12/12/2025
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমাদের রাজনীতির অন্ধকার অধ্যায়কে আবারও নগ্ন করে সামনে এনেছে। গণতন্ত্রের পথ কখনোই সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতির ওপর দাঁড়াতে পারে না—এটি আমাদের সকলেরই উপলব্ধি করা জরুরি।
জনগণের পবিত্র ভোটাধিকার সুরক্ষিত রাখতে হলে রাজনৈতিক প্রতিহিংসা, শক্তি প্রদর্শনের সংস্কৃতি এবং অস্ত্রের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। নির্বাচন মানে উৎসব—ভয় দেখানো, রক্ত ঝরানো বা প্রতিদ্বন্দ্বীকে চুপ করিয়ে দেওয়া নয়। তাই রাজনৈতিক দলগুলোকে নিজস্ব কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে রেখে সহিংসতার রাজনীতি সম্পূর্ণ বর্জন করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি—নিরপেক্ষভাবে ঘটনাটি তদন্ত করুন, দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনুন। বিচারের স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত হলেই মানুষের মধ্যে আস্থা ফিরবে।
আমরা সবাই চাই—একটি সহিংসতামুক্ত, নিরাপদ, সুশৃঙ্খল ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে ভোট হবে স্বাধীনভাবে, কথা বলা হবে নির্ভয়ে, আর রাজনীতি হবে মানুষের কল্যাণের পথে।