09/05/2025
সোনালী স্বপ্ন গুলো হাতছানি দিয়ে ডাকছে সারাক্ষণ ,,, আল্লাহর উপর ভরসা করে যতটা সম্ভব চেষ্টা করছি প্রতিনিয়ত একটু একটু করে,, জানি না আল্লাহ পাক আমার ভাগ্যে কি রেখেছেন,,, তবুও অতীতে যা কিছু ঘটেছে,, বর্তমান যা কিছু ঘটছে,,আর ভবিষ্যতে যা কিছু ঘটবে,,সে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ,,, আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে নিরাশ করবেন না,,, যদি নিয়তির কাছে হেরে যাই, যদি ব্যর্থ হয়ে যাই তবুও হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবো,,,কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যা কিছু করেন,, সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে,, আমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল এসব কিছুই আমার চাইতে আমার সৃষ্টিকর্তা ভালো জানেন,,, কারণ উনি আমাকে সৃষ্টি করেছেন, অনেকটা ভালোবেসে, যত্ন করে,, শুধু একটাই প্রার্থনা,,,,,,,,,,,,,
হে আল্লাহ,,,,!!!
আপনি আমাকে এতোটা ধৈর্য দান করুন যাতে আমি সব রকমের পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারি,,,
হে আমার রব,,,,!!!!
আপনি আমার অন্তরকে আপনার আনুগত্য করে দিন,,যাতে করে কোনো বিরূপ পরিস্থিতিতে আমি আপনাকে ভুলে না যাই ,,,
হে আমার প্রতিপালক,,,!!!
আপনি আমার চলার পথকে প্রশস্ত করে দিন,,,, আমার মধ্যকার সকল দূর্বলতা দূর করে দিন,,,
হে আমার রক্ষাকর্তা,,,!!!!
আপনি আমাকে সকল প্রকার বিপদে রক্ষা করুন এ কথা বলবো না,, কারণ আমি বিশ্বাস করি,,,সুখ, দুঃখ , আনন্দ, বেদনা সব কিছুই আপনার পক্ষ থেকে প্রেরিত,,তাই আমি যেনো সকল বিপদ -আপদকে ঈমান ও সাহসের সাথে মোকাবেলা করতে পারি সেই তৌফিক আমাকে দান করুন,,,
আপনি আমাকে আপনার রহমতের ছায়ায় আশ্রয় দিন,,, কেননা আপনার করুনা ছাড়া আমি অসহায়,, আমাকে সরল পথে পরিচালিত করুন,,, আপনি আমার সাথে থাকলে সব রকমের সাময়িক কষ্ট, যন্ত্রণা আমি সহ্য করতে পারবো(ইনশাআল্লাহ),,আপনি আমার এক মাত্র অবলম্বন,,,
(আমীন)