
14/09/2025
বিএনপির রাজনীতি বাংলাদেশের মানুষের বুঝতে হবে!! কিছুদিন আগে তারা রাজাকারদের সাপোর্ট করেছিল।। সেই রাজাকারদের সাপোর্ট করে তাদের নিজের পার্টির একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে পার্টির সমস্ত কার্যক্রম থেকে বরখাস্ত করেছিল।। (এই সমন্বয়ক নামের বেয়াদব মেয়ে , ফজলুর রহমানের ছবির সামনে নিয়ে শ্লোগানে বলেছিল ""টিনের চালে কাউয়া ফজলু আমার সা/উ/য়া " যখন তিনি এই কথাটা বলেছিলেন তিনি তার দুই পা ফাক করে , ফজলুর রহমান সাহেবের ছবিটি তার দুই পায়ের ফাঁকা জায়গা রেখে স্লোগান দিয়েছিল মিডিয়ার সামনে।। ওই স্লোগানটি দেখে বিএনপি ৭১ এর মুক্তিযোদ্ধাকেও সাজা দিতে ভুল করেনি।। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে অব্যহতের পর বিএনপির পথে সবারই ডাকে প্রশ্ন ছিল যে" বিএনপি কি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে""? । এখন আবার আরেক সমস্যা বেড়েছে ডাকসু নির্বাচনে ইসলামের ছাত্র শিবিরের পুরো প্যানেল জয় হওয়ার পর তাদের চিন্তাভাবনার হয়তোবা একটু পরিবর্তন হয়েছে।।