13/04/2025
৮০'র দশকে বিটিভিতে কিংবদন্তি উপস্থাপক ফজলে লোহানী সাহেব সে সময়ের সুপরিচিত "যদি কিছু মনে না করেন" অনুষ্ঠানে ফিলিস্তিনের ওপর একটি ডকুমেন্টারি পরিবেশন করেন। ইউটিউবে এই পুরনো তথ্যবহুল ডকুমেন্টারিটি অনেক মানুষ নতুন করে দেখেছেন। ৮০'র দশকের কাজ, আর এখন ২০২৫। আজও ফিলিস্তিন স্বাধীন হলো না। আরেকটি পরিতাপ আমরা করতেই পারি। ৪০-৪৫ বছর আগে এরকম তথ্যচিত্র বিটিভি প্রচার করেছে কিন্তু এখন এই মানের কাজও আর করা হয় না।