MD JAMAL

MD JAMAL "জীবন হলো একটা
অজানা গল্পের বইয়ের মতো
পরের পৃষ্ঠায় কি লেখা আছে
তা কেউ জানে না"
(1)

30/12/2025

আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।

আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও, তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক; এমন একজন আলোকবর্তিকা যাঁর অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে।

দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। তাঁর প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।

My mother, BNP Chairperson Begum Khaleda Zia, has responded to the call of Almighty Allah and left us today. Inna lillahi wa inna ilayhi raji'un (Indeed, we belong to Allah, and to Him we shall return).

To many, she was the leader of the nation, an uncompromising leader, the Mother of Democracy, the Mother of Bangladesh. Today, the country mourns the loss of a guiding presence that shaped its democratic aspirations.
To me, Khaleda Zia was a tender and loving mother who devoted her entire life to the country and its people. Throughout her life, she stood firm against autocracy, fascism, and domination, leading the struggle for freedom, sovereignty, and the restoration of democracy.

Though her life was illuminated by sacrifice and struggle, at home she was our truest guardian, a mother whose infinite love gave us strength in our darkest moments. She endured repeated arrests, denial of medical care, and relentless persecution. Yet even in pain, confinement, and uncertainty, she never stopped sheltering her family with courage and compassion. Her resilience was not loud, but it was unbreakable.

For the country, she lost her husband; she lost her child. In that loss, this nation and its people became her family, her purpose, her very soul. She leaves behind an unforgettable legacy of patriotism, sacrifice, and resistance, a legacy that will live on in the democratic conscience of Bangladesh.

I ask you all to pray for my mother. For the profound emotion, love, and respect shown by the people of this country and by the world, my family and I remain eternally grateful.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।একজন দেশপ্রেমিক নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ আজ গভ...
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
একজন দেশপ্রেমিক নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ আজ গভীর শোকাহত।
মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
শ্রদ্ধা ও দোয়া। 🤲

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজার জিয়ারত🤲
26/12/2025

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজার জিয়ারত🤲

বাপের নামের গীত নেই,মায়ের পরিচয়ে গর্ব জাহিরের প্রয়োজন নেই।বংশের গীত গাওয়ার তাড়নাও নেই—আমি আমি, আমার আমার বলে চিৎকার...
25/12/2025

বাপের নামের গীত নেই,
মায়ের পরিচয়ে গর্ব জাহিরের প্রয়োজন নেই।
বংশের গীত গাওয়ার তাড়নাও নেই—
আমি আমি, আমার আমার বলে চিৎকার করার অভ্যাসও নয়।
প্রতিপক্ষের প্রতি নেই তীব্র ঘৃণা,
আছে শুধু দেশের জন্য নির্মাণের ডাক,
উন্নতির পথে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান।
এই হোক আমাদের পরিচয়,
এই হোক আমাদের অঙ্গীকার।
শুভ কামনা ❤️

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন...
21/12/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম. এ. মতিন খান।

কী সৌভাগ্য তোমার, ওসমান হাদী ভাই—ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার নাম।এক বিশাল জানাযা সাক্ষ্য দিয়েছে—তুমি ...
20/12/2025

কী সৌভাগ্য তোমার, ওসমান হাদী ভাই—
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার নাম।
এক বিশাল জানাযা সাক্ষ্য দিয়েছে—
তুমি কেবল একজন মানুষ নও,
তুমি ছিলে একটি আদর্শ,
তুমি ছিলে একটি চেতনা,
যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে।
আল্লাহ তায়ালা তোমাকে শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করুন
এবং জান্নাতুল ফেরদৌসে স্থান দান করুন।
আমিন। 🤲😢

শহীদ হলেন আমাদের প্রিয় ভাই, জুলাই বিপ্লবের সাহসী সৈনিক শরিফ ওসমান হাদি।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মহান আল্...
18/12/2025

শহীদ হলেন আমাদের প্রিয় ভাই, জুলাই বিপ্লবের সাহসী সৈনিক শরিফ ওসমান হাদি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ সুবহানাহু তাআলা তাঁর এই আত্মত্যাগকে শহীদ হিসেবে কবুল করুন,
তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন
এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের ধৈর্য ধারণের তাওফিক দিন।
আমিন। 🤲

16/12/2025

১৬ ডিসেম্বর—রক্তে কেনা বিজয়ের দিন।
বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমাদের রাজনীতির অন্ধকার অধ্যায়কে আবারও নগ্ন করে সামনে এ...
12/12/2025

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমাদের রাজনীতির অন্ধকার অধ্যায়কে আবারও নগ্ন করে সামনে এনেছে। গণতন্ত্রের পথ কখনোই সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতির ওপর দাঁড়াতে পারে না—এটি আমাদের সকলেরই উপলব্ধি করা জরুরি।

জনগণের পবিত্র ভোটাধিকার সুরক্ষিত রাখতে হলে রাজনৈতিক প্রতিহিংসা, শক্তি প্রদর্শনের সংস্কৃতি এবং অস্ত্রের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। নির্বাচন মানে উৎসব—ভয় দেখানো, রক্ত ঝরানো বা প্রতিদ্বন্দ্বীকে চুপ করিয়ে দেওয়া নয়। তাই রাজনৈতিক দলগুলোকে নিজস্ব কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে রেখে সহিংসতার রাজনীতি সম্পূর্ণ বর্জন করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি—নিরপেক্ষভাবে ঘটনাটি তদন্ত করুন, দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনুন। বিচারের স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত হলেই মানুষের মধ্যে আস্থা ফিরবে।

আমরা সবাই চাই—একটি সহিংসতামুক্ত, নিরাপদ, সুশৃঙ্খল ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে ভোট হবে স্বাধীনভাবে, কথা বলা হবে নির্ভয়ে, আর রাজনীতি হবে মানুষের কল্যাণের পথে।

মায়ের কপি মেয়ে হওয়া নতুন কিছু নয়—কিন্তু শাশুড়ির কপি? অসাধারণ ❤️❤️❤️Bangladesh Nationalist Party-BNP Tarique Rahman Begum...
07/12/2025

মায়ের কপি মেয়ে হওয়া নতুন কিছু নয়—
কিন্তু শাশুড়ির কপি?
অসাধারণ ❤️❤️❤️
Bangladesh Nationalist Party-BNP
Tarique Rahman Begum Khaleda Zia

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যশোর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো যশোরবাসীর সম্মিলিত দোয়া ও মোনাজা...
02/12/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যশোর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো যশোরবাসীর সম্মিলিত দোয়া ও মোনাজাত। 🤲
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিক প্রার্থনা—
তিনি যেন দেশনেত্রীকে আবারও সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন,
দেশ ও মানুষের জন্য যেন তিনি পুনরায় কাজ করার শক্তি পান।
যশোরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দোয়া-মোনাজাতের এই মাহফিল আরও বেগবান হয়ে ওঠে মানবিক আবেগে ও ভালোবাসায়।

ধন্যবাদ যশোর বাসিকে❤️

29/11/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ—আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। দল–মত–ধর্ম নির্বিশেষে সবার কাছে দোয়া কামনা করছি। অসুস্থতার কাছে মানুষই বড়, রাজনীতি নয়। আল্লাহ সকল অসুস্থকে সুস্থতা দান করুন। 🙏🤲

Address

Kuala Lumpur
55100

Telephone

+601128153793

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD JAMAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD JAMAL:

Share