
24/09/2025
“প্রবাস জীবন মানে শুধু টাকা রোজগার না, এর ভেতর আছে হাজারো কষ্ট আর না বলা গল্প। দিনের পর দিন ঘাম ঝরাই ইট-পাথরের শহরে, কিন্তু মন পড়ে থাকে দেশের মাটিতে, প্রিয় মানুষগুলোর কাছে। যত উঁচু দালান গড়ি, ততবার মনে হয়—এই শ্রমের বিনিময়ে হয়তো দূরের মায়ের মুখে হাসি ফুটবে, পরিবারের স্বপ্ন পূর্ণ হবে। আকাশ ছোঁয়া বিল্ডিং বানাই আমরা , অথচ আমার নিজের স্বপ্ন পড়ে আছে গ্রামে, আপনজনের অপেক্ষায়। 💔👷♂️🇧🇩
#মালাইশিয়া