24/04/2023
প্রবাস জীবনে প্রথম যখন ইনকাম করা শুরু করবেন, তখন থেকে প্রতিমাসে কমপক্ষে হইলেও ২০০ রিঙ্গিত সেভ করার চেষ্টা করুন ।
পুরাতন অনেক প্রবাসী হয়তো একটু মুচকি হেসে মনে মনে ভাবতে পারেন মাত্র ২০০ রিঙ্গিত সেভ করে কি হবে ! কিন্তু এই অল্প পরিমান টাকা যদি প্রতি মাসে সেভ করতে পারেন, তাহলে ৫ বছর পর বিদেশ করার পর আপনার কাছে প্রায় ৩লাখ টাকা ক্যাশ থাকবে ।
আমার আপনার পাশে অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা ৪-১০ বছর হয়ে গেছে কিন্তু বর্তমানে সেভিং বলতে কিছু নাই । দিন শেষে খালি হাতে দেশে ফিরতে হবে এবং কষ্টে আবার জীবনযাপন করতে হবে।
কেননা একজন প্রবাসী যখন ইনকাম করা শুরু করে , সর্বপ্রথম সে বিদেশে আসার দেনা পরিশোধ করে(১-২ বছর চলে যায়) , তারপর কেউ নতুন বাড়ি বা ঘর বানায়, কেউবা আবার বোন কিংবা মেয়ের বিয়ে দিতে হয় । একটার পর একটা চাহিদা আসতে থাকে, আর ভাবি এই সমস্যাটা সমাধান করে টাকা কিছু সেভ করবো, কিন্তু দিনশেষে আর করা হয় না ।
তাই যে সকল প্রবাসী ভাইয়েরা প্রবাসে আছেন, যতোই দেনা কিংবা চাহিদা বা সমস্যা থাকুক না কেন, শুরু থেকে সেভ করুন কম করে হলেও, দেখবেন একটা সময় অনেক হয়ে যাবে ।
ধন্যবাদ সবাইকে ❤️
একজন সাধারন প্রবাসী 🇲🇾