20/08/2025
মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে শুনে বাংলাদেশের কোন এজেন্সিকে অগ্রিম টাকা বা পাসপোর্ট এই মুহূর্তে দিবেন না৷
মালয়েশিয়ার এবারের কলিং ভিসা সম্পূর্ণ ভিন্ন কোন ভুয়া কোম্পানি যাদের কাজ নাই সেইসব কোম্পানি কোনরকম ভিসার অনুমতি পাবে না এবং কোন কোম্পানি কলিং ভিসায় লোক এনে অন্য জায়গায় খাটাবে হাতে পাসপোর্ট দিয়ে দিবে, ফ্রি ভিসা এই সিস্টেমও থাকবে না।
মালয়েশিয়ার সবচেয়ে বেশি প্রতারণা হয় নির্মাণ সাইটের ভিসা নিয়ে। এজন্য এবারের কলিং এ নির্মাণ সাইটের ভিসার কোন অনুমতি নাই। শুধুমাত্র সরকারি পজেটে যারা লোক খাটাবে তাদের জন্য সীমিত সংখ্যক লোকের অনুমতি দিবে মালয়েশিয়া সরকার।
বর্তমান কলিং ভিসাতে শুধুমাত্র মালয়েশিয়ার যে কোম্পানিগুলোর লোক অতি জরুরি প্রয়োজন তারাই শুধু অনুমতি পাবে। তারা অনুমতি পাওয়ার পর মালয়েশিয়ার গভমেন্টের অনুমতি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার সরকারের থেকে অনুমতি নিতে হবে। এরপরে তাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশ সহ মালয়েশিয়ার সোর্স কান্ট্রি থেকে তাদের লোক আনতে পারবে বাংলাদেশের ১০০ এর বেশি বিভিন্ন এজেন্সি আছে যাদেরকে মালয়েশিয়া তালিকাভুক্ত করেছে তাদের মাধ্যমে প্রসেস করে আসতে পারবে।
সিন্ডিকেটের নিয়ন্ত্রণ এখানে অনেক কম থাকবে। অনুমতি এজেন্সি তারা নির্দিষ্ট কাজগুলো করবে যেমন মেডিকেল ম্যানপাওয়ার এবং কর্মীর বিমান টিকেট এই কাজগুলো করতে তারা যে টাকা নিবে সেটা এবং মালয়েশিয়ার মালিকের কত টাকা বা তার শ্রমিককে ফ্রি আনে কিনা সেটার উপরে মালয়েশিয়ার বর্তমান কলিং ভিসার রেট নির্ণয় হবে।
পরিশেষে বলতে পারি মালয়েশিয়া গভমেন্ট বর্তমানে যে সিস্টেম করেছে সে সিস্টেমে একজন শ্রমিক মালয়েশিয়া আসার পরে কাজ ছাড়া থাকবে না এবং এবারের কলিং স্বচ্ছ হবে এবং প্রতারণা অনেক কম হবে।
বর্তমান কলিং ভিসায় মালয়েশিয়াতে সর্বমোট ২ লক্ষ লোক আসতে পারবে এর ভেতরে সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী আসবে। বাংলাদেশী প্রবাসী আসলে আমরা তাদের সাধুরবাদ জানাই। মালয়েশিয়া বিভিন্ন জায়গায় কাজ আছে যদি ভাল কোম্পানি পড়ে। যার রিজিক যেখানে আছে সে সেখানে কাজ করবে এই জন্য কোন হিংসা নাই শুধু মালয়েশিয়াতে বাংলাদেশী শ্রমিক কাজ করে না পৃথিবীর বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ শ্রমিক মালয়েশিয়া কাজ করে।
মালয়েশিয়ার কোন কোন কোম্পানি কলিং ভিসার অনুমতি পাবে এবং কারা লোক আনতে পারবে কোথায় যোগাযোগ করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী আপডেটে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ।
লিখেছেন : জলিল আহমেদ, মালয়েশিয়া প্রবাসী