07/11/2025
আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর। ১৯৭৫ সালে ইতিহাসের এই দিনে সিপাহী- জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে কারামুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ব্যর্থ হয়ে যায় দেশী বিদেশী ষড়যন্ত্র। দেশ খুঁজে পায় বাংলাদেশী জাতীয়বাদের নতুন পথ।
ভালবাসি শহীদ জিয়ার অমর দর্শন- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
ইতিহাসের নানান চড়াই উৎরাই পথ পেরিয়ে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে উঠে গণমানুষের মুখপাত্র। মানুয়ের নিরঙ্কুশ ভালবাসাই বিএনপি'র শক্তি। বিএনপি আবারো হয়ে উঠুক সাধারন মানুষের আস্থার প্রতীক।
ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফল হোক, স্বার্থক হোক। শহীদ জিয়া অমর হউন, বিনম্র শ্রদ্ধা।
বাংলাদেশ জিন্দাবাদ।
ভালবাসা অবিরাম...