মালয়েশিয়া প্রবাসী বার্তা

মালয়েশিয়া প্রবাসী বার্তা আমরা প্রবাসী বাংলাদেশীদের সচেতনতায় আছি ২৪ ঘন্টা।

কিছুদিন আগেও মালয়েশিয়ার ইমিগ্রেশনে কর্মরত কর্মচারী ও কর্মকর্তারা গ্রেফতার হয়েছে ইমিগ্রেশন কন্ট্রাক কেইসের জন্য।বাংলাদেশে...
28/09/2025

কিছুদিন আগেও মালয়েশিয়ার ইমিগ্রেশনে কর্মরত কর্মচারী ও কর্মকর্তারা গ্রেফতার হয়েছে ইমিগ্রেশন কন্ট্রাক কেইসের জন্য।

বাংলাদেশে এখন পর্যন্ত এমন হয়েছে আমি শুনিনি, অথচ প্রতিদিন বাংলাদেশ থেকে কন্ট্রাকের মাধ্যমে অবৈধ পন্থায় প্রতিনিয়ত মালয়েশিয়া সহ অন্যান্য দেশে লোক যাচ্ছে।

নষ্ট হচ্ছে দেশের সুনাম, বন্ধ হচ্ছে বাংলাদেশীদের জন্য ভিসা।

অন্য দেশে যেভাবে ডকুমেন্টস ঝামেলার জন্য আটক হয়, সেখানে বাংলাদেশের ইমিগ্রেশন সেই ডকুমেন্টস দেখে ইমিগ্রেশন থেকে ছাড়ে কিভাবে?

আজ পর্যন্ত ইমিগ্রেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর ব্যাংক বা এসেট চেক করেছে আমাদের দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা সংস্থা?

বিগত সরকারও এই বিষয়ে নজর দেয়নি, বর্তমান ইন্টেরিম গভমেন্ট ও দিচ্ছে না।
নির্বাচন পরবর্তীতে আসা নতুন গভমেন্ট ও দেখবে না।

কারন এই সিন্ডিকেট চালায় সরকারে থাকা মন্ত্রী ও উপদেষ্টারা, মাস শেষে বড় রকমের মাসহারা পেয়ে এরা দেশের ছক্কা মেরে দিচ্ছে প্রতিনিয়ত, আর ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ।

এই জিনিসটা নিয়ে কেউ কখনোই কথা বলে না, অথচো রেমিট্যান্স বাড়ানোর জন্য হলেও এইটা নিয়ে কাজ করার দরকার ছিলো অনেক আগে থেকেই।

প্রবাসীদের ভোট দিতে যা যা করতে হবে।
23/09/2025

প্রবাসীদের ভোট দিতে যা যা করতে হবে।

23/09/2025

তাসনিম জারাকে গালাগালির ভিডিও ইতোমধ্যে দেখেছেন।

গালিদাতারা আমেরিকা থাকে। মাল্টিকালচার সোসাইটিতে বাস করে। রেসিজম কম। ঘৃণা কম। যে সোসাইটি ব্রোড মাইন্ডেড। সভ্য হিশেবে সমাদৃত।

নিজস্ব সংকীর্ণতা, মানসিক নোংরামি, অসভ্যতা বদলানোর এহেন মোক্ষম পরিবেশ পেয়েও ওরা বদলায়নি!

বদলাবেও না।

কারণ, মানুষ বদলায়। লীগ না।

আওয়ামীলীগ কোনো পলিটিকাল ক্যারেক্টার না। একটা ধর্ম। এখানে ব্লাইন্ড ফেইথ আর এগ্রেসিভ ইনটলারেন্স শেখানো হয়। সুতরাং পরিবর্তন কঠিন।

শুধু জারাকে গালি দেয়নি। তার মাকেও দিয়েছে।

ওই ভদ্রমহিলা শুনলে কতটা ডিজগাস্ট জন্মাবে, কতটা ঘৃণা জন্মাবে এই দেশের মানুষের প্রতি - ভাবুন!

এই মেয়েটা এমন আচরণ ডিজার্ভ করে না।

তাদের আচরণ বস্তির নেড়ি কুত্তার ঘেউ ঘেউয়ের চেয়েও জঘন্য। নিকৃষ্ট।
ওদের এই সেন্সটা পর্যন্ত নাই যে - তাদের গালাগাল অন্য কেউ শুনছে। তাদের ফ্যামিলি ও সন্তানরাও দেখবে হয়তো। কিন্তু তারা বিকারহীন।

পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও সিভিলাইজেশন নামক একটা থিন কভার পরে চলে সমাজে। এরা সেই কভারটাও আনয়েসে ছিঁড়ে ফেলতে সংকোচ করে না!

কারণ, অসভ্যতা লীগের আদর্শের অবিচ্ছেধ্য অংশ।

লীগের সবচে সভ্য লোকটাও পরিস্থিতি আসলে কাপড় খুলে নেংটা বেশ্যা হয়ে যাবার মতো নির্লজ্জতা প্র্যাকটিস করে রাখে। এই দীক্ষা তাদের দলীয়।

ওরা মানুষই তো হয়ে উঠে না। সভ্যতা পরের বিষয়।

প্রথম থেকে বলে আসতেছি -এদেরকে স্পেস দেওয়া যাবে না, কোনোভাবেই। স্পেস পেলে বিপ্লবীদের কবর থেকে তুলেও লাশের ওপর নৃত্য করবে। লিপ্ত হবে নোংরা উল্লাসে।

আর জিন্দা পেলে, নেংটা করে পিটাবে।

ড. ইউনুছের জীবদ্দশায় যদি লীগ ক্ষমতা পায় কখনো - আগে তো কোর্টের লিফ্ট বন্ধ করে সিঁড়ি চড়িয়েছে, এবার যাত্রাবাড়ি ওভার ব্রিজের ওপর নেংটা করে ঝুলিয়ে ঝুলিয়ে পেটাবে।

ক্ষমতা পাওয়া লাগবে না, ইন ফ্যাক্ট - শুধু রাজনীতিতে এক্সেস পেলেই এ ফল দেখবেন।

অনেকের অতিরঞ্জিত মনে হইতে পারে। হইলে - স্ক্রিনশট নিয়ে রাখেন।

এবং এইটা সম্ভব হবে খোদ ইউনুস সরকারের কারনে।

তাদের সফট জাস্টিস , তথাকথিত বিচারিক মানদণ্ড বা উদাহরণ সৃষ্টিকারী সুবিচারের নামে একটা অপরাধী গোষ্ঠীর অসহিষ্ণু আদৰ্শকে আস্কারা দেয়ার নতিজা ভোগ করতে হবে সবাইকে।

এই যে আসিফ নজরুলের কম্প্রোমাইজিং আচরণ, এটার ফল সেও ভোগ করবে যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ!

এভরি গাদ্দার উইল সাফার, ইতিহাস সাক্ষী।

আমি অবিচারের পক্ষে না। কঠোরতার পক্ষে।

কিন্তু, লীগের সাইকোলজিক্যাল বিহেভিয়ার বদলাতে হলে, মনোস্তাত্তিক রিপ্রোগ্র্যামিং করতে হলে -গণভোটের মাধ্যমে, সন্ত্রাসী আখ্যা দিয়ে, এই দলের সকল কর্মকাণ্ড চিরতরে নিষিদ্ধ করে, জাপানের মতো পিইস প্রিজার্ভেশন ল বানিয়ে - এই দলের পক্ষে কোনো আলোচনা, কোনো স্লোগান, কোনো মতামত সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা উচিৎ ছিল। কারো মধ্যে নূন্যতম আওয়ামী প্রেম প্রকাশ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অর্ডার জারি করা উচিৎ ছিল। দেশে কিংবা বিদেশে এবং প্রথমদিকেই শুধু প্রেম দেখানোর কারণে কয়েক ডজনকে দ্রুত ভরে দিলে নিয়ন্ত্রণে থাকতো।

এমনকি অনলাইনেও। কারণ, ওরাও সফ্ট টেরোরিস্ট।

উচিৎ ছিল, লীগের সঙ্গে সামান্য সম্পর্ক রেখেও পয়সাওয়ালা বনে যাওয়া সকলের সম্পদ জব্দ করে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার।

তখন নিজের স্বার্থ ও জেল থেকে বাঁচতেই আড়ালে চলে যেতো। ফ্যামিলি থেকে নিষেধজ্ঞা জারি করতো এসবে না জড়াতে - যেমনটা ইসলামী লেবাশের ওপর করেছিল গার্ডিয়ানরা জাশির ওপর নির্যাতন দেখে। ভয়ে ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে করতে একটা লম্বা সময় পর আওয়ামী প্রেম ভুলে গেলে - হয়তো পরিবর্তন আসতো।

কিন্তু আপনারা পলিটিকসের ওপর পলিটিক্স খেলতে গিয়ে, ডিজিএফআইয়ের নিয়ন্ত্রিত ডিপ স্টেটের সঙ্গে আপোষ করে, লীগের বাঘাবাঘা সন্ত্রাসীকে পালতে দিয়ে, এখনো নির্বাচনে লীগের আসা না আসার আলোচনা চালাতে দিয়ে, তাদের রাজনৈতিক সম্ভাবনা জিইয়ে রেখে সবাইকে রিস্কে ফেলে দিয়ে গেলেন।

আজকের বিপ্লবের সকল পক্ষ এই ইন্টারিমের নাম ধরে ধরে মুতবে - বলে দিলাম।

এখনো সুযোগ আছে এসব করার।

যদি সাহস না পান, আমাকে বলেন। এসব আইন ডিক্লিয়ার করতে পারবেন নির্ভয়ে - সেই পরিস্থিতি তৈরি করে নেওয়ার প্ল্যান বাতলে দেব। পৃথিবীর কেউই এসব সিদ্ধান্তে আপত্তি জানানোর সাহস ও নৈতিক শক্তি পাবে না। ব্যস! একটু কোলাটোরেল ড্যামেজ সহ্য করা লাগবে আর কি।
লেখা Taher Majumder

17/09/2025

দেশের ব্যাংকগুলোয় কমপক্ষে কোটি টাকা জমা আছে এমন একাউন্ট ১,২৭,৩৩৬টি।

17/09/2025

কুয়েতের কৃষি উদ্ভাবক ঈদ শারি আল-আজমি কে প্রশ্ন করেছিলাম আপনার চাষের জন্য তো অনেক ধরনের ফল বেছে নেওয়া যেত, তবু আপনি কেন বিশেষভাবে কলা চাষের দিকে ঝুঁকলেন?
ঈদ শারি আল-আজমি’র উত্তর দিলেন আমার কলা বাগান শুরু করার পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, কলা গাছে খুব দ্রুত ফলন ধরে অন্য অনেক ফলের তুলনায় এর ফল আসার সময় কম লাগে। দ্বিতীয়ত, একটি কলা গাছ বা চারা থেকে একাধিক নতুন গাছ গজায়, ফলে একই জমিতে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন বাড়তে থাকে। আর তৃতীয়ত, ইকুয়েডর এর এই কলা গাছের উচ্চতা তুলনামূলকভাবে কম, তাই এর পরিচর্যা ও ফসল তোলা সহজ। সবচেয়ে বড় কথা, আমি প্রমাণ করতে চেয়েছি মরুভূমির দেশ কুয়েতেও আধুনিক প্রযুক্তি, সেচব্যবস্থা এবং মাটি ব্যবস্থাপনার মাধ্যমে এমন একটি ফসল ফলানো সম্ভব, যেটি সাধারণভাবে এখানে জন্মায় না। এটা কেবল কৃষির নয়, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ারও উদাহরণ। ঈদ শারি আল-আজমি তাঁর কলা বাগানে আধুনিক চাষাবাদ পদ্ধতি, পানির দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করেছেন। মরুভূমিতে কলা চাষ সম্ভব করে তিনি কৃষি ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

৩১ শে আগস্ট মালয়েশিয়া মহান স্বাধীনতা দিবস। প্রিয় প্রবাসীরা আজ থেকে বিশেষ প্রয়োজন ছারা কুয়ালামাপুরের মধ্যে ঘোরাফেরা কম কর...
30/08/2025

৩১ শে আগস্ট মালয়েশিয়া মহান স্বাধীনতা দিবস। প্রিয় প্রবাসীরা আজ থেকে বিশেষ প্রয়োজন ছারা কুয়ালামাপুরের মধ্যে ঘোরাফেরা কম করুন।

Happy Independence Day Malaysia.
30/08/2025

Happy Independence Day Malaysia.

17/08/2025

মালয়েশিয়ায় এখন বাংলাদেশীরাও পড়াশোনা শেষ করার পর ১ বছরের ভিসা পাবে। করতে পারবে চাকরি, আনা যাবে পরিবার।
ধন্যবাদ ডক্টর ইউনুস

আমাদের একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস স্যার আছেন যার দিকে সারা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়।🖤🇧🇩
11/08/2025

আমাদের একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস স্যার আছেন যার দিকে সারা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়।🖤🇧🇩

গতকাল ২৯ জুলাই মালয়েশিয়া সারাওয়াক এয়ারপোর্টে ৩৩ জন বাংলাদেশি আটক হয়! 😡তাদের কাছে ভুয়া পাসপোর্ট এবং ভুয়া ভিসা পেয়ে...
30/07/2025

গতকাল ২৯ জুলাই মালয়েশিয়া সারাওয়াক এয়ারপোর্টে ৩৩ জন বাংলাদেশি আটক হয়! 😡

তাদের কাছে ভুয়া পাসপোর্ট এবং ভুয়া ভিসা পেয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ!
আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন বিভাগে যারা কর্মরত রয়েছেন?

আপনারা কি যোগ্যতাহীন?
নাকি দুর্নীতিগ্রস্ত?
প্রত্যেকদিন বাংলাদেশ থেকে কিভাবে❓
ভুয়া পাসপোর্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় আসে?
এদেশ কি আসলেই কোনদিন দুর্নীতিমুক্ত হবে না নাকি?

বাংলাদেশের নাম আগের মত আবার, দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ লেখা হবে!
বাংলাদেশের পাসপোর্ট এর মান তলিয়ে দেওয়ার মূল হাতিয়ার বাংলাদেশ ইমিগ্রেশন বিভাগ।

যার কারনে আজও বাংলাদেশী সবুজ পাসপোর্ট বিদেশের মাটিতে নজরে পরলেই বিদেশিরা ধিক্কারের চোখে দেখে।
আমরা বিভিন্ন ভাবে হেনস্তর শিকার হচ্ছি।

29/07/2025

আপনি প্রবাসী? তাহলে আমার কথাগুলো শুনুন!

আপনি প্রবাস থেকে সবার কথা শুনতে যাবেন না। সবার সব দায়িত্ব নিজের কাঁধে তুলতে যাবেন না। সহজে অন্যরা আপনাকে ব্যবহার করতেছে নিজেকে সহজে ব্যবহারের পাত্র বানাবেন না।
প্রবাসীরা বেশিরভাগ গ্রাম, জেলা শহর বা উপজেলা শহর থেকে সরাসরি বিদেশের উন্নত শহরে উঠে আসা। এখানে আসার পরেই কাঁচা টাকা কামায়।
মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ার কারণে দুঃখ কষ্ট অভাব অনটন এগুলো দেখে বড় হয়। নিজের একটু উন্নতি দেখে বা ভাল টাকা কামানো দেখে পরিবার আত্মীয়-স্বজনকে বলে আমাদের আর কোন অভাব থাকবে না। নতুন প্রবাসে আসার পরে বেশিরভাগ প্রবাসীর বয়স কম থাকে এবং নিজের এই উন্নতি আরেকটু বাড়িয়ে বলতে চেষ্টা করে।
এই সুযোগে যে প্রবাসীর পরিবারের মাসে আগে ১০-১৫ হাজার টাকায় সংসার চলতো এখন তারা বিলাসিতার স্বপ্ন দেখে চল্লিশ হাজার টাকা পাঠালেও তাদের মাস শেষে টানাটানি লেগে থাকে এবং প্রবাসীর আত্মীয়-স্বজনরাও বিভিন্ন অজুহাতে তার কাছে হাত পাততে থাকে এবং তাকে সহজে ব্যবহার করার জন্য সবাই বিভিন্ন অজুহাত দাঁড় করাতে থাকে। আর মাঝে মাঝে ফোন দিয়ে বিভিন্ন হাওয়া দিতে থাকে যেন ফুলিয়ে পরের মাসে আরো কিছু হাতিয়ে নেওয়া যায় এই সুযোগে জন্য বসে থাকে।
এই সমস্যাগুলো প্রবাসে আসার পরে প্রথম পাঁচ বছর নতুন প্রবাসীদের সাথে বেশি হতে থাকে। তাই আপনি যদি সামনে ভালো কিছু করতে চান প্রবাসে আসার পরে নিজের সবকিছু নিজের কন্ট্রোলে রাখুন। নিজেকে যেন অন্যরা সহজে ব্যবহার না করতে পারে সেদিকে সজাগ থাকুন।
আপনি প্রবাসে খেটে মরবেন আর আপনার পরিবার দেশে মাসে ৪০ হাজার টাকা খরচ করবে এবং বিলাসিতা করবে এই সুযোগ কখনো দিবেন না তাদের। আপনার পরিবারের যতটুকু লাগবে ততটুকু তাদেরকে দিবেন।
প্রবাসী পরিবারের দেশে কর্মঠ কোন ব্যক্তি থাকলে তাকে বসিয়ে খাওয়াবেন না। তাকে যে কোন কাজে লাগানোর ব্যবস্থা করবেন। পরিবারের সামান্য জমি থাকলেও সেখানে চাষাবাদ এর চেষ্টা করবেন।
প্রবাস থেকে অনলাইনে বিভিন্ন সাজানো প্রতারক মূলক প্রবাসীদের টার্গেট করা ভিডিও দেখে নাকের পানি মুখের পানি বের করে বিকাশে দান বন্ধ করুন। আপনি নিজেই এক ফকির ফকির দেইখা নিজ দেশ ছেড়ে বিদেশে কামলা দিচ্ছেন সেখানে এই দান কইরা কোন ফায়দা নাই। কোন মানুষকে যদি দান করা লাগে তাহলে আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ একবারই অসহায় থাকে তাকে দান করবেন।
প্রবাসীরা সবকিছু নিজের হিসাবের ভিতরে রাখুন। যেন কেউ আপনাকে সহজে ব্যবহার না করতে পারে এবং বিপদের দিনের জন্য প্রবাসীর পরিবারে কেউ অসুস্থতার জন্য টাকা সেভ করুন এবং আপনার দেশে কোন একদিন ফিরে যেতে হবে সেই ক্যাশ ক্যাপিটাল মজুদ রাখুন। ধন্যবাদ

25/07/2025

মালয়েশিয়া এয়ারপোর্টের ১ ইমিগ্রেশন অফিসারকে আটক করা হয়েছে টাকার বিনিময়ে ভুয়া টুরিস্টদের প্রবেশ করতে দেওয়ার অপরাধে।

Address

Kuala Lumpur
41050

Telephone

+60179356940

Website

Alerts

Be the first to know and let us send you an email when মালয়েশিয়া প্রবাসী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category