মালয়েশিয়া প্রবাসী বার্তা

মালয়েশিয়া প্রবাসী বার্তা আমরা প্রবাসী বাংলাদেশীদের সচেতনতায় আছি ২৪ ঘন্টা।

17/08/2025

মালয়েশিয়ায় এখন বাংলাদেশীরাও পড়াশোনা শেষ করার পর ১ বছরের ভিসা পাবে। করতে পারবে চাকরি, আনা যাবে পরিবার।
ধন্যবাদ ডক্টর ইউনুস

আমাদের একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস স্যার আছেন যার দিকে সারা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়।🖤🇧🇩
11/08/2025

আমাদের একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস স্যার আছেন যার দিকে সারা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়।🖤🇧🇩

গতকাল ২৯ জুলাই মালয়েশিয়া সারাওয়াক এয়ারপোর্টে ৩৩ জন বাংলাদেশি আটক হয়! 😡তাদের কাছে ভুয়া পাসপোর্ট এবং ভুয়া ভিসা পেয়ে...
30/07/2025

গতকাল ২৯ জুলাই মালয়েশিয়া সারাওয়াক এয়ারপোর্টে ৩৩ জন বাংলাদেশি আটক হয়! 😡

তাদের কাছে ভুয়া পাসপোর্ট এবং ভুয়া ভিসা পেয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ!
আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন বিভাগে যারা কর্মরত রয়েছেন?

আপনারা কি যোগ্যতাহীন?
নাকি দুর্নীতিগ্রস্ত?
প্রত্যেকদিন বাংলাদেশ থেকে কিভাবে❓
ভুয়া পাসপোর্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় আসে?
এদেশ কি আসলেই কোনদিন দুর্নীতিমুক্ত হবে না নাকি?

বাংলাদেশের নাম আগের মত আবার, দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ লেখা হবে!
বাংলাদেশের পাসপোর্ট এর মান তলিয়ে দেওয়ার মূল হাতিয়ার বাংলাদেশ ইমিগ্রেশন বিভাগ।

যার কারনে আজও বাংলাদেশী সবুজ পাসপোর্ট বিদেশের মাটিতে নজরে পরলেই বিদেশিরা ধিক্কারের চোখে দেখে।
আমরা বিভিন্ন ভাবে হেনস্তর শিকার হচ্ছি।

29/07/2025

আপনি প্রবাসী? তাহলে আমার কথাগুলো শুনুন!

আপনি প্রবাস থেকে সবার কথা শুনতে যাবেন না। সবার সব দায়িত্ব নিজের কাঁধে তুলতে যাবেন না। সহজে অন্যরা আপনাকে ব্যবহার করতেছে নিজেকে সহজে ব্যবহারের পাত্র বানাবেন না।
প্রবাসীরা বেশিরভাগ গ্রাম, জেলা শহর বা উপজেলা শহর থেকে সরাসরি বিদেশের উন্নত শহরে উঠে আসা। এখানে আসার পরেই কাঁচা টাকা কামায়।
মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ার কারণে দুঃখ কষ্ট অভাব অনটন এগুলো দেখে বড় হয়। নিজের একটু উন্নতি দেখে বা ভাল টাকা কামানো দেখে পরিবার আত্মীয়-স্বজনকে বলে আমাদের আর কোন অভাব থাকবে না। নতুন প্রবাসে আসার পরে বেশিরভাগ প্রবাসীর বয়স কম থাকে এবং নিজের এই উন্নতি আরেকটু বাড়িয়ে বলতে চেষ্টা করে।
এই সুযোগে যে প্রবাসীর পরিবারের মাসে আগে ১০-১৫ হাজার টাকায় সংসার চলতো এখন তারা বিলাসিতার স্বপ্ন দেখে চল্লিশ হাজার টাকা পাঠালেও তাদের মাস শেষে টানাটানি লেগে থাকে এবং প্রবাসীর আত্মীয়-স্বজনরাও বিভিন্ন অজুহাতে তার কাছে হাত পাততে থাকে এবং তাকে সহজে ব্যবহার করার জন্য সবাই বিভিন্ন অজুহাত দাঁড় করাতে থাকে। আর মাঝে মাঝে ফোন দিয়ে বিভিন্ন হাওয়া দিতে থাকে যেন ফুলিয়ে পরের মাসে আরো কিছু হাতিয়ে নেওয়া যায় এই সুযোগে জন্য বসে থাকে।
এই সমস্যাগুলো প্রবাসে আসার পরে প্রথম পাঁচ বছর নতুন প্রবাসীদের সাথে বেশি হতে থাকে। তাই আপনি যদি সামনে ভালো কিছু করতে চান প্রবাসে আসার পরে নিজের সবকিছু নিজের কন্ট্রোলে রাখুন। নিজেকে যেন অন্যরা সহজে ব্যবহার না করতে পারে সেদিকে সজাগ থাকুন।
আপনি প্রবাসে খেটে মরবেন আর আপনার পরিবার দেশে মাসে ৪০ হাজার টাকা খরচ করবে এবং বিলাসিতা করবে এই সুযোগ কখনো দিবেন না তাদের। আপনার পরিবারের যতটুকু লাগবে ততটুকু তাদেরকে দিবেন।
প্রবাসী পরিবারের দেশে কর্মঠ কোন ব্যক্তি থাকলে তাকে বসিয়ে খাওয়াবেন না। তাকে যে কোন কাজে লাগানোর ব্যবস্থা করবেন। পরিবারের সামান্য জমি থাকলেও সেখানে চাষাবাদ এর চেষ্টা করবেন।
প্রবাস থেকে অনলাইনে বিভিন্ন সাজানো প্রতারক মূলক প্রবাসীদের টার্গেট করা ভিডিও দেখে নাকের পানি মুখের পানি বের করে বিকাশে দান বন্ধ করুন। আপনি নিজেই এক ফকির ফকির দেইখা নিজ দেশ ছেড়ে বিদেশে কামলা দিচ্ছেন সেখানে এই দান কইরা কোন ফায়দা নাই। কোন মানুষকে যদি দান করা লাগে তাহলে আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ একবারই অসহায় থাকে তাকে দান করবেন।
প্রবাসীরা সবকিছু নিজের হিসাবের ভিতরে রাখুন। যেন কেউ আপনাকে সহজে ব্যবহার না করতে পারে এবং বিপদের দিনের জন্য প্রবাসীর পরিবারে কেউ অসুস্থতার জন্য টাকা সেভ করুন এবং আপনার দেশে কোন একদিন ফিরে যেতে হবে সেই ক্যাশ ক্যাপিটাল মজুদ রাখুন। ধন্যবাদ

25/07/2025

মালয়েশিয়া এয়ারপোর্টের ১ ইমিগ্রেশন অফিসারকে আটক করা হয়েছে টাকার বিনিময়ে ভুয়া টুরিস্টদের প্রবেশ করতে দেওয়ার অপরাধে।

৫ লাখ টাকায় অস্ট্রেলিয়া যেতে চাইলে এই মহিলার সাথে যোগাযোগ করুন। ইতিমধ্যে অনেক মালয়েশিয়া প্রবাসী ধরা খেয়ে রাস্তায় ক...
18/07/2025

৫ লাখ টাকায় অস্ট্রেলিয়া যেতে চাইলে এই মহিলার সাথে যোগাযোগ করুন।
ইতিমধ্যে অনেক মালয়েশিয়া প্রবাসী ধরা খেয়ে রাস্তায় কাঁদতেছে। আপনিও মারা খেতে চাইলে দ্রুত যোগাযোগ করুন।
অবৈধ, ভিসা ও পাসপোর্ট না থাকলেও তারা নিয়ে যেতে পারে।

দেশের সম্পদ লুট করে বিদেশে পালিয়ে যাওয়া নেতাদের উস্কানিতে এনসিপি, পুলিশ ও আর্মির উপর হামলা চালিয়ে কি লাভ হল?  পালিয়ে...
18/07/2025

দেশের সম্পদ লুট করে বিদেশে পালিয়ে যাওয়া নেতাদের উস্কানিতে এনসিপি, পুলিশ ও আর্মির উপর হামলা চালিয়ে কি লাভ হল?
পালিয়ে যাওয়া খুনিদের উসকানিতে সাধারণ কর্মীর জীবন গেল।

কোন কারণ ছাড়াই সকালে পুলিশের দুটি গাড়ি ও ইউএনও গাড়িতে হামলা করা হয়। এরপর এনসিপির জনসভার স্থলে ভাঙচুর ও ককটেল হামলা করে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ।
প্রশাসন বা এনসিপির উস্কানি ছাড়াই পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হয়।

আজকের ঘটনা দেখে বোঝা গেল এক বছর পরেও এদের কোন অনুশোচনা হয়নি। এরা আগের মতই রয়ে গেছে। আজকের ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল রূপ আবার জনসম্মুখে প্রকাশ পেলো।

বিএনপি সরকারের পতনের পর বগুড়ায় শত শত সমাবেশ করেছে আওয়ামী লীগ কোনদিন এমন হতে দেখেছেন?

ঐ এলাকার বিএনপি জামাত ও এনসিপির কর্মীদের ধন্যবাদ দিতে হয়, তারা উস্কানির ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরেছে।

এই জগ/ন্য  মহিলা পাপিয়া সর্ব প্রথম বাংলাদেশের ইতিহাসে পবিত্র সংসদ এর মতো জায়গায় অশ্লীল ভাষা ব্যবহার করছিলো।আজকে আবার প্র...
18/07/2025

এই জগ/ন্য মহিলা পাপিয়া সর্ব প্রথম বাংলাদেশের ইতিহাসে পবিত্র সংসদ এর মতো জায়গায় অশ্লীল ভাষা ব্যবহার করছিলো।আজকে আবার প্রবাসী জনাব তারেক রহমান সহ দেশের সকল প্রবাসী কে নিয়ে কটুক্তি করতে ও দ্বিধাবোধ করে নাই। বিএনপির প্রবাসী ভাইদের উচিৎ এই মহিলার নামে মামলা দেয়া। দল থেকে বহিস্কারের ডাক দেয়া।,,,তিব্র নিন্দা জানাই।,,,,,মনে রাখবেন শুধু মাত্র মালয়েশিয়া প্রবাসীরাই বিএনপির বিপক্ষে গেলে ২৯ লক্ষ ভোট কম পাবেন,,, সিদ্ধান্ত আপনাদের 👈👈👈👈👈

16/07/2025

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু মালয়েশিয়ার | Multiple Visa | #প্রবাসি #মালয়েশিয়া #প্রবাসজীবন #মালয়শিয়া #মেডিকেল

16/07/2025

মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর, চালু হলো মাল্টিপল এন্ট্রি ভিসা।
মাল্টিপল এন্ট্রি (Multiple Entry) ভিসার সুবিধা কি?

মালয়েশিয়াতে বাংলাদেশী সাধারণ শ্রমিকেরা সিঙ্গেল এন্ট্রি ভিসা পায়। অর্থাৎ একজন লোক ১ বছরের ভিসা দিয়ে স্বাভাবিকভাবে শুধু একবার মালয়েশিয়া প্রবেশ করতে পারবে।

মনের ইচ্ছা, চিকিৎসা বা জরুরি প্রয়োজনে একটি ভিসা দিয়ে আপনি একবারের বেশি মালয়েশিয়া প্রবেশ করতে পারতেন না। তবে জরুরী ভাবে রি-এন্ট্রি ভিসার সিস্টেম ছিল, যেটা অত্যন্ত ব্যয়বহুল এবং একবার প্রবেশের পরে এটা কাজে লাগতো না।

এখন মাল্টিপল এন্ট্রি হচ্ছে আপনি বাংলাদেশে বা অন্য কোন দেশে গিয়ে যতবার ইচ্ছা ততবার মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন।

আগের মত আলাদা ভিসা,
ইমিগ্রেশন হয়রানি, অতিরিক্ত টাকা এবং সময় লাগবে না। যখন প্রয়োজন মালয়েশিয়া থেকে দেশে যেতে পারবেন, আবার মালয়েশিয়া আসতে পারবেন।
অবশ্যই ভিসার মেয়াদ থাকতে হবে।
অনেকে মনে করেছে কলিং চালুর কোন আপডেট, না এটা কলিং এর কোন আপডেট না। ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ।

#মালয়েশিয়া #প্রবাসি

Address

Kuala Lumpur
41050

Telephone

+60179356940

Website

Alerts

Be the first to know and let us send you an email when মালয়েশিয়া প্রবাসী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category