JR Tv

JR Tv বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। গোপালগঞ্জ আমার ঠিকানা। সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলি। Social worker,kind person,

08/07/2025

বাংলাদেশ একটা মবের মুল্লুকে পরিণত হয়েছে।
অপরাধের স্বর্গরাজ্যে পৌঁছে গিয়েছে বাংলাদেশ।

ইন্টারন্যাশনাল লিডারের কোন কেরামতি কাজে আসতেছে না 😆 ইন্টারন্যাশনাল লিডার যেখানে যাচ্ছে সেখানে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে 😆 ক...
08/07/2025

ইন্টারন্যাশনাল লিডারের কোন কেরামতি কাজে আসতেছে না 😆 ইন্টারন্যাশনাল লিডার যেখানে যাচ্ছে সেখানে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে 😆 কেউ তাকে ধরে একটু টেনে তুলুন ।।

যারা ১৯৭১ এর মুক্তি যোদ্ধাদের অপমান অপদস্থ করবে বা ইতিহাস বিকৃত করবে তারা নিঃসন্দেহে  রাজাকার।।
08/07/2025

যারা ১৯৭১ এর মুক্তি যোদ্ধাদের অপমান অপদস্থ করবে বা ইতিহাস বিকৃত করবে তারা নিঃসন্দেহে রাজাকার।।

দেখলাম জুলাই ফাউন্ডেশন মবের শিকার হইল 😆
08/07/2025

দেখলাম জুলাই ফাউন্ডেশন মবের শিকার হইল 😆

08/07/2025

দেশ এবং দেশের মানুষকে বিপদের মুখে ফেলে মুখে বড় বড় বুলি হাকিয়ে , চাপাবাজি করে বাংলাদেশে একটি পার্টির জন্ম হয়েছে।

বাংলাদেশের প্রতিটি জায়গায় যেভাবে মব বাহিনী সৃষ্টি করে রেখেছে এই সরকার তাতে নতুন করে আর  সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার...
26/06/2025

বাংলাদেশের প্রতিটি জায়গায় যেভাবে মব বাহিনী সৃষ্টি করে রেখেছে এই সরকার তাতে নতুন করে আর সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার কোনো প্রয়োজন প্রয়োজন নেই।।
বাংলাদেশের মিডিয়া সব সময় ভয় থাকে যে কোন সময় ইউনুস সরকারের মব বাহিনী তাদের অফিসে ঢুকে অফিস তছনছ করে দেয়।

26/06/2025

পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, বাংলাদেশের সংকল্প, সাহস ও আত্মনির্ভরতার প্রতীক। আন্তর্জাতিক ষড়যন্ত্র, অর্থনৈতিক বাধা, প্রাকৃতিক প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়িত হয়। এই কর্মযজ্ঞের পেছনের চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করা হলো

26/06/2025

বাংলাদেশের যারা লাশের রাজনীতি করে ক্ষমতায় এসেছে, তাদেরকে বাংলার জনগণ ইতিমধ্যে চিনে ফেলেছে।

26/06/2025

বাংলাদেশে লাগালাগি পার্টি কেউ চেনে 😃❔

Send a message to learn more

Address

Kuala Lumpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when JR Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share