মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া

মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া “নিচু মনের মানুষের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।” – হযরত আলী (রা)
Follow This Page

#মিজানুর_রহমান_আজহারী

মিজানুর রহমান আজহারী (২৬ জানুয়ারি ১৯৯০) একজন বাংলাদেশি ইসলামি বক্তা।[২][৩] ঢাকা জেলার ডেমরায় তিনি জন্মগ্রহণ করেন। ইসলামি আলোচক হিসেবে তিনি জনপ্রিয় এবং একইসাথে সমালোচিত।[৪][৫][৬] বিভিন্ন বক্তব্যে তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক বলে দাবি করেন।[৭][৮][৯][১০]

#প্রাথমিক_জীবন

মিজানুর রহমান[১১] ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস

কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে।[৮] তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী। ছোট বেলা থেকে তিনি মাদরাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে ‘আজহারী’ উপাধি যুক্ত হয়েছে।[৮]

#ব্যক্তিগত জীবন

মিজানুর রহমান ২০১৪ সালের ২৯ জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যাসন্তান রয়েছে।[৮]

#শিক্ষাজীবন

আজহারী দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে যথাক্রমে ২০০৪ সালে দাখিল ও ২০০৬ সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডে মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। ২০০৭ সালে ইসলামি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআনভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন।সেখান থেকে গ্র‍্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল ‘হিউম্যান এম্ব্রায়োলজি ইন দ্য হোলি কুরআন’ (পবিত্র কুরআনে মানব ভ্রূণবিদ্যা)। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি ‘হিউম্যান বিহ্যাভিয়ারেল ক্যারেক্টারইসটিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি’ (পবিত্র কুরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য)-এর ওপর ২০২১ সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইভার মাধ্যমে সফলভাবে পি.এইচ.ডি. গবেষণা সম্পন্ন করেন।[৮][১২][১৩][১৪][১৫][১৬][১৭][১৮]

#কর্মজীবন

আজহারী ২০১০ সালে ইসলামি গজল ও কিরাত দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামি অনুষ্ঠানে যোগদান করেন। ২০১৫ সালের শুরুর দিকে তিনি ওয়াজ-মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন।[১৯][২০][২১][২২] বৈশাখী টেলিভিশনে ‘ইসলাম ও সুন্দর জীবন’ শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন।[৮]

#জনপ্রিয়তা

ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন-হাদিস বিষয়ক সহজ-সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মাহফিলে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।[২৩] তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়।[৫][২৪][২৫][২৬]

#বই

আজহারির প্রথম বই "ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া" ২০২১ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়।[২৭]

আজহারির দ্বিতীয় বই "আহ্বান: আধুনিক মননে আলোর পরশ" ২০২২ সালে প্রকাশিত হয়।

#সমালোচনা

২০২০ সালের জানুয়ারি মাসে ১২ জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন।[২৮] দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ হয়েছে।[২৯][৩০] ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ কর্তৃক দাবি করা হয়।[৪][৩১] একই সময়ে ‘‘ঘরে ঘরে সাঈদীর জন্ম হোক’’ বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে "বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট" বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন।[৬][৭]

২০২১ সালে অক্টোবরে লন্ডনে 'আই অন টিভি'র আমন্ত্রণে ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাজ্যে 'হোম অফিস' ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা ও ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হয় ।[৩২] প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলার করা হলেও ভিসা বাতিলের পক্ষে রায় দেয় আদালত ।[৩৩]

#সম্মাননা

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আল-আজহার বৃত্তি
প্রথম স্থান, ২০০৭[৩৪]
আল-আজহার বিশ্ববিদ্যালয় বৃত্তি
পূর্ণ স্নাতক বৃত্তি, ২০০৮[৩৪]

আমরা বিশ্বকাপ বিজয়ের অপেক্ষায় নয়,আমরা ফি--লি--স্তি--নের বিজয়ের অপেক্ষায় আছি।✌️✌️ইনশাআল্লাহ 🤲Today's Best Photo❤️❤️❤...
29/10/2023

আমরা বিশ্বকাপ বিজয়ের অপেক্ষায় নয়,
আমরা ফি--লি--স্তি--নের বিজয়ের অপেক্ষায় আছি।✌️✌️
ইনশাআল্লাহ 🤲
Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️

• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful
22/10/2023

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful

"আকসা" আমাদের ছিলো, আছে, থাকবে।  ইন শা আল্লাহ।©Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️
19/10/2023

"আকসা" আমাদের ছিলো, আছে, থাকবে।
ইন শা আল্লাহ।©
Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️

দেখি মানুষটাকে চিনতে পারেন,,,,আর দেখতে চাই এ মানুষটার ভালোবাসার মানুষগুলিকে।  মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া
11/10/2023

দেখি মানুষটাকে চিনতে পারেন,,,,আর দেখতে চাই এ মানুষটার ভালোবাসার মানুষগুলিকে।

মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া

মহৎ ও সৎ লোকদেরসমালোচনা করা অনেক সহজ। কিন্তু তাদের মতো হওয়া অনেক কঠিন !
05/10/2023

মহৎ ও সৎ লোকদের
সমালোচনা করা অনেক সহজ।
কিন্তু তাদের মতো হওয়া
অনেক কঠিন !

স্ত্রী চাকুরী করলে স্বামীর হক কতোটা আদায় হয় সেটা ভুক্তভোগী স্বামীকে জিজ্ঞেস করুন কোন নারীবাদীকে নয়।মা চাকুরী করলে সন্তান...
21/09/2023

স্ত্রী চাকুরী করলে স্বামীর হক কতোটা আদায় হয় সেটা ভুক্তভোগী স্বামীকে জিজ্ঞেস করুন কোন নারীবাদীকে নয়।
মা চাকুরী করলে সন্তান কি পরিমাণ মায়ের আদর ও স্নেহ থেকে বঞ্চিত হয় সেটা ভুক্তভোগী সন্তানকে জিজ্ঞেস করুন কোন নারীবাদীকে নয়।
চাকুরী করে পর্দা করাটা কতোটা কঠিন যিনি চাকুরীসহ পর্দা করছেন তাকে জিজ্ঞেস করুন কোন নারীবাদীকে নয়।
যেখানে চাকুরী বিহীন স্ত্রীদের সামরিক শাসনে ঘর গরম থাকে সেখানে সারাদিন চাকুরির পর স্বামীর সাথে নারীরা কেমন আচরণ করে বেশি না দশটা পরিবারে পরিসংখ্যান চালালে ফলাফল পেয়ে যাবেন।
উপলব্ধিহীন চুখে দেখলে মনে হয় দুজই উপার্জন করলে সমস্যা কোথায় টাকা বেশি আসবে, পরিবারে সুখের ঢেউ বইবে। বাস্তবতা সম্পুর্ন ভিন্ন।
ইসলাম নারীদের পর্দার সাথে চাকুরী/ব্যবসা করতে নিষেধ করে নাই তবে উৎসাহ দেয় নাই।
পরিবারে স্ত্রী হচ্ছে অনেকটা সোনার কুড়ালের মতো। এটা গিয়ে গাছ কাটলে হয়তো কিছু কাঠ/লাকড়ি মিলবে পরোক্ষভাবে আপনি যে কুড়ালটা ক্ষয় করে স্বর্ন হারাচ্ছেন এটা দেরীতে হলেও টের পাবেন।

মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া

জুম্মা মোবারক🕋🕋⛪️⛪️🕌🕌
15/09/2023

জুম্মা মোবারক🕋🕋⛪️⛪️🕌🕌

I've received 2,100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
13/09/2023

I've received 2,100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

★তুমি যাকে ভালোবাসবে হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। হযরত মুহাম্মাদ সাঃ।   Follow: মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া
02/09/2023

★তুমি যাকে ভালোবাসবে হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। হযরত মুহাম্মাদ সাঃ।





Follow: মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া

সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় কিন্তু তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।::: (হজরত আবু বকর (রা:)Follow This Page: মিজান...
25/08/2023

সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় কিন্তু তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।
::: (হজরত আবু বকর (রা:)

Follow This Page: মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া

নির্দিষ্ট কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইটসেলফ খারাপ কিছু না। মূলত আমরা সেটাকে কীভাবে ব্যবহার করছি সেটাই মূখ্য বিষয়। আঁধা...
24/08/2023

নির্দিষ্ট কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইটসেলফ খারাপ কিছু না। মূলত আমরা সেটাকে কীভাবে ব্যবহার করছি সেটাই মূখ্য বিষয়। আঁধারকে দূরীভূত করতে আলো জ্বালাতে হয়। সে লক্ষ্যেই আমাদের পথচলা। শামিল হতে পারেন আপনিও। আইডি লিংক কমেন্টে—

এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।Follow: মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া
24/08/2023

এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।

Follow: মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া

মুনা কনভেনশন ২০২৩পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টার, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্রFollow: মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া
23/08/2023

মুনা কনভেনশন ২০২৩

পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টার, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র

Follow: মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া

মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয় → অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে ...
22/08/2023

মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয় → অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়।
Follow: মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া

“ আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন ”—- আল হাদিসFollow: ম...
20/08/2023

“ আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন ”

—- আল হাদিস
Follow: মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবংজানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না।- সূরা বাকারাহ, আয়াতঃ ৪২Follow: মিজানুর...
18/08/2023

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং
জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না।
- সূরা বাকারাহ, আয়াতঃ ৪২

Follow: মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ।আল্ল...
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ।

আল্লাহ তায়ালা হুজুর কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক,আমিন। 🤲

Address

Gombak Kuala Lumpur
Kuala Lumpur
53100

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share