প্রিন্স সবুজ

প্রিন্স সবুজ পাশে থাকবেন পাশে পাবেন ইনশাআল্লাহ
(1)

17/05/2025

Successful হতে গেলে কি লাগে?

অপমান, খারাপ সময়, একাকীত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত!💝✊

16/05/2025

সুখ হচ্ছে মনের ব্যাপার, মন কে বোঝাতে পারলেই সব অবস্থাতেই সুখে থাকা যায়!💝

15/05/2025

゚viralシfypシ゚

10/05/2025

হে আল্লাহ. আমরা যারা ইসলামিক পোস্ট দেখি ও পড়ি, আমাদের সবাইকে দেখা ও পড়ার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ! আমিন !! কি হবে জিমে গিয়ে পেশী বহুল দেহ বানিয়ে ! যদি ফজরের নামাজ পড়তে ওঠার মত কোন শক্তি না থাকে !!

05/05/2025

゚viralシfypシ゚ বৃষ্টির সময়

03/05/2025

゚viralシfypシ゚

27/04/2025

ার পছন্দের একটা জায়গা!

প্রবাসীদের অলিখিত দিনলিপি: রোদ-ঘাম-অশ্রুর একাকী যুদ্ধ।ভোর ৪টার অন্ধকারে জেগে ওঠা। দাঁত ব্রাশের ফেনা আর মুখে ঢোকার আগেই হ...
27/04/2025

প্রবাসীদের অলিখিত দিনলিপি: রোদ-ঘাম-অশ্রুর একাকী যুদ্ধ।

ভোর ৪টার অন্ধকারে জেগে ওঠা। দাঁত ব্রাশের ফেনা আর মুখে ঢোকার আগেই হাজত সেরে ফজরের আজান শুনতে শুনতে গাড়িতে উঠে পড়া। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত—মাথায় ভারী হেলমেট, পায়ে লোহার সেফটি শু, আর হাড় ভাঙা পরিশ্রম। মাঝে নামাজ আর ঠান্ডা-গরমের ভেজাল খাবারের বিরতি। ফিরতে ফিরতে সন্ধ্যা। বাসায় এসে ডিউটির পোশাক ধোয়া, রান্না করা, পরদিনের টিফিন বানানো... ঘুম? রাত ৯টায় চোখ বুজলে ভাগ্য ভালো।

এটাই প্রবাসীর "নরমাল লাইফ"।

**সংখ্যাগুলো যেখানে কাঁদে:**
সময়: মাসের ২৬-৩০ দিন কাজ। বছরে ১১ মাস। ছুটি? কল্পনাতীত।
আয়: ৪-৫ লাখ টাকা খরচ করে আসা। মাসে ৫০-৬০ হাজার পাঠালে "সফল"। নাহয় ৩০-৪০ হাজার।
স্বাস্থ্য: গরমে ৫০°C তাপমাত্রায় কাজ, শীতে কনকনে ঠান্ডা। পুষ্টিহীন খাবার, ক্রনিক ব্যথা—চিকিৎসা নেই।
মানসিকতা: "টাকা পয়সা পাঠাইছি?"—এই প্রশ্নের চাপে আত্মীয়দের সাথে হাসিমুখে কথা, ভেতরে জমে থাকা ক্লান্তি।

**যে সত্য কেউ বলে না:**

১. "কাফালা সিস্টেম=আধুনিক দাসত্ব" পাসপোর্ট জব্দ, চাকরি বদল নিষিদ্ধ। একটু ভুলে মালিক রিপোর্ট করলে—ডিপোর্টেশনের ভয়।

২. "সামাজিক মর্যাদার মিথ্যা" গ্রামে সবাই ভাবে "সৌদি=লক্ষ্মী"। বাস্তবে? রিকশাওয়ালার চেয়ে কম আয়, কিন্তু স্বীকার করে না কেউ।

৩. "ফ্যামিলি ডিসকানেক্ট":** সন্তানের জন্মদিনে ভিডিও কল, বাবা-মায়ের জানাজায় উপস্থিতি নেই—এগুলো প্রবাসীর "নর্মাল লস"।

কিছু জ্বলন্ত প্রশ্ন:
- কেন একজন মানুষ ১২ ঘণ্টা খাটবে, কিন্তু ন্যায্য বেতন পাবে না?
- কেন তাকে "বিদেশ ফেরত" ট্যাগ নিয়ে সমাজে হীনমন্যতায় ভুগতে হবে?
- কেন রেমিট্যান্সের সংখ্যায় গর্ব করবে রাষ্ট্র, কিন্তু প্রবাসীর অধিকারের কথা ভুলে যাবে?

আলোর দিক:

স্কিল ডেভেলপমেন্ট: আরবি ভাষা বা টেকনিক্যাল কোর্স করলে বেতন বাড়ে।

-লিগ্যাল হেল্প: শ্রম আদালতে অভিযোগ করা যায়—অনেকেই জানে না।

সাইড ইনকাম: প্রবাসে ছোট ব্যবসা (মিনি মার্কেট, ফুড ডেলিভারি) বা বাংলাদেশে এজেন্ট রাখা।

মর্মান্তিক শেষলাইন:
"প্রবাসীরা দেশের অর্থনীতির স্তম্ভ, কিন্তু তাদের জীবনযুদ্ধের গল্প চাপা পড়ে যায় রেমিট্যান্সের পরিসংখ্যানে। এই লেখাটা শুধু কালি-কাগজের কথা নয়—একটি নীরব চিৎকার।"

> *"প্রতিটি রেমিট্যান্স ফিগারের পিছনে একজন মানুষের অশ্রু, ঘাম, আর স্বপ্নভঙ্গের গল্প লুকিয়ে আছে।"* —অজানা একজন প্রবাসী

[লেখাটি শেয়ার করুন—প্রবাসীদের অবদান ও সংগ্রামের কথা সবাই জানুক।]

আলহামদুলিল্লাহ অনেক দীন পর আইডিতে আসলাম।
25/04/2025

আলহামদুলিল্লাহ অনেক দীন পর আইডিতে আসলাম।

আসসালামু আলাইকুম  সকলে কেমন আছেন।অনেক দীন পর আইডিতে আসলাম
06/02/2025

আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন।
অনেক দীন পর আইডিতে আসলাম

02/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Muslim Ali Siddique, Nir Mopo, Sumon Das

02/10/2024

আল্লাহ সর্বশক্তিমান

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when প্রিন্স সবুজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিন্স সবুজ:

Share