𝐌𝐃.𝐌𝐮𝐤𝐥𝐞𝐬𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧

𝐌𝐃.𝐌𝐮𝐤𝐥𝐞𝐬𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝐌𝐃.𝐌𝐮𝐤𝐥𝐞𝐬𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧, Digital creator, Kuala Lumpur.

সময় সব কিছু বদলায়" কিন্তু কিছু অনুভূতি সময়ের গণ্ডি পেরিয়ে অমর হয়ে যায়..! 🖤
28/10/2025

সময় সব কিছু বদলায়" কিন্তু কিছু অনুভূতি সময়ের গণ্ডি পেরিয়ে অমর হয়ে যায়..! 🖤

পরিশুদ্ধ প্রেম ছিলো দু'চোখের পাতায়!!একেবারে খাঁটি কাঁচা সোনার মতো,যেখানে অগ্নি দহনেও পাইনি আকার 𝓜🅼সর্বাঙ্গ খুঁজে ভাঙ্গা...
12/08/2025

পরিশুদ্ধ প্রেম ছিলো দু'চোখের পাতায়!!
একেবারে খাঁটি কাঁচা সোনার মতো,
যেখানে অগ্নি দহনেও পাইনি আকার 𝓜🅼
সর্বাঙ্গ খুঁজে ভাঙ্গা টুকরোর মতো।

মেঘের গর্জনের সুর ছিলো তাহার প্রেমে !!
অবিরাম কত বিরহ বিষাদে ভরা,
তৃষ্ণার অনলে পোড়া চিত্তের ক্ষতেই
দগদগে ঝলসানো চৈত্রের খরা।

মিছে সুখের আশা #মেঘবালিকার"প্রেমেতে !!
সেখানে নিত্য নিরাশার হৃদয় পুড়ে,
নিয়তির নিঠুর খেলায় হেরেছে ইচ্ছে'রা 𝓜🅼
নিজের ভেতর নিজে একান্তেই লড়ি।

জগৎ মাঝে খুঁজে দেখি শুদ্ধ প্রণয়ের প্রেম !!
কোথাও অস্তিত্বের টান বিন্দুমাত্রা নেই,
অযথা শুধু কষ্টের আগুনে জ্বলে পুড়ে
হৃদয়টা পুড়ে হয়েছে ছাঁই।

কবিতাঃ #অস্তিত্বহীন_প্রেম

_________❤️👈❤️__________
𝐏𝐚𝐠𝐞: 𝐌𝐃.𝐌𝐮𝐤𝐥𝐞𝐬𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧

তুমি ঘূর্ণিঝড় হয়ে উড়িয়ে দিলে আমায় !! সযত্নে বাঁধানো খড়ের কুঁড়েঘর,, তুমি সাগর হয়ে সর্বোচ্চ কেড়ে নিলেআশায় জাগানো সিন্ধু ...
11/08/2025

তুমি ঘূর্ণিঝড় হয়ে উড়িয়ে দিলে আমায় !!
সযত্নে বাঁধানো খড়ের কুঁড়েঘর,,
তুমি সাগর হয়ে সর্বোচ্চ কেড়ে নিলে
আশায় জাগানো সিন্ধু বালুচর।

তুমি তীব্র প্রখর রোদ হয়ে হাড়-কাঁপালে !!
আগুনে পোড়ালে গায়ের চাদর,,
তুমি পাখি হয়ে দূর প্রদেশে উড়ে গেলে 𝓜🅼
বিষন্নতায় কাটে বাকরুদ্ধ প্রহর।

তুমি খরা হয়ে প্রাণ মরুভূমি বানালে !!
মানবহীন রাখলে স্বপ্নের নগর,,
তুমি কাঁটা হয়ে অন্তর রক্তাক্ত করলে
জখমে বিদ্ধ করলে বুক-পাঁজর।

তুমি সূর্য হয়ে চুপিসারে একলা ডুবলে !!
বাহুতে ছড়ালে ঘনঘোর আঁধার,,
তুমি অশ্রু হয়ে চোখকে কাঁদিয়ে গেলে 𝓜🅼
মিছে দিয়েছিলে যতো অঙ্গিকার।

তুমি রোদ হয়ে এসে হৃদয়ে মেঘ বুনলে !!
ধোঁয়াশায় তুললে বিশ্বাসের ডোর,,
তুমি অমাবস্যা হয়ে সুখে-নজর দিলে
নিঃশ্বাসে ছড়ালে বিলাপের সুর।

কবিতাঃ #মেঘবালিকার_ধোঁয়াশা

_________❤️👈❤️__________
𝐏𝐚𝐠𝐞: 𝐌𝐃.𝐌𝐮𝐤𝐥𝐞𝐬𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧

11/08/2025

শুভ সকাল

Address

Kuala Lumpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐌𝐃.𝐌𝐮𝐤𝐥𝐞𝐬𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐌𝐃.𝐌𝐮𝐤𝐥𝐞𝐬𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧:

Share