SM AFIL UDDIN

SM AFIL UDDIN চেহারা বদলানো যাবে না কারন সেটা আল্লাহর

07/07/2025
06/07/2025

আমাকে সাপে কামড়ালে সেই সাপের গলায় পা দিয়ে হলেও। এক সেকেন্ডের ভেতর সেই সাপেরে দিয়ে বিষ উঠিয়ে নিতাম। কিন্তু আমারে সাপে কামড়ায় না। কামড়ায় আপন মানুষ। তাদের ভালোবাসার বিষদাঁত দিয়ে,। তাই ক্ষমতা থাকলেও তাকে কিছু বলতে পারি না। তার প্রতি খোব না এসেও আসে শুধু ভালোবাসা। বুকে জড়াইয়া ধরতে ইচ্ছে করলেও বুকে জড়িয়ে ধরতে পারিনা কারণ তারা মানুষি না মানুষ নামের সর্বনাশা

এটি ১,০০০ গ্রামের একটি লোহার বার, যার কাঁচা দাম মাত্র ১০০ ডলার। এটিকে ঘোড়ার জুতোতে পরিণত করুন, এবং এর মূল্য বেড়ে ২৫০ ড...
05/07/2025

এটি ১,০০০ গ্রামের একটি লোহার বার, যার কাঁচা দাম মাত্র ১০০ ডলার। এটিকে ঘোড়ার জুতোতে পরিণত করুন, এবং এর মূল্য বেড়ে ২৫০ ডলারে পৌঁছে যাবে। এটিকে সেলাইয়ের সূঁচে পরিণত করুন, এবং এর মূল্য প্রায় ৭০,০০০ ডলারে পৌঁছে যাবে। এটিকে ঘড়ির স্প্রিং এবং গিয়ারে রূপান্তর করুন, এবং এর মূল্য বেড়ে ৬ মিলিয়ন ডলারে পৌঁছে যাবে। কিন্তু এটিকে কম্পিউটার চিপে ব্যবহৃত উচ্চ প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করুন, এবং সেই একই বারের মূল্য হঠাৎ করেই ১৫ মিলিয়ন ডলার হয়ে যাবে। আপনার আসল মূল্য আপনি কী দিয়ে তৈরি তা দ্বারা নির্ধারিত হয় না - বরং আপনি কীভাবে আপনার দক্ষতা বিকাশ করেন এবং সেগুলি প্রয়োগ করেন তা দ্বারা নির্ধারিত হয়।

This is a 1,000-gram bar of iron, worth just $100 in its raw form.

Turn it into horseshoes, and its value rises to $250.

Craft it into sewing needles, and it becomes worth around $70,000.

Shape it into watch springs and gears, and its value soars to $6 million.

But refine it into high-tech laser components used in computer chips, and that same bar is suddenly worth $15 million.

Your true worth isn’t defined by what you’re made of — but by how you develop your skills and apply them.

The secret of life, though, is to fall seven times and to get up eight times.
30/06/2025

The secret of life, though, is to fall seven times and to get up eight times.

30/06/2025

বলে ছিলে বলেই-
কথা বলি সুরে,
গেয়ে যাই গান আজো।
আজো কি তুমি-
সন্ধ্যে হলেই,
আনমনা হয়ে সাজো।
মনে কি পড়ে-
স্মৃতিতে মোড়া সেই,
গোধূলি বিকেল বেলা।
মোরা দেখেছিনু বসে-
খুব কাছাকাছি,
সেথা হংস মিথুন খেলা।

26/06/2025

i want you to be mine again.

25/06/2025

i'm always here if u need me

05/06/2025

মনের মতো গরুই পাওয়া যায় না, আবার মানুষ!

05/06/2025

No one speaks about the resentment you have towards yourself after you didn’t listen to your gut

"Success is not a luck ,It's a game of Patience and Hard Work."
04/06/2025

"Success is not a luck ,

It's a game of Patience and Hard Work."

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when SM AFIL UDDIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM AFIL UDDIN:

Share