MPU

MPU Malaysia probasi update , ভিসা,পাসপোর্ট,ট্রাভেল পাস,বিমান টিকিট সুবিধা পেতে পেইজে লাইক plz

18/03/2024

নতুন আপডেট ট্রাভেল পাস এর ঠিকানা

16/03/2024

নতুন ঘোষনা ট্রাভেল পাস এর জন্য

16/03/2024

১ দিনে ইমিগ্রেশন করে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিলাম

23/09/2023

অনেকেই প্রায় সময় মেসেজ করে আমাদের কাছে জানতে চান যে ভাই মালয়েশিয়া থেকে কয়টা মোবাইল কয় ভরি স্বর্ণ বাংলাদেশের বিনা সুরকে নিয়ে যেতে পারবো।

বিস্তারিত জানতে পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন।

মালয়েশিয়ান প্রবাসীরা প্রতিবছরই বাজেটের সময় একটা তালিকা তৈরি করা হয় যেখানে অর্থবছরের বাজেট অনুযায়ী যেসব পণ্য বিদেশ থেকে আনা যায় তার নিম্মে তালিকাভুক্ত করা হলো।

কাস্টমসে বিনা সুল্কমুক্ত যা যা আনতে পারবেন।

এক # ঘরের আসবাব পত্র জানি তো প্রয়োজনীয় জিনিস হিসেবে গণ্য

২ ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ বাংলাদেশে আনতে পারবেন তবে তা অলংকার হতে হবে এবং 200 গ্রাম পুকুর পর্যন্ত রুপা আনতে পারবেন সেটাও অলংকার হতে হবে স্বর্ণ অথবা রুপা কোনটার বিস্কিট হওয়া যাবে না. একই ধরনের অলংকার সংখ্যায় বারটির বেশি হওয়া যাবে না।

ব্যক্তিগত ব্যবহারের সরঞ্জাম যেমন টাইপ রাইটার ঘরে ব্যবহারের সেলাই মেশিন সিলিং ফ্যান ও টেবিল ফ্যান রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার ফুড প্রসেস জুস মেকার ও কফি মেকার।

বিদেশ থেকে যদি কোন অসুস্থ যাত্রী আসে তবে সেই যাত্রীদের চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ১৫ বর্গমিটার আয়তন পর্যন্ত ।

কার্পেট ইলেকট্রনিক্স পণ্য সর্বোচ্চ দুইটি তিনটি মোবাইল ফোন বিনা শুলকে আনতে পারবেন তবে শুল্ক দিয়ে সর্বোচ্চ পাশ থেকে আটটা মোবাইল আনতে পারবেন শতকরা ৫৬ পার্সেন্ট সুদ দিতে হবে যেমন এক লক্ষ টাকায় ৫৬ হাজার টাকা আসবে যদি আপনার মোবাইল হয়ে থাকে এক লক্ষ টাকা তাহলে ৫৬ হাজার টাকা এয়ারপোর্ট এ কাস্টমকে আপনার পে করতে হবে

তারপর আরো কিছু আনতে পারবেন যেমন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার সাথে একটি ইউপিএসও আনা যাবে কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ও ফেক্স মেশিন পেশাদার কাজে ব্যবহৃত হয় এরকম ক্যামেরা বাদে ভিডিও ক্যামেরা এইচডি ক্যামেরা ডিভি ক্যামেরা বেটা কেমেরা ও ছবি তোলার ডিজিটাল ক্যামেরা

আনতে পারবেন।

১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর আনতে পারবেন ও 29 ইঞ্চি পর্যন্ত প্লাসমা এলসিডি এলইডি টেলিভিশন সর্বোচ্চ চারটি স্পিকার সহ সিডি ভিডিও প্লেয়ার আনতে পারবেন বিনাশুলকে।

যেসব জিনিস আনতে আপনাকে কাস্টমে সুল্ক পরিশোধ করতে হবে।

এয়ারগান যেমন পাখি শিকার করার রাইফেল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষ ৫০০০ টাকা বারবাতি ৩০০ টাকা প্রতি পয়েন্ট।

ডিশওয়াশ ওয়াশিং মেশিন কাপড় শুকানোর মেশিন তিন হাজার টাকা দিতে হবে

এছাড়াও ৩০ ইঞ্চি থেকে ৩৬ ইঞ্চি অথবা তার চেয়ে বড় আকৃতির প্লাসমা এলইডি টেলিভিশনের ক্ষেত্রে মাত্র ১০ হাজার থেকে 90000 টাকা পর্যন্ত দিতে হবে।

আসলে এরা প্রবাসীদের কখনো ভালো চায়না।

মানুষগুলো এত কষ্ট করে বিদেশ থেকে কিছু নিয়ে যাবে তাও এতগুলো টাকা দাবি করার কোন মানেই আসে না।

যাইহোক কাজের কথায় আসি

এছাড়া বিদেশি পাসপোর্ট রয়েছে এমন ব্যক্তি সর্বোচ্চ ১ লিটার পরিমাণ মত জাতীয় পানি আনতে পারবে বিনাশুলকে

ঢাকা কাস্টমের একজন কর্মকর্তা আমাদেরকে জানান প্রতি বছর অনেক প্রবাসী বিদেশ থেকে বিনা কাস্টমে কি কি আনতে পারবে তা না জেনেই বাংলাদেশে চলে আসে যার কারণে তাকে অনেক ভোগান্তির স্বীকার করতে হয় তাই যারা মালয়েশিয়া অথবা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে আসবেন তারা অবশ্যই এই লেখাটি মনোযোগ সহকারে পড়ে আসবেন ধন্যবাদ সবাইকে

20/09/2023

কলিং এর অবস্থা কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে

Address

Kualalampur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MPU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share