MD JAMAL

MD JAMAL "জীবন হলো একটা
অজানা গল্পের বইয়ের মতো
পরের পৃষ্ঠায় কি লেখা আছে
তা কেউ জানে না"
(1)

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমাদের রাজনীতির অন্ধকার অধ্যায়কে আবারও নগ্ন করে সামনে এ...
12/12/2025

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমাদের রাজনীতির অন্ধকার অধ্যায়কে আবারও নগ্ন করে সামনে এনেছে। গণতন্ত্রের পথ কখনোই সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতির ওপর দাঁড়াতে পারে না—এটি আমাদের সকলেরই উপলব্ধি করা জরুরি।

জনগণের পবিত্র ভোটাধিকার সুরক্ষিত রাখতে হলে রাজনৈতিক প্রতিহিংসা, শক্তি প্রদর্শনের সংস্কৃতি এবং অস্ত্রের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। নির্বাচন মানে উৎসব—ভয় দেখানো, রক্ত ঝরানো বা প্রতিদ্বন্দ্বীকে চুপ করিয়ে দেওয়া নয়। তাই রাজনৈতিক দলগুলোকে নিজস্ব কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে রেখে সহিংসতার রাজনীতি সম্পূর্ণ বর্জন করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি—নিরপেক্ষভাবে ঘটনাটি তদন্ত করুন, দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনুন। বিচারের স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত হলেই মানুষের মধ্যে আস্থা ফিরবে।

আমরা সবাই চাই—একটি সহিংসতামুক্ত, নিরাপদ, সুশৃঙ্খল ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে ভোট হবে স্বাধীনভাবে, কথা বলা হবে নির্ভয়ে, আর রাজনীতি হবে মানুষের কল্যাণের পথে।

মায়ের কপি মেয়ে হওয়া নতুন কিছু নয়—কিন্তু শাশুড়ির কপি? অসাধারণ ❤️❤️❤️Bangladesh Nationalist Party-BNP Tarique Rahman Begum...
07/12/2025

মায়ের কপি মেয়ে হওয়া নতুন কিছু নয়—
কিন্তু শাশুড়ির কপি?
অসাধারণ ❤️❤️❤️
Bangladesh Nationalist Party-BNP
Tarique Rahman Begum Khaleda Zia

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যশোর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো যশোরবাসীর সম্মিলিত দোয়া ও মোনাজা...
02/12/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যশোর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো যশোরবাসীর সম্মিলিত দোয়া ও মোনাজাত। 🤲
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিক প্রার্থনা—
তিনি যেন দেশনেত্রীকে আবারও সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন,
দেশ ও মানুষের জন্য যেন তিনি পুনরায় কাজ করার শক্তি পান।
যশোরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দোয়া-মোনাজাতের এই মাহফিল আরও বেগবান হয়ে ওঠে মানবিক আবেগে ও ভালোবাসায়।

ধন্যবাদ যশোর বাসিকে❤️

29/11/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ—আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। দল–মত–ধর্ম নির্বিশেষে সবার কাছে দোয়া কামনা করছি। অসুস্থতার কাছে মানুষই বড়, রাজনীতি নয়। আল্লাহ সকল অসুস্থকে সুস্থতা দান করুন। 🙏🤲

21/11/2025

আলহামদুলিল্লাহ্‌ / স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান:

প্রধান উপদেষ্টা.

আজ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে উপস্থিত হন জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
21/11/2025

আজ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে উপস্থিত হন জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

কুমিল্লা তিতাসে গভীর রাতে দু’টি বাড়িতে অনাকাঙ্ক্ষিত প্রবেশ—মূল্যবান সামগ্রী নেওয়ার অভিযোগতিতাস উপজেলার সাতানী ইউনিয়নের গ...
18/11/2025

কুমিল্লা তিতাসে গভীর রাতে দু’টি বাড়িতে অনাকাঙ্ক্ষিত প্রবেশ—মূল্যবান সামগ্রী নেওয়ার অভিযোগ

তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের গাবতলি কান্দা পাড় গ্রামে সোমবার দিবাগত রাত দুইটার দিকে দু’টি বাড়িতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির অনাকাঙ্ক্ষিত প্রবেশের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার সময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ ও কয়েকটি টাচ মোবাইল নেওয়া হয়েছে বলে পরিবারগুলো অভিযোগ করেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে হঠাৎ কিছু মানুষ বাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারগুলোর মধ্যে ভয়–উদ্বেগ সৃষ্টি হয়।
ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীলরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিতের চেষ্টা চলছে।
ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও আইনগত সহায়তার প্রত্যাশা করেছেন। এ ঘটনায় এলাকায় সতর্কতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

17/11/2025
আলহামদুলিল্লাহ
17/11/2025

আলহামদুলিল্লাহ

🇧🇩 আলু চাষীদের নিয়ে তারেক রহমানের গুরুত্বপূর্ণ বার্তা👇সম্প্রতি জনাব তারেক রহমান আলু চাষীদের দুর্দশা ও বাস্তব সমস্যাগুলো ...
15/11/2025

🇧🇩 আলু চাষীদের নিয়ে তারেক রহমানের গুরুত্বপূর্ণ বার্তা👇

সম্প্রতি জনাব তারেক রহমান আলু চাষীদের দুর্দশা ও বাস্তব সমস্যাগুলো নিয়ে সময়োপযোগী কথা বলেছেন। তার মতে, দেশের কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি—যেখানে আলু চাষীরা উৎপাদন খরচই তুলতে পারছেন না, সেখানে রাজনৈতিক আয়োজনের পেছনে বিপুল অর্থ ব্যয় করা অযৌক্তিক।
তিনি জানান—
✔️ একজন চাষীর আলু উৎপাদন ও সংরক্ষণে প্রতিকেজি প্রায় ২৫-২৭ টাকা খরচ হয়।
✔️ কিন্তু অনেকেই বাধ্য হয়ে অর্ধেক দামে আলু বিক্রি করছেন, যার ফলে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন আলু চাষীরা।
✔️ এই বাস্তবতা পরিবর্তনে সরকারি নীতি ও সহায়তা এখন সময়ের দাবি।
তারেক রহমান আরও বলেন, জনগণের টাকায় বড় বড় আয়োজন নয়—প্রথমে দরকার কৃষক, শ্রমিক, নারী কর্মসংস্থান ও মাঠের মানুষের প্রকৃত সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়া। তিনি জাতীয় ঐক্য ও জনজীবনের উন্নয়নকে রাজনীতির প্রধান লক্ষ্য হিসেবে দেখার আহ্বান জানান।
👉 কৃষকের ঘাম যেন ন্যায্য দামে মূল্যায়িত হয়—এই দাবিতেই তারেক রহমানের সরব অবস্থান।

একজন বলে তারেক জিয়ার নাম নিতে অ*জু লাগে, আরেকজন বলে শহীদ জিয়ার নাম নিলেই বে*হে*শ্ত—এভাবে কতজন মুফতি উঠে আসছে! আজ আবার ...
14/11/2025

একজন বলে তারেক জিয়ার নাম নিতে অ*জু লাগে, আরেকজন বলে শহীদ জিয়ার নাম নিলেই বে*হে*শ্ত—এভাবে কতজন মুফতি উঠে আসছে! আজ আবার এক “মহিলা মুফতি” নতুন ফতোয়া নিয়ে হাজির—পুরুষদের চার বিয়ের অধিকার নাকি তার কোনো বোনই দেয়নি, তাই তিনি এমন সমাজও চান না, জায়গাও দিতে চান না।
জনাব তারেক রহমান, এসব বিভ্রান্তিকর ও ধর্ম বিকৃতিকারীদের দল থেকে দূরে সরান। বিএনপিতে এখনো প্রতিটি স্তরে মেধাবী, ত্যাগী, সৎ ও দেশপ্রেমিক নেতারা আছেন।
এসব না হলে দলের ভবিষ্যৎ সত্যিই সংকটে পড়বে।

Address

Kuala Lumpur
55100

Telephone

+601128153793

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD JAMAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD JAMAL:

Share