Farid & Shakera's Dairy

Farid & Shakera's Dairy Alhamdulillah

Malaysian International Scholarship (MIS) কী?Malaysian International Scholarship (MIS) হল মালয়েশিয়ার সরকার কর্তৃক প্রদ...
11/04/2025

Malaysian International Scholarship (MIS) কী?

Malaysian International Scholarship (MIS) হল মালয়েশিয়ার সরকার কর্তৃক প্রদত্ত একটি আন্তর্জাতিক বৃত্তি প্রোগ্রাম, যা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (Masters) ও পিএইচডি (PhD) পর্যায়ে ফ্রি পড়াশোনার জন্য সহায়তা করে।

👇মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ (Malaysia International Scholarship – MIS) সম্পর্কে বাংলায় বিস্তারিত তথ্য দেওয়া হলো:

✅স্কলারশিপের সুবিধাসমূহ
১. টিউশন ফি সম্পূর্ণ মওকুফ – সরকার নির্বাচিত প্রার্থীকে সম্পূর্ণ টিউশন ফি দেবে।
২. মাসিক ভাতা – প্রতি মাসে আনুমানিক RM 1,500 (মালয়েশিয়ান রিংগিত) হারে ভাতা প্রদান করা হয়।
৩. স্বাস্থ্য বীমা – নির্বাচিত প্রার্থীদের জন্য স্বাস্থ্য বীমার সুবিধা থাকে।
৪. গবেষণা সুবিধা – গবেষণা সংশ্লিষ্ট খরচে কিছু সাহায্য পাওয়া যেতে পারে নির্দিষ্ট ক্ষেত্রে।
৫. আবাসন সহায়তা (কিছু ক্ষেত্রে) – বিশ্ববিদ্যালয় থেকে আবাসনের সুযোগ পাওয়া যেতে পারে।

✅আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই নির্ধারিত দেশের নাগরিক হতে হবে (বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ এতে অন্তর্ভুক্ত)।

মাস্টার্সের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর, পিএইচডির জন্য ৪৫ বছর।

সংশ্লিষ্ট ক্ষেত্রের ব্যাচেলর/মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, এবং একাডেমিক ফলাফল ভালো হতে হবে (সাধারণত CGPA ৩.৫/৪ বা সমতুল্য)।

ভালো ইংরেজি দক্ষতা থাকতে হবে (IELTS/TOEFL স্কোর লাগতে পারে)।

আবেদনকারীকে অবশ্যই পূর্ণ সময়ের শিক্ষার্থী হিসেবে মনোনীত হতে হবে।

✅আবেদন প্রক্রিয়া
১. অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হয়:

সরকারিভাবে নির্ধারিত ওয়েবসাইট (https://biasiswa.mohe.gov.my/INTER/) থেকে আবেদন করা যায়।

✅প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে:

একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট

পাসপোর্ট

রেফারেন্স লেটার (২টি)

গবেষণা প্রস্তাবনা (পিএইচডির জন্য)

ইংরেজি দক্ষতার প্রমাণ

বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন:

আবেদনকারীদের মালয়েশিয়ার যেকোনো অংশীদার বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার থাকতে হবে অথবা আবেদন চলমান থাকতে হবে।

✅আবেদনের সময়সীমা
সাধারণত প্রতি বছর এপ্রিল থেকে মে মাসের মধ্যে আবেদন নেওয়া হয়।

ফলাফল ঘোষণা করা হয় জুলাই বা আগস্টে।

অধিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ (কিছু উদাহরণ)
University of Malaya (UM)

Universiti Kebangsaan Malaysia (UKM)

Universiti Putra Malaysia (UPM)

Universiti Sains Malaysia (USM)

Universiti Teknologi Malaysia (UTM)

University Malaysia Pahang Al-Sultan Abdullah (UMPSA)

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ হলো একটি চমৎকার সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, যারা একটি মানসম্মত, তুলনামূলকভাবে সাশ্রয়ী পরিবেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান। সময়মতো আবেদন করে এবং সঠিকভাবে ডকুমেন্ট প্রস্তুত করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

11/04/2025
29/11/2023

মালবেরি ফল
আমি বাংলাদেশ এ থাকতে কখনো খাইনি

15/11/2023

১০/১২ টা দেশের টে্রডিশনাল খাবার। এবং তাদের সংস্কৃতি
International Programme 2023

07/11/2023

International Programme, ১২/১৩ টা দেশের খাবার নিয়ে প্রোগ্রাম।এবং আরও অনেক আয়োজন এর পিপারেশন চলছে
1st part.

27/10/2023

18th Convocation, প্রতি বছর বছর কনভোকেশন হয় বিষয় টা বেশ ভালো লাগছে

26/10/2023

মাত্র ১টি ডিম দিয়ে মজাদার পেন কেক 😋😋😋😋

12/10/2023

ঝর্ণাতে ২/৩ ঘন্টা ভিজার পর ও শান্তি পাইলাম না,
তবে অশ্লীলতা ছাড়াই বাচ্চাকাচ্চা নিয়ে আরামে ভিজার মত ঝর্ণার পরিবেশ আলহামদুলিল্লাহ

10/10/2023

আস্ত খাসি জবাই দিয়ে কাচ্চি রান্না করে প্রোগরাম করলাম বাংলাদেশি সবাই মিলে

09/10/2023

৩০/৩৫ জন মানুষের বোরহানি বানালাম সবাই মিলে ❤️

05/10/2023

কলা দিয়া বানিয়েছি মজাদার বানানা কেক, খুব কম সময় এ

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when Farid & Shakera's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category