18/12/2025
*إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ*
গভীর শোক ও হৃদয়বিদারক কষ্টের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় ওসমান হাদী ভাই আমাদের মাঝে আর নেই।
তাঁর কণ্ঠে ছিলো বিপ্লবের জ্বালা, হৃদয়ে ছিলো জাতির প্রতি ভালবাসা। তিনি ছিলেন সাহসিকতার প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত এক বলিষ্ঠ কণ্ঠস্বর। আজ তাঁর এই চিরবিদায়ে আমরা শোকাহত, স্তব্ধ।
আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দান করেন।
আমিন।
🕊️ *ওসমান হাদী ভাই, আপনি বেঁচে থাকবেন হাজারো হৃদয়ে, আপনার কণ্ঠ ও আদর্শে।*