FR Razib

FR Razib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FR Razib, Digital creator, Kuala Lampur, Kuala Lumpur.

💰প্রসঙ্গ যখন রেমিট্যান্স তাহলে কিছু কথা বলতেই হয় ,তারিখটা সপ্তাহ তিনেক আগে , ইমার্জেন্সি টিকেট করে একটা জরুরি কাজে দেশে ...
28/07/2024

💰প্রসঙ্গ যখন রেমিট্যান্স তাহলে কিছু কথা বলতেই হয় ,
তারিখটা সপ্তাহ তিনেক আগে , ইমার্জেন্সি টিকেট করে একটা জরুরি কাজে দেশে গিয়েছিলাম , দুবাই থেকে টিকেট পাইনি বিধায় আবুধাবি এয়ারপোর্ট হয়েই যেতে হয়েছে ,
১১৬০০০ টাকা দিয়ে টিকেট (নাম মাত্র বিজনেস ক্লাস ) , মাত্র ৫ ঘন্টার যাত্রা , বাংলাদেশ বিমান ফ্লাইট নাম্বার ১২৭ , ছোট্র একটা ফ্লাইট কিন্তু টিকেটের গলা কাটা দাম তারপরও বাংলাদেশ বিমানেই যেতে হয় কারণ আমি বাংলাদেশী , টাকাটা আমার দেশেই যাবে ,

চট্রগ্রাম বিমান বন্দরে পৌঁছে ইমিগ্রেশন প্রসেস শেষ করে বেল্ট থেকে ব্যাগেজ কালেক্ট করে বের হওয়ার সময় লাস্ট স্ক্যানিং এর জন্য যখন ব্যাগগুলি দিলাম তখন শুল্ক বিভাগের এক কর্মকতা আমাকে থামতে বলেন ,
জিজ্ঞেস করলেন ' আপনি কতদিন পর দেশে আসতেছেন ?
বললাম , এক মাস পর

তারা আমার পাসপোর্ট নিলেন , আমার ব্যাগ দুইটি খুলতে বললেন , আমি ব্যাগ দুইটি খুলে তাদের সামনে রাখলাম ,,,
কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরও তারা কোন প্রকার তল্লাশি করতেছে না দেখে অনুরোধ করলাম ভাই কি চেক করবেন কাইন্ডলি দ্রুত চেক করে আমাকে মুক্তি দিন , আমি খুব টায়ার্ড ,

একজন আমার দিকে কড়া চোখে থাকিয়ে শাসিয়ে বললেন , দাঁড়ায় থাকেন বেশি কথা বললে ব্যাগ দুইটি চিজ করে রেখে দেবো ,,,

প্রায়ই দেড়ঘন্টা অতিবাহিত হওয়ার পর একজন ব্যাগ দুইটি উলটপালট করে চেক করে দেখলেন , জিজ্ঞেস করলেন , স্বর্ণ বা মোবাইল আনেন নি ?
বললাম , না ,
জিজ্ঞেস করলেন , তাহলে ঘনঘন দেশে আসতেছেন কেনো ?

আমি কুৎসিত এই প্রশ্নটার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম , কারণ পতিতালয়ের একজন দালালও এমন প্রশ্ন করবে মনে হয় না , আমার দেশ আমি মাসে কয়বার যাতায়াত করবো তুই জিজ্ঞেস করার কে !

যাইহোক , তারা মোবাইল বা স্বর্ণ কোন কিছুই না পেয়ে কিছুটা হতাশ , বাড়িতে লাগানোর জন্য ছয়টা সিসি ক্যামেরা এবং একটা ডিভিআর ছিলো ল্যাগেজে , এবার তারা এগুলোর উপর সোয়ার হলো ,
বলল , ক্যামেরার উপর শুল্ক পে করতে হবে ,,,

আমি বললাম , আপনার আমাকে লিস্ট দেখান কোথায় লেখা আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্যামেরার উপর শুল্ক দিতে হবে ?
তাদের একজন পুনরায় একই ধমক দিয়ে বললেন , দশহাজার টাকা পে না করলে ক্যামেরাগুলো চিজ করে রাখবো ,,,

ইতিমধ্যে দুইঘন্টা অতিবাহিত হয়ে গেলো , আমি প্রচন্ড টায়ার্ড অনুভব করছি , এবং নিজের উপরও খুব অভিমান হচ্ছে কেনো এই দুর্ভাগা দেশে জন্ম নিলাম , পৃথিবীর অনেক দেশে ঘুরে বেড়ায় কিন্তু নিজের মাতৃভুমির মতো এমন হয়রানি কখনো শিকার হতে হয়নি

দশহাজার টাকা পে করার সময় বললাম , আপনারা ঘুম থেকে উঠে এসে ডিউটি করতেছেন আর আমরা সারারাত জার্নি করে এসেছি , আপনি মাত্র দশহাজার টাকার জন্য আমাকে দুইঘন্টা হয়রানি করেছেন , আপনার চেয়ে দ্বিগুন বেতনে আপনার মতো ৬০ জন কর্মচারী আমার অধীনে কাজ করে , কাজ কিভাবে করতে হয় আমিও অল্পস্বল্প জানি , দেশটাকে লাঠে তুলে ফেলেছেন ,,,,

সেদিন এরা শুধু আমাকে আটকে রেখেছিলো তা নয় , আরো অনেককেই দীর্ঘক্ষণ হয়রানি করেছে , একজনের কাছ থেকে পেয়েছে একটি OPPO মোবাইল , দাম সম্ভবত ১৬/১৭ হাজার টাকার বেশি হবে না , সেটার উপরও ট্যাক্স প্রদান করতে হবে ৫০০০ টাকা , ভোক্তভোগী লোকটার চেহেরায় অসহাত্বের বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়

মূল প্রসঙ্গে আসি , যারা এখন রেমিট্যান্স যোদ্ধাদেরকে রেমিট্যান্স পাঠানোর জন্য বিভিন্ন ভাবে পাম্পফট্টি দিচ্ছেন ' দেশের এয়ারপোর্টে প্রতিনিয়ত কি পরিমাণে মানসিক টর্চার করা হয় সেটা অন্য কেউ বুঝতে না পারলেও আপনার মতো একজন প্রবাসীর তো অনুধাবন করার কথা ,,,, প্রবাসীদের পক্ষে আপনার সরকারের কাছে আপনার ভূমিকা কি আগে সেটা একটু ব্যাখ্যা করুন

ব্যক্তিগত ভাবে আমি প্রতি বছরে দেশে কতটাকা রেমিট্যান্স পাটাই তা দেশের ব্যাংকে রেকর্ড আছে , বিনিময়ে কি পেয়েছি " এয়ারপোর্টে হয়রানি এবং গলাকাটা দামের বিমানের টিকেট , রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিশেষ কোন সুবিধা রাখা হয়েছে কিনা অন্তত আমার জানা নেই ,,,

দলকানা না হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হোন , আমাদের রেমিট্যান্স এর টাকা মেরে প্রধানমন্ত্রীর পিওন ৪০০ কোটি টাকার মালিক হতে পারে , বেনজির হাজার হাজার কোটি টাকার ইল্ডিং বিল্ডিং বানাতে পারে , শালা আমরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাটাই অথচ এয়ারপোর্টে আমাদের দুই আনা মূল্য নেই ,,,

আবেগের বশবর্তী হয়ে কোন দলের জন্য দালালি করবেন না , যে জায়গাগুলোতে সমস্যা সেগুলোর সমাধান করতে বলুন ।

✍ Arif Mohi Uddin

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
13/06/2023

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

28/04/2023

"আগে রাজা-জমিদারেরা টাকা খরচ করে বাইজী ভাড়া করে নাচাতো ও শেষ রাতে করে নিতো, তারও পরে বড় বড় নেতা ও ব্যবসায়ীরা প্রাইভেট পার্টিতে নায়িকা ভাড়া করে এনে নাচাতো ও করতো; এখনও তাই করে। গ্রামে-গঞ্জে যাদের হাতে একটু টাকা-পয়সা আছে, তারা প্যাকেজ নিয়ে এসে নাচায় ও লাগায়। কিন্তু টিকটক ও রিলস ভিডিও আসার পর থেকে এখন রিকশাওয়ালারাও এই সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী সুখ নিতে পারছেন তাদের স্মার্টফোনের মাধ্যমে। এই অনলাইন বাইজীদের পাছা দুলানো দেখতে পারে ফ্রীতে; আর এই নর্তকী বাইজীরা সোশ্যাল মিডিয়ায় এড ইনকামের মাধ্যমে ডলার কামিয়ে নিজেদের উদ্দোক্তা সেলিবেটি দাবি করছে।।। একটু বেশী টাকা খরচ করলে ইমুতে বা বিগো লাইভে নারী ফ্রীল্যান্সারদের সুবিধা নেয়া যাচ্ছে অহরহ। এভাবেই নারীরা প্রযুক্তির সাহায্যে নিজেরা কোটি কোটি পুরুষের দ্বারা মানসিক বলাৎকারের শিকার হয়েও সমাজ থেকে ধনী-গরীবের বৈষম্য দূর করতে সাহায্য করছে।। তাদের সাধুবাদ জানাই। 👏🏻

সমস্ত রিলস ও টিকটকার নারীর প্রতি সশ্রদ্ধ সালাম ও শ্রদ্ধা।"

একজন পর্দাশীল নারীহাজারো বে-পর্দা নারীর থেকে উত্তম-💓
27/02/2023

একজন পর্দাশীল নারী
হাজারো বে-পর্দা নারীর থেকে উত্তম-💓

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
11/02/2023

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী।শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকীয়া।

হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই । শুধুই সুযোগের অপেক্ষা।

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক ।

তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সেক্স্যুয়াল এট্রাকশন । বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে-মেয়ের বন্ধুত্বকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতাম অনেকটা ভাই-বোনের মতো । কিন্তু বর্তমান সময়ে তা অনেকটা এগিয়ে Friendship থেকে Flirtationship এ রূপ নিয়েছে আর এটা পাশ্চাত্য সাংস্কৃতির দর্শন থেকে।

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে গার্ল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশী জনপ্রিয় এর কারন হচ্ছে এতে কারো প্রতি কারো কোনরূপ দায়বদ্ধতা থাকে না, কোন কমিটমেন্ট থাকে না। স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে । আর এটা সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারন হতে পারে । যেহেতু বাংলাদেশ প্রথাগতভাবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। পাশ্চাত্য সাংস্কৃতির আকর্ষন আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করার মনোভাব এর হাতিয়ার । তাই অভিবাবকদের এখনি যদি সতর্ক না হয়, তবে আমরা ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা-মা কে !

তাই লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে , স্বামী কিংবা স্ত্রী , ভাই কিংবা ছেলে কাদের সাথে মিশছে ! সঙ্গ এইখানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন ।

সংগৃহীত

Address

Kuala Lampur
Kuala Lumpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when FR Razib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FR Razib:

Share