17/10/2024
বিদেশে উচ্চশিক্ষা করতে যাওয়া অনেকের কাছে স্বপ্নের বিষয়। আবার কারো কাছে অসাধ্য। সবাই বিদেশের স্টুডেন্ট ভিসা পায় না। আবার অনেকেই আছে যারা একটু চেষ্টা করলেই বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে যান। এমনকি স্কলারশিপও পেয়ে যায় অনেকেই। নিশ্চই আপনি ভাবছেন, কারা সেই সৌভাগ্যের অধিকারী।
কেন বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবেন, কিভাবে যাবেন এবং কোন দেশে পড়তে গেলে আপনার জন্য ভালো হবে, কাদের মাধ্যমে যাবেন?যারা পড়াশোনার মান, কর্ম সংস্থান ও নিরাপদ জীবন যাপনের কথা চিন্তা করেন, তারাই বিদেশী বিশ্ববিদ্যলয়ে ভর্তির সুযোগ খুজে বেড়ান। বিদেশী বিশ্ববিদ্যালয় গুলো সাধারণত ছাত্র রাজনীতি মুক্ত থাকা ও খাওয়ার মান অনেক ভাল থাকায় বাবা মা’রাও নিশ্চিন্তে সন্তান দের বিদেশে পাঠাতে ইচ্ছুক হন।
তাই যদি আপনার আর্থিক স্বচ্ছলতা থাকে তাহলে জীবনের সবচেয়ে লাভজনক বিনিয়োগটা বিদেশে পড়া লেখার জন্যই করুন। অথবা যদি সন্তানের জন্য সচ্ছলতা চাচ্ছেন, সন্তান কেও বিদেশে পড়াশোনার জন্য পাঠানর চিন্তা করুন।
কাগজপত্র তৈরি করে জমা দিব, ভিসা হলে চলে যা্ব। এর বাইরে আবার কী?
এর বাইরে আরও অনেক কিছু আছে যা জানতে হবে এবং শিখতে হবে। যেমনঃ-প্রথমেই দেশ ও বিশ্ববিদ্যালয় বাছাই, ভাষাগত দক্ষতা , ব্যাংক ব্যালেন্স, ড্রাইভিং বা গাড়ি চালানোর লাইসেন্স ইত্যাদি।
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে একজন শিক্ষার্থী ঠিক কি ধরণের সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে।
🔷আত্ননির্ভরশীলতা
🔷নতুন ভাষা রপ্ত
🔷আধুনিক শিক্ষা অর্জন
🔷ক্যারিয়ার ডেভেলপমেন্ট
🔷পার্ট টাইম চাকরি
🔷একটি নিশ্চিত ভবিষ্যৎ
Mustafizur Rahman Bijoy
Executive Director
IEC Consultant .
📞Whatsapp Only:- +601139697107
আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
Bangladesh Office:-
218 Sahara Tropical Center 5th Floor (lift-5) Suite-20 Elephant Road, Bata Signal Dhaka-1205, Bangladesh.
Malaysia Office:-
Lot 4.92-4.93, 4th Floor (lift-4) Wisma Central Near KLCC, Jalan Ampang 50450, Kuala Lumpur Malaysia.