The People’s Voice

  • Home
  • The People’s Voice

The People’s Voice প্রবাসী বাংলাদেশীর কথা বলে।
প্রবাসী নিউজ।
সাথে থাকুন, সঠিক জানুন।

Happy new year 2025
31/12/2024

Happy new year 2025

21/08/2024
21/08/2024

বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ নাজমুল হাসান পাপনের।

16/08/2024

বাংলাদেশের ছাত্র আন্দোলনে ৬৫০জন মারা গেছে: জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন।

আশা করি পুলিশ সব অতীত ভুলে নতুন করে শুরু করবে।
15/08/2024

আশা করি পুলিশ সব অতীত ভুলে নতুন করে শুরু করবে।

15/08/2024

পরিধি বাড়ছে অন্তর্বর্তী সরকারের, শুক্রবার শপথ আরও ৫ উপদেষ্টার।
১৫ আগস্ট ২০২৪

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। জানা গেছে শুক্রবার নতুন করে শপথ নেবেন আরও পাঁচ উপদেষ্টা।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

শপথ নিতে যাওয়া চারজনের নাম জানতে পেরেছে ঢাকা টাইমস। তারা হলেন-সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও খ্যাতনামা অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. জে. জাহাঙ্গীর আলম ও সাবেক সচিব ফাওজুল কবির খান।

বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকাল ৪টায় নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। কিন্তু কতজন উপদেষ্টা শপথ নেবেন, সেটা জানানো হয়নি।

গত ৮ আগস্ট রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন ওইদিন শপথ নেন।

দেশের বাইরে থাকায় ডা. বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক-ই-আজম সেদিন শপথ নিতে পারেননি। পরে গত রবিবার ডা. বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নেন। মঙ্গলবার শপথ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ফারুক-ই-আজম। নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধানসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন।

এদিকে ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। সেখান থেকে নতুন পাঁচ উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হবে।

tnpnews24.com14.08.2024পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীকে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টি...
13/08/2024

tnpnews24.com
14.08.2024

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীকে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পুলিশ সদর দফতরে ডেভেলপমেন্ট শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।

তওফিক মাহবুব চৌধুরী ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগ দেন।
১৫তম বিসিএস’র এ কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কসভো (২০০২), লাইবেরিয়া (২০০৬) ও ডারফুর, সুদান (২০১১) মিশনে ইউএন পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তওফিক।
২০০৭-০৯ সালে বরিশাল জেলা ও ২০১২ সালে রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি স্টাফ অফিসার-টু-আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি ডিবি-দক্ষিণ ও ডিসি ওয়ারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ডিসি হেডকোয়ার্টার্স এবং স্পেশাল ব্রাঞ্চের এসপি (প্রশাসন ও অর্থ) তে কর্মরত ছিলেন।

13/08/2024

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্মচারীরা বিমানবন্দরে যাত্রীদের, বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধা বা প্রবাসীদের সর্বদা ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করার দাবি জানিয়েছেন।
এই দাবিতে জোর দিতে আজ রোববার (১১ আগস্ট), বেবিচক কর্মচারী ফোরাম চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, এই ধরনের সম্মান প্রদর্শন যাত্রীদের প্রতি সদয় মনোভাব প্রকাশের পাশাপাশি বিমানবন্দরের পরিবেশকে আরও বান্ধবীপূর্ণ করে তুলবে।

স্মারকলিপিতে মোট ১২টি বিষয় উল্লেখ করা হয়েছে।

Probashir Helicopter
বিজ্ঞাপন
১. রেমিট্যান্স যোদ্ধাসহ সম্মানিত যাত্রী সাধারণকে বিমানবন্দরে কর্মরত প্রতিটি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী যাতে সর্বোচ্চ সম্মান প্রদর্শনপূর্বক ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে, এ লক্ষ্যে প্রয়োজনীয় আদেশ জারি করতে হবে।

২. বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ও সেবা কার্যক্রম অধিকতর মানবীয় করতে প্রয়োজনীয় সংস্কার করার নিমিত্তে বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে।

৩. বিগত ১৬ বছরে বেবিচকের যেসব চিহ্নিত কর্মকর্তা-কর্মচারী জোটবদ্ধভাবে কর্তৃপক্ষের স্বাভাবিক কাজে বাধাদানের জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে সিভিল এভিয়েশনের বিভিন্ন কর্মকর্তার নামে রাজনৈতিক ট্যাগ দিয়ে পত্র প্রেরণ ও তদবিরসহ কর্তৃপক্ষের কাজে অবৈধ প্রভাব বিস্তার করেছে তাদের অনতিবিলম্বে চাকরি থেকে অব্যাহতি দিয়ে সার্বিকভাবে কাজের সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। যাদের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, অনতিবিলম্বে তাদের পদোন্নতি প্রদান করতে হুবে এবং যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে। বর্তমানে চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকরণের আগেই বিগত পাঁচ বছরে যারা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও শুধু গোয়েন্দা রিপোর্টের কারণে চাকরি পায়নি সেসব হতভাগাদের তালিকা করে তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে।

৬. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নাম পূর্বে যা ছিল তা প্রতিস্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৭. সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিমানবন্দর’ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৮. বেবিচকের যোগ্য কর্মকর্তাদের কর্তৃপক্ষের ‘সদস্য’ পদে নিয়োগের বিধান চালু করতে হবে।

৯. নির্বাহী পরিচালক পর্যন্ত সিভিল এভিয়েশনের সব পদে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন নিশ্চিত করতে হবে।

১০. বিদেশ ভ্রমণের সরকারি আদেশ মন্ত্রণালয়ের পরিবর্তে এই কর্তৃপক্ষ কর্তৃক জারির নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১১. সিভিল এভিয়েশনের সব কার্যক্রম যাতে এই কর্তৃপক্ষের আইন অনুযায়ী পরিচালিত হয় এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১২. কর্তৃপক্ষের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ, আবাসন, আর্থিক ও জনবল কাঠামো সংক্রান্ত বিদ্যমান অসংগতি দূরীকরণে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসময় বেবিচক কর্মচারী ফোরামের স্মারকলিপিটি গ্রহণ করেন বেবিচক চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

08/08/2024

প্রেস রিলিজ
ঢাকা, ৮ আগস্ট ২০২৪ খ্রি.

বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ আইজিপির সাথে পুলিশ হেডকোয়ার্টার্সে তাঁর অফিস কক্ষে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪) বিকালে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। আইজিপি ধৈর্য ধরে তাদের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শুনেন এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে আলোচনাক্রমে তাদের উত্থাপিত প্রস্তাবসমূহ দ্রুততার সাথে বাস্তবায়ন করার লক্ষ্যে আইজিপির নির্দেশে নিম্নোক্ত পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যবৃন্দ :

- মোঃ নাজমুল ইসলাম, এআইজি (হেলথ, ওয়েলফেয়ার এন্ড পেনশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

- মোঃ সাইফুল ইসলাম সানতু, পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা

- মোঃ জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার, নৌ-পুলিশ

- সৌম্য শেখর পাল, এসি (ফোর্স), ডিএমপি, ঢাকা

- মোঃ জাহিদুল ইসলাম, ইন্সপেক্টর, সিআইডি

- মোঃ আসাদুজ্জামান জুয়েল, সার্জেন্ট, ডিএমপি

- মোঃ জহিরুল হক, এসআই, সিআইডি

- মোঃ বরকত উল্লাহ, কনস্টেবল, ডিএমপি

উক্ত কমিটি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের প্রস্তাবসমূহ স্বল্পতম সময়ের মধ্যে বাস্তবায়ন কল্পে সুপারিশ প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

- পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

05/08/2024

আজ কোন খবর নেই।
আজকের খবর একটাই
দেশ আবার স্বাধীন।।।

10/07/2024

Change will never come?

Address


Alerts

Be the first to know and let us send you an email when The People’s Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The People’s Voice:

  • Want your business to be the top-listed Media Company?

Share