Md.mosaref

Md.mosaref জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ

09/05/2025

পড়ার অনুরোধ রইলো: ভেবে দেখেছেন কি?
৭১ জিতছেন,কারণ সেই সময় ড্রোন ছিলো না, অত্যাধুনিক যুদ্ধবিমান ছিলো না। ক্ষেপণাস্ত্র ছিলোনা, পারমাণবিক ছিলো না।

ট্যাংক ছিলো কিন্তু বন্য বৃষ্টি,কাদা মাটিতে পাকিস্তানিরা এদেশে ট্যাংক ব্যবহারে সুবিধা করতে পারেনি। তাছাড়া পাকিস্তান থেকে বাংলাদেশের দূরুত্ব ১৪০০ কিমি। ইন্ডিয়ার সহায়তার কথা তো নাই বললাম।

ধরেন, পাকিস্তানে কালকে যে আক্রমণ করলো যদি সেইমটা বাংলাদেশে করতো তাহলে কতো হাজার মানুষ মরতো ভেবে দেখছেন?

আজকাল যুদ্ধ লাগলে কী দিয়ে জিতবেন?
পার্টি দিয়ে? মার্চ টু দিল্লি দিয়ে?
ফেসবুক যুদ্ধা দিয়ে? স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের পদধারী সভাপতি ও সহসভাপতি দিয়ে? চাটাচাটি দিয়ে?
দশটা হুনডা ,দশটা গুন্ডা দিয়ে? নির্বাচন দিয়ে? দূর্নীতি আর চাঁদাবাজ ইয়াবাখোর নেশাখোর প্রজন্ম দিয়ে।

স্বাধীনতার ৫৪ বছর দেশকে শক্তিশালী করার বহুত সময় পেয়েছিলেন, না পারলেন স্বাধীনতা রক্ষা করতে। না পারলেন দেশকে শক্তিশালী করতে। না পারলেন দুর্নীতি বন্ধ করতে।

গতরাতে ঘুমাতে পারিনি শুধু চিন্তা করেছি এমন হামলা যদি আমার দেশে হয় তাহলে আমরা করবোটা কি!!!

আমরা যুদ্ধ চাইনা তবে শক্তিশালী হতে চাই, যেন কেউ হুমকিধামকি দেয়ার আগে কয়েকবার চিন্তা করে। তবে আমাদের কেউ আক্রমণ করলে ছেড়ে দিতে চাইনা।

দয়া করে! সবচেয়ে বড় বাজেটটা সশস্ত্রবাহিনীকে দেন।
উন্নত প্রযুক্তিতে ঢুকেন। ইঞ্জিনিয়ারিং ,মেডিকেল, বিশ্ববিদ্যালয়গুলো কাজে লাগান। আল্লাহর ওয়াস্তে দুর্নীতি আর নিজেদের মধ্যে কামড়াকামড়ি বন্ধ করে দেশের নিরাপত্তা আর ভবিষ্যত নিয়ে ভাবেন।

অস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ দেশের বড় বড় সেক্টরগুলোতে বিশ্বাসী লোকদের বসান,হতে হবে দেশপ্রেমিক যারা দেশের ক্রান্তিলগ্নে 'আইরন মেনের' দায়িত্ব পালন করবে। তাদের বসান যারা অন্তত দেশের সাথে বেইমানি করবেনা। মীরজাফর গুলোরে সনাক্ত করে দেশপ্রেমিকদের বসানোর অনুরোধ রইলো!!!
সবার আগে দেশ সত্য, তাহার উপর নাই।

09/05/2025

আওয়ামিলীগ নিষিদ্ধ যমুনার সামনে অবস্থান, আইভিকে গ্রেফতার সব কিন্তু মহাজনের সাজানো নাটক, যাতে করে আরকানের কাছে যু*দ্ধ সা*ম*গ্রী পৌছাঁতে পারে, সত্যি কি তাহলে বাংলাদেশ বিদেশীদের হাতে বি*ক্রি হয়ে গেল? ইউনুস সহ বর্তমান অবৈধ দখলদার সরকারের সবাই আমেরিকান এবং ব্রিটিশ নাগরিকত্ব, আমেরিকার নাগরিক হতে হলে প্রথম সত্য আমেরিকার স্বার্থ আগে দেখতে হবে, ইউনুসকে দিয়ে এখন দক্ষিণ এশিয়াই আমেরিকার স্বার্থ দেখছে,তাহলে কি বাংলাদেশ ধংসের জন্য বাংলার জনগন ৭১ পরাজিত শক্তির সাথে আর এক নতুন মীরজাফর চিনতে পারল।

02/05/2025

Address

Kuala Lumpur
53300

Telephone

+601119253359

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.mosaref posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.mosaref:

Share