কাব্য কথা

কাব্য কথা আলহামদুলিল্লাহ

নতুন করে তৈরি হচ্ছে বাংলাদেশের ইতিহাস,, যেখানে রয়েছে খুন, ধর্ষণ, চাঁদাবাজি এবং নিত্যনতুন দূর্ঘটনা,,, যার ভুক্তভোগী সাধা...
21/07/2025

নতুন করে তৈরি হচ্ছে বাংলাদেশের ইতিহাস,, যেখানে রয়েছে খুন, ধর্ষণ, চাঁদাবাজি এবং নিত্যনতুন দূর্ঘটনা,,, যার ভুক্তভোগী সাধারণ মানুষ,,হে আল্লাহ,,,! বাংলাদেশের সকল মানুষকে এ সব বিপদ মোকাবেলা করার তৌফিক দান করুন,,,একটু করুণা করুন এ দেশের উপর,😥😥

15/07/2025

আসসালামুয়ালাইকুম,, কেমন আছেন সবাই,,,
🤗🤗❤️

ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল।। গরুজবাইয়ের সময়ে EEG পরীক্ষা...
02/06/2025

ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল।। গরু
জবাইয়ের সময়ে EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়।

পরীক্ষায় দেখা যায়,
*জবাইয়ের প্রথম ৩সেকেন্ডে EEG গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যাথা পায় না।
*পরের ৩ সেকেন্ডের EEG রেকর্ডে দেখা যায়, গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে,শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা হয়।
*এই প্রথম ৬ সেকেন্ড পরে EEG গ্রাফে Zero level দেখাচ্ছিলো, তার মানে গরু কোনো ব্যাথা পাচ্ছিলো না।
*গরুর যে খিচুনি আমরা দেখি সেটা Spinal cord এর একটি Reflex Reaction, এটা মোটেও ব্যাথার জন্য হয় না।

(এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শুলজ এবং ডক্টর হাজিম।)

সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আল-আমীন এমন ভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, যা অত্যন্ত নিখুঁত। যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাব্বুল আল-আমীনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবে।

(সংগৃহীত)

সৌন্দর্য প্রকৃতির একটি স্বাভাবিক ও অবিচ্ছিন্ন উপাদান,, সৌন্দর্য কীভাবে এবং কোথায় বিশিষ্টতা অর্জন করবে তা প্রকৃতি নির্ধা...
02/06/2025

সৌন্দর্য প্রকৃতির একটি স্বাভাবিক ও অবিচ্ছিন্ন উপাদান,, সৌন্দর্য কীভাবে এবং কোথায় বিশিষ্টতা অর্জন করবে তা প্রকৃতি নির্ধারণ করে দেয়,,এর ব্যতিক্রম কিছু ঘটলে সৌন্দর্য তার সুষমা হারায়,,, অনুকূল পরিবেশই সৌন্দর্যকে ফুটিয়ে তোলে,, প্রতিটি সৌন্দর্যের একটা নির্দিষ্ট স্থান রয়েছে,, সেই নির্দিষ্ট স্থান এবং পরিবেশই সে যথার্থ বিকাশ লাভ করে,,কাজেই প্রকৃতির নিয়ম অনুযায়ী যে যেখানে সুন্দর তাকে সেখানেই থাকতে দেয়া উচিত,,

মানুষের উপার্জিত ধন- সম্পদের ব্যয়িত কল্যাণকর দিকটি তার প্রকৃত পরিচয় বহন করে,,ধন- সম্পদকে বিলাসিতায় অপব্যয় না করে যদি...
02/06/2025

মানুষের উপার্জিত ধন- সম্পদের ব্যয়িত কল্যাণকর দিকটি তার প্রকৃত পরিচয় বহন করে,,ধন- সম্পদকে বিলাসিতায় অপব্যয় না করে যদি মানুষের কল্যাণে ব্যয় করা যায় তবেই তার স্বার্থকতা প্রমাণিত হয়,, যে অর্থ মানুষের কল্যাণের জন্য ব্যয় করা হয় না, কেবল বিলাসিতায় ব্যয় করা হয় সে অর্থের বা ধনের স্বার্থকতা নেই,, মানবকল্যাণের জন্য যে অর্থ বা সম্পদ ব্যয় করা হয়,সেটিই প্রকৃত।আর বিলাসিতায় অর্থের অপচয় ঘটে,,তাই ভোগবিলাসে গা না ভাসিয়ে মানবতার কল্যাণে সম্পদের ব্যয় করা উচিত,,,

27/05/2025

শুভ দুপুর সবাইকে,
🌺🥰🌺

সম্মান জিনিসটা আসলেই খুব মূল্যবান,,, যেটা প্রতিটা মা-বাবা তাদের সন্তানদের কাছ থেকে পেতে চায়,, এটা পাওয়ার জন্য তারা তাদ...
22/05/2025

সম্মান জিনিসটা আসলেই খুব মূল্যবান,,, যেটা প্রতিটা মা-বাবা তাদের সন্তানদের কাছ থেকে পেতে চায়,, এটা পাওয়ার জন্য তারা তাদের সন্তানকে উপযুক্ত শিক্ষাও দিয়ে থাকে,,, একটু এদিক ওদিক হলেই তারা শাসন করতেও কার্পন্য করে না,, হ্যাঁ আমি বলবো না এটা করা যাবে না,,, কিন্তু প্রতিটা মা-বাবার উচিত সীমার মধ্যে এটা করা,,, মনে পরে গেল ক্লাস সিক্সের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এর একটা উদাহরণ এর কথা যেখানে লেখা ছিল "দুধ স্বাস্থ্যের জন্য ভালো,, একটা বাচ্চাকে যদি নিয়মিত এক গ্লাস দুধ খেতে দেওয়া হয় তাহলে অবশ্যই তার স্বাস্থ্য কিছুটা হলেও Develop হবে, কিন্তু একজন মা যদি বাচ্চার স্বাস্থ্যের উন্নতি করতে একটা দুধের ড্রামে বাচ্চাকে ফেলে দেয় তাহলে এই দুধই কিন্তু হবে বাচ্চার মৃত্যুর কারণ",, এটা থেকে বুঝতে পারা যায় যে কোন কিছুই অতিরিক্ত ভালো না,, আপনি বাবা মা যেই হোন না কেন আপনার অধিকার আছে আপনি আপনার সন্তানকে শাসন করুন কিন্তু আপনি সীমা অতিক্রম করে গেলে সেটা কিন্তু বিরূপ প্রভাব ফেলবে ,, আপনি আপনার যে সন্তানকে ভদ্র, সভ্য ,সৎ মানুষ করে গড়ে তোলার জন্য মাত্রারিক্ত শাসন করছেন সেই সন্তানই একদিন হয়তো আপনার অজান্তে আপনার মনের কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে,, আপনার সাথে যে সন্তান মন খুলে কথা বললে আপনি তাকে ধমক দিয়ে চুপ করিয়ে বসিয়ে রাখতেন সেই সন্তানটা একদিন নিজে থেকেই চুপ করে যাবে, প্রথম প্রথম আপনি ভাববেন সন্তানকে আপনি শান্ত সৃষ্টভাবে বড় করে তুলতে পারছেন কিন্তু একটা সময় গেলে বুঝতে পারবেন না আসলে আপনি যেটা করতে চেয়েছেন আপনি আপনার নিজের হাতেই তার বিপরীতটা করে ফেলছেন,, অতিরক্ত শাসনের বাচ্চারা সত্যিই চুপচাপ স্বভাবের শান্তশিষ্ট ভদ্র বাচ্চা হয়ে যায় কিন্তু তারা ভেতর থেকে মরে যায়,, তাদের মনের ভেতরে যে সুপ্ত উদ্দীপনা উৎসাহ চাঞ্চল্যকর স্বভাব থাকে সেগুলো মনের অতলে ই হারিয়ে যায়,, আপনার এত আদরের বাচ্চাটা আপনাকে ভালোবাসার নয় ভয় অথবা ঘৃণার চোখে দেখবে যদি এখনই আপনি আপনার বাচ্চার প্রতি যত্নশীল না হোন,, প্রতিটা বাবা মায়ের উচিত সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করা,, তাদেরকে আনন্দের সাথে বোঝানো কোনটা ঠিক আর কোনটা ভুল,, প্রতিটি মা-বাবার উচিত সন্তানের সাথে এমন সম্পর্ক গড়ে তোলা যাতে বাচ্চারা ভালো -খারাপ সব কিছু নির্ভয়ে তাদের সাথে আলোচনা করতে পারে,,, যখন স্কুলে পড়তাম তখন স্যার বলতো এবং অনেক কবির লেখা বই এ পড়েছি " শিশুরা হচ্ছে নরম কাঁদা মাটির মতো, তাদের যেমন আকৃতি দেবে তারা ঠিক সেই আকৃতি ধারণ করবে",,, একটা কথা আছে "যদি তুমি সম্মান পেতে চাও তাহলে আগে সম্মান কর",,, আমাদের বাচ্চাদেরও আলাদা সম্মান আছে যেটা হয়তো আমরা অধিকাংশ বাবা মা ই জানি না,,,,

পরিশেষে একটি কথা বলবো --নিজের সন্তানকে ভালোবাসুন,, তাদেরকে কথায় কথায় শাস্তি নয়, আনন্দের সাথে বোঝান,,, দিনশেষে এর প্রতিদানে দ্বিগুণ ফেরত পাবেন,,, কারণ আপনি এখন আপনার সন্তানের সাথে যে রকম আচরণ করবেন, আপনার সন্তান ও ভবিষ্যতে ঠিক একই রকম আচরণ উপহার দেবে,,,

যদি ভুল কোনোকিছু বলে থাকি,, তাহলে দোয়া করে ক্ষমা করে দিবেন,,,আর ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফোলো করে পাশে থাকবেন,,,,🥰🥰

কলমে: লাবণ্য,,,

সোনালী স্বপ্ন গুলো হাতছানি দিয়ে ডাকছে সারাক্ষণ ,,, আল্লাহর উপর ভরসা করে যতটা সম্ভব চেষ্টা করছি প্রতিনিয়ত একটু একটু করে...
09/05/2025

সোনালী স্বপ্ন গুলো হাতছানি দিয়ে ডাকছে সারাক্ষণ ,,, আল্লাহর উপর ভরসা করে যতটা সম্ভব চেষ্টা করছি প্রতিনিয়ত একটু একটু করে,, জানি না আল্লাহ পাক আমার ভাগ্যে কি রেখেছেন,,, তবুও অতীতে যা কিছু ঘটেছে,, বর্তমান যা কিছু ঘটছে,,আর ভবিষ্যতে যা কিছু ঘটবে,,সে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ,,, আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে নিরাশ করবেন না,,, যদি নিয়তির কাছে হেরে যাই, যদি ব্যর্থ হয়ে যাই তবুও হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবো,,,কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যা কিছু করেন,, সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে,, আমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল এসব কিছুই আমার চাইতে আমার সৃষ্টিকর্তা ভালো জানেন,,, কারণ উনি আমাকে সৃষ্টি করেছেন, অনেকটা ভালোবেসে, যত্ন করে,, শুধু একটাই প্রার্থনা,,,,,,,,,,,,,

হে আল্লাহ,,,,!!!
আপনি আমাকে এতোটা ধৈর্য দান করুন যাতে আমি সব রকমের পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারি,,,

হে আমার রব,,,,!!!!
আপনি আমার অন্তরকে আপনার আনুগত্য করে দিন,,যাতে করে কোনো বিরূপ পরিস্থিতিতে আমি আপনাকে ভুলে না যাই ,,,

হে আমার প্রতিপালক,,,!!!
আপনি আমার চলার পথকে প্রশস্ত করে দিন,,,, আমার মধ্যকার সকল দূর্বলতা দূর করে দিন,,,

হে আমার রক্ষাকর্তা,,,!!!!
আপনি আমাকে সকল প্রকার বিপদে রক্ষা করুন এ কথা বলবো না,, কারণ আমি বিশ্বাস করি,,,সুখ, দুঃখ , আনন্দ, বেদনা সব কিছুই আপনার পক্ষ থেকে প্রেরিত,,তাই আমি যেনো সকল বিপদ -আপদকে ঈমান ও সাহসের সাথে মোকাবেলা করতে পারি সেই তৌফিক আমাকে দান করুন,,,

আপনি আমাকে আপনার রহমতের ছায়ায় আশ্রয় দিন,,, কেননা আপনার করুনা ছাড়া আমি অসহায়,, আমাকে সরল পথে পরিচালিত করুন,,, আপনি আমার সাথে থাকলে সব রকমের সাময়িক কষ্ট, যন্ত্রণা আমি সহ্য করতে পারবো(ইনশাআল্লাহ),,আপনি আমার এক মাত্র অবলম্বন,,,

(আমীন)

19/03/2025

Call now to connect with business.

Big shout out to my newest top fans! 💎 MD MD Limon Hosenrop a comment to welcome them to our community, @topfans
17/03/2025

Big shout out to my newest top fans! 💎 MD MD Limon Hosenrop a comment to welcome them to our community, @topfans

04/03/2025

#নামাজ ত্যাগ করলে অথবা নিয়মিত আদায় না করলে তার উপর ১৫টি আজাব নাজিল হবে.........॥
দুনিয়াতে ৬টি
মৃত্যুর সময় ৩টি
কবরের মধ্যে ৩টি
হাশরের মাঠে ৩টি।

#দুনিয়াতে_৬টি_আজাব_হলো____________________
১। বেনামাজীর হায়াত কমে যাবে।
২। বেনামাজীর জীবনে বরকত হবে না।
৩। বেনামাজীর চেহারার সৌন্দর্য্য থাকবে না।
৪। বেনামাজীর কোন #দোয়া_কবুল_হবে_না।
৫। বেনামাজীর সব নেকী বরবাদ হবে।
৬। বেনামাজীর নিকট হতে সব রহমতের ফেরেশতা চলে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে।

#মৃত্যুর_সময়_৩টি_আজাব_হলো_________________
১। বেনামাজী মরবার সময় অপমানিত,লাঞ্চিত ও শিদ্দাত (অতিকষ্ট) দিয়ে জান বের করা হবে।
২। বেনামাজী ক্ষুধার্ত অবস্থায় মরবে।
৩। বেনামাজীর মৃত্যুর সময় এত পিপাসা হবে যে,মনে চাইবে ৭ দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেয় তবুও বুঝি পিপাসা মিটবে না।

#কবরের_মধ্যে_৩টি_আজাব_হলো________________
১। বেনামাজীর কবর চেপে আসবে তাকে পিষতে থাকবে।এতে তার এক পাজরের হাড়েঁর সাথে অপর পাঁজর মিশে যাবে।
২। বেনামাজীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে।
৩। বেনামাজীর কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা আসবে জোরে জোরে গুর্জ মারতে থাকবে।

#হাশরের_মাঠে_তিনটি_আজাব_হলো_____________
১। বেনামাজীকে আল্লাহ পাক গজবের সাথে ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খোঁজ করতে থাকবে।
২। ত্রিশ হাজার বৎসরের পুলছেরাতের রাস্তা হিরার চেয়ে ধারাল,চুলের চেয়ে চিকন,আমাবশ্যার রাত্রের চেয়ে অন্ধকার,বেনামাজী যখন সেই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে।
৩। বেনামাজীর জন্য #ওয়াইল নামক দোজখ ঠিক করে রেখেছেন,ফেরেশতা কেয়ামতের দিন দোজখে ফেলে দিন ৭০ গজ জিঞ্জিরে বাঁধিয়া অনেক আজাব দিবেন।

📌 দুনিয়ার বেনামাজী বাদশাহকে বলা হবে কেন নামাজ পড় নাই।সে বলবে ব্যস্ততার জন্য সময় পাইনি।বলা হবে,সোলায়মান (আঃ) সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোন দিন নামাজ ত্যাগ করেনি,তুমি মিথ্যা ওজর করছো!হে ফেরেশতারা..............ওকে জাহান্নামে নিয়ে যাও।

📌 রোগী বলবে,রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি।বলা হবে,আইয়ুব (আঃ) কে ১৮ বৎসর #পোকায়_খেয়েছে তবুও সে নামায ছাড়েনি। মিথ্যাবাদীকে জাহান্নামে ফেলে দাও।

📌 আর একজনে বলবে সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম,বলা হবে ইয়াকুব (আঃ) এর ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল।ইউসুফের জন্য কাঁদতে কাদঁতে অন্ধ হয়ে গিয়েছিল,তবু নামাজ ছাড়েনি।মিথ্যাবাদীকে জাহান্নামে নাও।

📌 বেনামাজী #স্ত্রী_লোককে হাজির করা হবে।সে বলবে #স্বামীরকাজের চাপে তার ভয়ে নামাজ পড়তে পারিনি।বলা হবে #ফেরাউনের_বিবি_আছিয়ার_স্বামী_বড়_জালিম না তোমার স্বামী বড় জালিম? #জালিমের_বিবি_হয়েও_আছিয়া_নামায_ছাড়েনি।তুমি মিথ্যা ওজর করছ,হে ফেরেশতারা ওকে জাহান্নাম নিক্ষেপ করো।

📌 আমার নবী (সাঃ) বলেন,বেনামাজীর দুই হাত জিঞ্জির দ্বারা বাধাঁ হবে।অতঃপর ফেরেশতাগণ তার মুখমন্ডলে ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে।তখন বেহেশত তাহাকে ডেকে বলবে,ওহে আল্লাহর শত্রু! আমার সাথে তোমার কোন সম্পর্ক নাই।আমিও তোমার নই এবং তুমি আমার নও,তখন দোজখ তাহাকে ডেকে বলবে।আসো!আসো!আমার কাছে আসো!আমি তোমার তুমি আমার।

📌 হাদীসে আল্লাহর নবী (সাঃ) বলেন,জাহান্নামে #লমলম নামে একটি জায়গা আছে দেখতে উটের গর্দ্দানের মত দেখায় এবং এক মাসের পথের ন্যায় দীর্ঘ্য,ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ঐ জায়গাটা পরিপূর্ণ,সেখানে বেনামাজীদেরকে ফেলে দেয়া হবে।
লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ গুলি বেনামাজীদেরকে প্যাঁচ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে।ভাই ও বোনেরা আমার!আল্লাহ পাকের কাছে পানাহ চান।

📌 অন্য এক হাদীসে হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,দোজখের মধ্যে #জুব্বুল_হুযুন নামে বিরাট আকারের একটি ময়দান আছে,উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ।এক একটি বিচ্ছু খচ্চরের মত উঁচু ও মোটা।বেনামাজীদেরকে দংশন করার জন্যই ওদের সৃষ্টি করা হয়েছে।

#মহান_আল্লাহ_রাব্বুল_আল_আমীন_পবিত্র_কোরআনে_ইরশাদ_করেন__________________________فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا

অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো,বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে।অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে।

#নিশ্চয়_সালাত_মুমিনদের_উপর_নির্দিষ্ট_সময়ে_ফরয।
#সূরা_আন_নিসা (১০৩)

(সংগৃহীত)

25/11/2023

মাসে ৪০-৫০ হাজার টাকা বেতন,,,,,, পাওয়ার পরেও, ,
একটা ছোট্ট কাপড়ের দাম শুনে,
ফিরে আসার নামই হল প্রবাসী

😢 বাবার দেওয়া ১২০০ টাকা দামের কাপড়ও পছন্দ হতো না,🥹, আর এখন নিজের ২০০ টাকা দিয়ে কিনতে গেলেও

কষ্ট লাগে,,,

Address

Kuala Lumpur
55100

Telephone

+601168101351

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্য কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাব্য কথা:

Share

Category