Shawon React

Shawon React digital content creator guidelines

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। ...
21/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

নাটক:  #ঘ্রাণপরিচালনা: মাশরিকুল আলমঅভিনয়: অপূর্ব, নীহা  #ঘ্রাণ দেখা শেষ করলাম এই মাত্র। ভারাক্রান্ত মন নিয়ে প্রাথমিক প...
11/06/2025

নাটক: #ঘ্রাণ
পরিচালনা: মাশরিকুল আলম
অভিনয়: অপূর্ব, নীহা
#ঘ্রাণ দেখা শেষ করলাম এই মাত্র। ভারাক্রান্ত মন নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া লিখতে বসে দেখছি চোখের সামনে অপূর্ব/ আকাশের অশ্রুসজল দুটো চোখই বারে বারে ভেসে উঠছে। ইমোশনাল দৃশ্য গুলোতে অপূর্ব বরাবরই একদম তুলনাহীন। এই নাটকটিতে ও কাঁদিয়ে ছাড়লেন। মা আমাদের একটি আবেগের নাম। যার সাথে আমরা আজীবন মিশে থাকি। মা আমার সাথে থাকুন কিম্বা দূরে থাকুক মায়ের স্নেহে, মায়ায় আমরা আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকি আজীবন। আমাদের মনের মধ্যে সেই স্নেহ, ভালোবাসা লালন করি মৃত্যুর আগে পর্যন্ত। #ঘ্রাণ নাটকটি তে সেই মা কে নিয়েই নাটকের গল্প এগিয়েছে।

16/05/2025

আসিফ নজরুল

ভাই আসিফ নজরুল মালয়েশিয়া অসলো ঘুরলো ফিরলো একটা নিউজ দিল।
17-18 হাজার মানুষ গরুর মতো আবার মালয়েশিয়া ডুকাবে ,বাহ্ কি অস্থির নিউজ।
আর যারা অবৈধ মালয়েশিয়া প্রবাসী আছে তারা জঙ্গলে রাত কাটাবে বাহ্।
ভাই কত প্রবাসীর আশা ছিল আসিফ নজরুল মালয়েশিয়া আসছে হয়তো অবৈধ প্রবাসীদের কাগজ করার কোন সুযোগ করে দেয়ার বিষয় নিয়ে আলোচনা করবে।
হালায় আসলো একটা বা*ন চো*দের মতো নিউজ দিয়ে গেল গা।
মনটা চায় জুতা খুলে মোজা দিয়ে বাইরাই।

24/03/2025

کَیۡفَ تَکۡفُرُوۡنَ بِاللّٰہِ وَ کُنۡتُمۡ اَمۡوَاتًا فَاَحۡیَاکُمۡ ۚ ثُمَّ یُمِیۡتُکُمۡ ثُمَّ یُحۡیِیۡکُمۡ ثُمَّ اِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۲۸﴾
কাইফা তাকফুরূনা বিল্লা-হি ওয়া কুনতুম আমওয়া-তান ফাআহইয়া-কুম ছু ম্মা ইউমীতুকুম, ছু ম্মা ইউহঈকুম ছুম্মা ইলাইহি তুরজা‘ঊন।

কিরূপে তোমরা আল্লাহকে অবিশ্বাস করছ? অথচ তোমরা ছিলে প্রাণহীন? অতঃপর তিনিই তোমাদেরকে সঞ্জীবিত করেছেন, পুনরায় তিনি তোমাদেরকে নির্জীব করবেন এবং পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে। অবশেষে তোমাদেরকে তাঁরই দিকে প্রত্যাগমন করতে হবে।
"সুরা আল বাকারা "
(আয়াত "২৮)

31/08/2024
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার 🤐🤐
17/07/2024

চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার 🤐🤐

16/07/2024

পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি,

নাতির নামে পুতি খাবে, উপোশ থাকবে জাতি..‼️
বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি।
চাষার ছেলে চাষাই রবে,
কোটায় গড়া জাতি!
কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।
(আমি রাজাকার)

পোস্টটি ছড়িয়ে দিন আল্লাহর ওয়াস্তে!⚠️ প্রিয় বোন, আপনি কি জানেন বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে নিয়ে উ•গ্র হি'ন্দু'ত্ব'বা'দ...
29/03/2024

পোস্টটি ছড়িয়ে দিন আল্লাহর ওয়াস্তে!
⚠️ প্রিয় বোন, আপনি কি জানেন বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে নিয়ে উ•গ্র হি'ন্দু'ত্ব'বা'দী'রা কি কি নোং•ড়া ষ'ড়'য'ন্ত্র করছে❓
তারা কিন্তু দেখবে না আপনি ধার্মিক নাকি স্যা'কু'লা'র, কনজারভেটিভ নাকি আধুনিক, প্র্যাকটিসিং নাকি নন প্র্যাকটিসিং, পর্দা করেন নাকি করেন না। এসবের কিছুই তারা দেখছে না। আপনি মুসলিম মানেই আপনি তাদের টা'র্গে'ট!
ℹ️ উ•গ্র হি'ন্দু'ত্ব'বা'দী'রা যেভাবে আমাদের বোনদেরকে ফাঁ•দে ফে'ল'ছে:
#এক - সাইকোলজিক্যাল ও[য়া]র
👉🏽 আমি তোমার জন্য মুসলিম হতে চাই!
তারা কোনো মুসলিম বন্ধুর কাছে ইসলাম শিখতে চায় না। কোনো আলেমের কাছ থেকেও ইসলাম শিখতে চায় না। শুধু মুসলিম মেয়েদের কাছ থেকেই ইসলাম শিখতে চায়।
তারা ভা'র্জি'ন না হলে বি'য়ে করতে চায় না। ভা[র্জি'নি]টি চে'কে'র আ'ড়া'লে, বা ভালোবাসার প্র'মা'ণ পেতে বিয়ের আগে ই[ন্টি'মে]ট করতে চায়, এবং সেই ভি'ডি'ও গো[প]নে ধা[র]ণ করতে চায়। অতঃপর ব্ল্যা[ক'মে]ই'ল করে ভা'র'তে পা•চা•র করে নি[ষি]দ্ধ জা'য়'গা'য় বি•ক্রি করে দিতে চায়, নয়তো হি•ন্দু হবার জন্য চা•প দেয়।
#দুই - ফরগিভন্যাস ও[য়া]র
👉🏽 তাদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শা'রী'রি'ক স[ম্প]র্ক করলে:-
• পাপ মোচন হবে।
• সাত মন্দির বানানোর মতো পূণ্য হবে।
• বা[ব]রি মসজিদ ভা[ঙা]র মতো পূণ্য হবে।
#তিন - স্লিপিং পি•ল ও[য়া]র
👉🏽 মুসলিম না'রী'দে'র খাবারের সা'থে কৌ(শলে) স্লিপিং পি•ল মি'শি'য়ে ধ[র্ষ]ণ করে, সেটি গো[প]ন ক্যা[মে]রা'য় রে[ক]র্ড করে হি•ন্দু হবার জন্য ব্ল্যাক[মেইল] করা তাদের পুরনো কৌ(শল)। এক্ষেত্রে মুসলিম মে'য়ে'টি হি•ন্দু না হলে ভি[ডি]ও অ'ন'লা'ই'নে ছ[ড়ি]য়ে দেবার হু[ম]কি দেওয়া হয়।
#চার - ব্ল্যা'ক ম্যা[জি'ক] ও[য়া]র
👉🏽 ভা'র'ত ও বাংলাদেশের অসংখ্য মুসলিম মে'য়ে'রা যে হি•ন্দু হচ্ছে তার অন্যতম কারণ এই ব্ল্যা'ক ম্যা[জি'ক]। মুসলিম মে'য়ে'কে ব্ল্যা'ক ম্যা[জি'কে]র মাধ্যমে ধ[র্মা'ন্ত]রি'ত করা, পা•চা•র করা এবং পরে নি[ষি]দ্ধ জা'য়'গা'য় বি•ক্রি করে দেওয়ার অসংখ্য প্র'মা'ণ পেয়েছি আমরা।
#পাঁচ - মুসলিম প'রি'চ'য়ে স'ম্প'র্ক/বি'য়ে
👉🏽 যখন উপরে উল্লেখিত কোনো উপায়ই তারা কাজে লাগাতে পারে না, তখন নিজেকে তারা মুসলিম হি'সে'বে প'রি'চ'য় দিয়ে মুসলিম মে'য়ে'দে'র সাথে স'ম্প'র্ক/বি'য়ে করে। অতঃপর যেকোনো উপায়ে ই[ন্টি]মে'ট করে সেই ভি[ডি]ও তারা গো[প]ন ক্যা[মে'রা]য় ধারণ করে এ

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when Shawon React posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shawon React:

Share