য্যও মুগ্ধ ! তিনি বিভূতিভূষণের বইটির ফরওয়ার্ডও লিখে দিলেন। দুঃখের বিষয়, বইটি ছাপা হলেও জনপ্রিয় হয়নি। চর্মকারের জীবনী আবার কে পড়ে!

টমাস ছেলেটির জন্ম চেকোস্লোভাকিয়াতে, মাত্র ১০ বছর বয়সে সে মাতৃহারা। তার বাপ-ঠাকুরদা সবাই ছিলেন দক্ষ চর্মকার। ৬ বছর বয়স থেকে বাবার কাছে চামড়ার কাজ শিখতে শুরু করেন। ১২ বছর বয়সেই টমাস জুতো তৈরিতে পারদর্শী হয়ে ওঠে, কিন্তু এই ছেলেটির চোখে তখন অন্য স্বপ্ন। মাত্র ১৮ বছর বয়সে ছেলেটি তার দাদা আন্তোনিন ও দিদি অ্যানাকে বুঝিয়ে বলেন যে একটা ছোট্ট দোকান থেকে আর ক'টা জুতো বিক্রি হবে, তার চেয়ে চল আমরা তিন ভাইবোন মিলে একটা জুতোর কোম্পানি বানাই তাতে জুতো বিক্রি হবে অনেক বেশি আর সে কোম্পানিতে কর্মসংস্থানও হবে কিছু মানুষের। কুড়িয়ে বাড়িয়ে মাত্র ৩২০ ডলার জোগাড় করতে পেরেছিলেন তিন ভাইবোন আর তাই দিয়েই ১৮৯৪তে তাঁরা বানিয়ে ফেললেন একটি জুতোর কোম্পানি।

মাত্র ১০ জন কর্মীকে নিয়ে শুরু হওয়া সে কোম্পানিটি কিন্তু একবছরেই দেউলিয়া হয়ে গিয়েছিল। জুতো তৈরির চামড়া কেনার টাকাও ছিল না। অন্য কেউ হলে ব্যবসার সেখানেই ইতি টানতেন, কিন্তু তিনি সেখান থেকেই শুরু করলেন। বললেন চামড়া নেই তো কী হয়েছে, ক্যানভাস কাপড় দিয়ে বানাবো জুতো। বানাতে খরচ বেশি নয়, তাই দামেও হবে সস্তা। নতুনভাবে হলো "জুতা আবিষ্কার" ! তৈরি হলো পৃথিবীর প্রথম ক্যানভাসের জুতো (যেটিকে আমরা বলি কেডস) আর সেই জুতো বাজারে পড়া মাত্র সুপারহিট ! একবছরের মধ্যে দেনা শোধ করে ঘুরে দাঁড়ালো টমাস সাহেবের কোম্পানি!

টমাস সাহেব বুঝেছিলেন প্রোডাকশন বাড়াতে হলে আমেরিকার আবিষ্কার অ্যাসেম্বলি লাইন বস্তুটি আয়ত্ত করতেই হবে। চলে গেলেন আমেরিকা। হাতে কলমে শিক্ষার অন্ধভক্ত ছিলেন তিনি! একবার তাকে একটি স্কুলে বক্তৃতা দিতে ডাকা হয়েছিল। ক্লাসে গিয়ে দেখেন বাচ্চারা মিশ্রণের অনুপাত নিয়ে জটিল অঙ্ক করছে ব্ল্যাকবোর্ডে। তিনি বললেন "ফেলে দাও এসব অঙ্ক, চ

বাটা কোম্পানির সাথে ইসরায়েল এর কোনো সম্পর্ক নাই, আর ১৯৭১ সালে ঢাকার বাটা কোম্পানির ম্যানেজার ওডারল্যান্ড ছিলেন  একজন মুত...
13/04/2025

বাটা কোম্পানির সাথে ইসরায়েল এর কোনো সম্পর্ক নাই, আর ১৯৭১ সালে ঢাকার বাটা কোম্পানির ম্যানেজার ওডারল্যান্ড ছিলেন একজন মুতিযোদ্ধা সেটা অনেকেই জানেনা। এবার বাটা কোম্পানির কাহিনী শুনুন:

টমাস সাহেবের জুতো
বাটার প্রতিষ্ঠাতা।

এক সাহেবের জীবনী হাতে এসেছিলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ভদ্রলোক পেশায় ছিলেন মুচি বা চর্মকার। তাঁর জীবনীটি পড়ে এমনই মুগ্ধ হয়ে যান বিভূতিভূষণ যে তিনি কাগজ কলম নিয়ে বসে পড়েন। পুরো জীবনীটি বিভূতিভূষণ বাংলায় অনুবাদ করেছিলেন। শুধু তাই নয়, তাঁর মনে হয়েছিল এ জীবনী পড়া উচিত চাকরি প্রত্যাশী প্রত্যেকটি তরুণতরুণীর। তিনি ছুটলেন বেঙ্গল কেমিক্যাল খ্যাত আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে। সে জীবনী পড়ে আচার্য্যও মুগ্ধ ! তিনি বিভূতিভূষণের বইটির ফরওয়ার্ডও লিখে দিলেন। দুঃখের বিষয়, বইটি ছাপা হলেও জনপ্রিয় হয়নি। চর্মকারের জীবনী আবার কে পড়ে!

টমাস ছেলেটির জন্ম চেকোস্লোভাকিয়াতে, মাত্র ১০ বছর বয়সে সে মাতৃহারা। তার বাপ-ঠাকুরদা সবাই ছিলেন দক্ষ চর্মকার। ৬ বছর বয়স থেকে বাবার কাছে চামড়ার কাজ শিখতে শুরু করেন। ১২ বছর বয়সেই টমাস জুতো তৈরিতে পারদর্শী হয়ে ওঠে, কিন্তু এই ছেলেটির চোখে তখন অন্য স্বপ্ন। মাত্র ১৮ বছর বয়সে ছেলেটি তার দাদা আন্তোনিন ও দিদি অ্যানাকে বুঝিয়ে বলেন যে একটা ছোট্ট দোকান থেকে আর ক'টা জুতো বিক্রি হবে, তার চেয়ে চল আমরা তিন ভাইবোন মিলে একটা জুতোর কোম্পানি বানাই তাতে জুতো বিক্রি হবে অনেক বেশি আর সে কোম্পানিতে কর্মসংস্থানও হবে কিছু মানুষের। কুড়িয়ে বাড়িয়ে মাত্র ৩২০ ডলার জোগাড় করতে পেরেছিলেন তিন ভাইবোন আর তাই দিয়েই ১৮৯৪তে তাঁরা বানিয়ে ফেললেন একটি জুতোর কোম্পানি।

মাত্র ১০ জন কর্মীকে নিয়ে শুরু হওয়া সে কোম্পানিটি কিন্তু একবছরেই দেউলিয়া হয়ে গিয়েছিল। জুতো তৈরির চামড়া কেনার টাকাও ছিল না। অন্য কেউ হলে ব্যবসার সেখানেই ইতি টানতেন, কিন্তু তিনি সেখান থেকেই শুরু করলেন। বললেন চামড়া নেই তো কী হয়েছে, ক্যানভাস কাপড় দিয়ে বানাবো জুতো। বানাতে খরচ বেশি নয়, তাই দামেও হবে সস্তা। নতুনভাবে হলো "জুতা আবিষ্কার" ! তৈরি হলো পৃথিবীর প্রথম ক্যানভাসের জুতো (যেটিকে আমরা বলি কেডস) আর সেই জুতো বাজারে পড়া মাত্র সুপারহিট ! একবছরের মধ্যে দেনা শোধ করে ঘুরে দাঁড়ালো টমাস সাহেবের কোম্পানি!

টমাস সাহেব বুঝেছিলেন প্রোডাকশন বাড়াতে হলে আমেরিকার আবিষ্কার অ্যাসেম্বলি লাইন বস্তুটি আয়ত্ত করতেই হবে। চলে গেলেন আমেরিকা। হাতে কলমে শিক্ষার অন্ধভক্ত ছিলেন তিনি! একবার তাকে একটি স্কুলে বক্তৃতা দিতে ডাকা হয়েছিল। ক্লাসে গিয়ে দেখেন বাচ্চারা মিশ্রণের অনুপাত নিয়ে জটিল অঙ্ক করছে ব্ল্যাকবোর্ডে। তিনি বললেন "ফেলে দাও এসব অঙ্ক, চলো কেক বানাই ! মিশ্রণ আর অনুপাত শেখার ওর থেকে ভালো অঙ্ক নেই !" সেই ক্লাসে সত্যি সত্যিই তিনি কেক বানিয়েছিলেন! এই প্রাক্টিকালিটি থেকেই চেকোশ্লোভাকিয়ায় রাস্তাগুলোকেও রিডিজাইন করে দিয়েছিলেন উনি। এই ব্যাপারে তাঁর উক্তিটিকে সুন্দর অনুবাদ করেছিলেন বিভূতিভূষণ- "পথের দৈর্ঘ্য কম হলে, জীবনের দৈর্ঘ্য বাড়ে"!

এই বাস্তবতা দিয়েই জটিল সমস্যার সহজ সমাধান করেছেন টমাস সাহেব। একবার দেখা গেলো কারখানা থেকে শোরুমে নিয়ে যাওয়ার পথে চুরি যাচ্ছে জুতোর বাক্স ! সবাই টমাস সাহেবকে বুদ্ধি দিলো সিকিউরিটি গার্ড ভাড়া করার। তিনি বললেন "প্রথমে বাঁ পায়ের সব জুতোগুলো পাঠিয়ে দাও, তার দু'দিন পর ডান পায়ের" ! জুতো চুরি রাতারাতি বন্ধ হয়ে গেলো ! ওনার জুতোর দামও তাই উনি অদ্ভুতভাবে ৯ সংখ্যাটা দিয়ে শেষ করতেন, কেননা উনি বুঝেছিলেন ১০০র জায়গায় ৯৯ লিখলে ক্রেতারা বলবেন "একশো টাকারও কমে পেলাম।" সেই ট্র্যাডিশন কিন্তু আজও চলেছে !

আমেরিকা থেকে ফিরে অ্যাসেম্বলি লাইনের সাহায্যে টমাস সাহেব তার প্রোডাকশন বাড়িয়ে ফেললেন প্রায় ১০ গুন, কোম্পানির তখন রমরমা ব্যবসা। এর মধ্যে মারা গেলেন তাঁর দাদা আন্তোনিন, দিদি অ্যানা বিয়ে করে ব্যবসা ছেড়ে চলে গেলেন। কোম্পানির হাল ধরলেন টমাস। 👨‍👦তিনি বুঝেছিলেন ব্যবসা আসলে টীমওয়ার্ক, তাই তাঁর কর্মচারীদের তিনি মুনাফার ভাগ দিতে লাগলেন। কিন্তু শর্ত হলো ব্যবসায় মন্দা এলে তাঁরা সে ক্ষতির ভাগও নেবেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মিলিটারি জুতো তৈরির বিরাট কন্ট্রাক্ট পেলেন টমাস সাহেব, তাঁর ব্যবসা তখন সাফল্যের শিখরে!

১৯৩২ সালে সুইজারল্যান্ডে কোম্পানির একটি শাখা উদ্বোধন করতে গিয়ে বিমান দুর্ঘটনায় মারা যান টমাস সাহেব। আর কী আশ্চর্য, ৭২টা দেশে ছড়িয়ে থাকা তাঁর তৈরি জুতোর কোম্পানির এই মুহূর্তে হেড কোয়ার্টার ওই সুইজারল্যান্ডেই!

টমাস সাহেবের বানানো জুতো আমরা সবাই পরেছি। এই টমাস সাহেবই হলেন বাটা শ্যু কোম্পানির প্রতিষ্ঠাতা টমাস বাটা। খুব ভালো হয়, যদি বিভূতিভূষণের অনুবাদ করা টমাস বাটা-র জীবনীটাই পড়ে ফেলতে পারেন। মুগ্ধ হতে বেশি সময় লাগবে না।
#সামাজিকযোগাযোগমাধ্যামথেকেসংগৃহীত ゚viralシ

13/04/2025

আজকের আজব খবর

উন্নয়ন অব্যাহত
18/03/2025

উন্নয়ন অব্যাহত

একটি আওয়ামী লীগের জীবন কাহিনী
15/03/2025

একটি আওয়ামী লীগের জীবন কাহিনী

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশ বাস্টার্ড লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত মানুষের মাংস খেকো ছাত্রলীগ‌ নামক আধ্যাত্...
28/11/2024

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশ বাস্টার্ড লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত মানুষের মাংস খেকো ছাত্রলীগ‌ নামক আধ্যাত্মিক দুই পাওলা জন্তু ও বাস্টার্ড লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের জন্মের কোন ঠিক নেই তারা দেখাশুনা সত্বেও কিভাবে সমাজে সমাজে মিথ্যা স্বরাষ্ট সোশ্যাল মিডিয়ায়? এটাই জানার বিষয় কার মদদে করতেছে তারা এগুলো? প্রশাসন কি করে বিটিআরসি কী করে? গোয়েন্দা সংস্থা কি করে?

19/06/2024

Address

Dhaka Bangladesh
Kuala Lumpur
80000

Alerts

Be the first to know and let us send you an email when Everything BAL History posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Everything BAL History:

Share