Chandpur BGD

Chandpur BGD আমি আজন্মই যাযাবর। নিজের ইচ্ছে গুলোকে তীক্ষ্ণ খুন করে ঝুলিয়ে রেখেছি অ - সুখের ঘরদোর।🇧🇩 🇲🇾
(1)

বিনম্র শ্রদ্ধা!বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান।বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্মরত ছিলেন পাকিস্তানের বিমান বাহিনীতে...
20/08/2025

বিনম্র শ্রদ্ধা!বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্মরত ছিলেন পাকিস্তানের বিমান বাহিনীতে। ১৯৭১ সালে জানুয়ারির শেষ সপ্তাহে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। ২৫শে মার্চ পাকিস্তানিদের অত্যাচার ,গনহত্যা নির্যাতন দেখে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলেন ৷ যুদ্ধ করতে আসা বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিতে থাকলেন ৷ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তুললেন একটি প্রতিরোধ বাহিনী ৷ কর্মস্থল পাকিস্তানে ফিরে গিয়ে যুদ্ধের জন্য বাংলাদেশের বিমান বাহিনী শক্ত করার জন্য তিনি একটি বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করতে থাকেন।

২০ আগষ্ট-১৯৭১,শুক্রবার। সকালে করাচির মৌরিপুর বিমান ঘাঁটিতে তারই এক ছাত্র রশীদ মিনহাজের কাছ থেকে একটি প্রশিক্ষণ বিমান ছিনতাই করেন। কিন্তু রশীদ এ ঘটনা কন্ট্রোল টাওয়ারে জানিয়ে দিলে অপর চারটি জঙ্গি বিমান মতিউরের বিমানকে ধাওয়া করে। এ সময় রশীদের সাথে মতিউরের ধ্বস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রশীদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন এবং বিমান উড্ডয়নের উচ্চতা কম থাকায় রশীদ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৩৫ মাইল দূরে থাট্টা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৩ মিনিট দূরত্বে ছিল। মতিউরের সাথে প্যারাসুট না থাকাতে তিনি নিহত হন। তাঁর মৃতদেহ ঘটনাস্থল হতে প্রায় আধ মাইল দূরে পাওয়া যায়। তাঁকে করাচির মাসরুর বেসের চতুর্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করা হয়।কবরে লিখে রাখা হয়, "জাতীয় গাদ্দার"।
আর রশিদকে দেওয়া হয় পাকিস্তানের সর্বোচ্চ সামরিক খেতাব 'নিশান-ই-হায়দার'।

অসাধারণ সাহস ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকার মতিউর রহমানকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। ২০০৬ সালে তাঁর দেহাবশেষ বাংলাদেশে এনে কবরস্থ করা হয়।স্বাধীন মাতৃভূমি নিজে দেখে যেতে না পারলেও বাংলাদেশ নামক দেশটি যাদের আত্মত্যাগের বিনিময়ে জন্ম লাভ করেছিল, তিনি ছিলেন সেই সব বীরদের অন্যতম।

আজ ২০ই আগস্ট। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী। আজকের এই দিনে তাকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Believe in hard work..
19/08/2025

Believe in hard work..

“ভেঙে পড়া মানেই শেষ নয়, নতুন করে দাঁড়ানোর শুরু”কখনো কি এমন হয়েছে—মনটা এতটা ভেঙে গেছে যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল? কোনো কি...
17/08/2025

“ভেঙে পড়া মানেই শেষ নয়, নতুন করে দাঁড়ানোর শুরু”

কখনো কি এমন হয়েছে—মনটা এতটা ভেঙে গেছে যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল? কোনো কিছুতেই আর আগ্রহ ছিল না। মনে হচ্ছিল, জীবন এখানেই থেমে যাবে?

হয়তো সবাই দূরে সরে গেছে, কেউ পাশে নেই। নিজেকেই নিজের সবচেয়ে বড় শত্রু মনে হচ্ছিল। আমি জানি, এই অনুভূতি ভয়ংকর। কিন্তু আমি এটাও জানি,

> ভেঙে পড়া মানে শেষ নয়। বরং সেটাই নতুন করে নিজের ভিতর থেকে উঠে দাঁড়ানোর সময়।

১: যখন সবকিছু হারিয়ে যায়, তখনই আসল আমি জেগে ওঠে
আমরা যতক্ষণ আরামদায়ক জীবন পাই, ততক্ষণ নিজের ক্ষমতা বুঝতে পারি না।

– চাকরি চলে গেলে বুঝি নতুন করে শুরু করা কতটা কঠিন

– সম্পর্ক ভেঙে গেলে বোঝা যায়, নিজেকে ভালোবাসা কতটা জরুরি

– স্বপ্ন ভেঙে গেলে বোঝা যায়, আমাদের ভিতরে লুকানো যুদ্ধ কতটা প্রবল

> ভাঙনই তৈরি করে নতুন পথ।

যতবার আপনি ভাঙবেন, ততবার ভেতর থেকে এক নতুন ‘আপনি’ জন্ম নেবে—আরও দৃঢ়, আরও শক্তিশালী।

২: দুনিয়া আপনাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু আপনি থামবেন না। মানুষ বলে—“তুই পারবি না।”

জীবন বলে—“এইখানে থেমে যা।”

ভয় বলে—“তোর ভেতরে শক্তি নেই।”

তখন আপনি নিজেকে বলবেন—

> “আমি ভেঙে পড়েছি, কিন্তু শেষ হয়ে যাইনি।

আমি আবার দাঁড়াব, কারণ আমি জানি,

আমার ভিতরে আগুন আছে।”

৩: আপনি যখন নিজেকে ভালোবাসতে শেখেন, তখনই বদল শুরু হয়। ভালোবাসা মানে শুধু অন্যকে ভালোবাসা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ—নিজেকে ভালোবাসা।

– আপনি নিজেকে ক্ষমা করুন

– নিজের ভুলগুলো থেকে শিখুন

– নিজেকে আর দোষ দেবেন না

– বলুন: “আমি যথেষ্ট।”

> আপনি নিজেকে ভালোবাসলেই দুনিয়া আপনাকে সম্মান করতে শিখবে।

⚡ অধ্যায় ৪: আপনি যা হারিয়েছেন, তার চেয়েও বড় কিছু আপনার জন্য অপেক্ষা করছে। জীবন কখনো কিছু কেড়ে নেয় না বিনা কারণে।

– হয়তো এখন আপনি শূন্য হাতে দাঁড়িয়ে

– হয়তো কিছুই নেই চারপাশে

– হয়তো সবাই চলে গেছে

কিন্তু বিশ্বাস করুন—ভবিষ্যৎ আপনার জন্য কিছু দুর্দান্ত তৈরি করে রেখেছে। শুধু একবার… আরেকবার… একটু সাহস করে সামনে এগিয়ে যান।

শেষ কথা হলো ভাঙা মনেও আলো জ্বলে। চোখের জলে গড়ে ওঠে সাহসের পাহাড়। আর একাকীত্ব থেকেই জন্ম হয় সত্যিকারের লড়াইয়ের মানুষের। আজ যদি আপনি ভেঙে পড়েন, তাহলে শুধু একটা কাজ করুন—নিজেকে প্রতিশ্রুতি দিন, “আমি এখানেই শেষ হব না।” কারণ আপনি সেই মানুষ, যে ভাঙনকে নিজের অস্ত্র বানিয়ে ইতিহাস লিখতে জানে।

09/08/2025

পুরুষ মানুষ সুন্দর হয় ব্যক্তিত্বে এরপর ক্যারিয়ার,স্কিল,অর্থ-বিত্তে।

02/08/2025

কথার আ'ঘা'তে ভে'ঙে পড়লে, আপনি কখন গড়বেন নিজেকে?

মানুষ আপনাকে কথায় আ'ঘা'ত করবে—এটাই স্বাভাবিক।
পরিবারে কেউ খোঁ'টা দেবে, বন্ধুরাও কথা শুনাবে।
এই সবের পরও ধৈর্য ধরতে হবে।

শুনে খারাপ লাগবে, ক'ষ্ট হবে—তবুও আপনাকে নিজেকে সামলে নিতে হবে। কারণ, যে যত বেশি ধৈর্য ধরে, সে তত বেশি শক্ত হয়।

জীবনের সবচেয়ে কঠিন সময়ে যদি নিজেকে শক্ত করতে না পারেন, তাহলে কবে পারবেন?

পরিস্থিতি ভালো হোক বা খা'রা'প—নিজেকে শক্ত রাখতে শিখুন।
ধৈর্য না থাকলে আপনি কোনো লড়াই জিততে পারবেন না।

চলার পথে কাঁটা থাকবেই। কিন্তু কাঁটা ছাড়া যদি রাস্তা পান, তাহলে সেটা আসলে কোনও "রাস্তা"ই না।

তাই যতই ক'ষ্ট হোক, ভে'ঙে না পড়ে নিজেকে গড়ুন।
কারণ ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি।

22/07/2025

কথার আঘাতে ভেঙে পড়লে, আপনি কখন গড়বেন নিজেকে?

মানুষ আপনাকে কথায় আঘাত করবে—এটাই স্বাভাবিক।
পরিবারে কেউ খোঁটা দেবে, বন্ধুরাও কথা শুনাবে।
এই সবের পরও ধৈর্য ধরতে হবে।

শুনে খারাপ লাগবে, কষ্ট হবে—তবুও আপনাকে নিজেকে সামলে নিতে হবে।
কারণ, যে যত বেশি ধৈর্য ধরে, সে তত বেশি শক্ত হয়।

জীবনের সবচেয়ে কঠিন সময়ে যদি নিজেকে শক্ত করতে না পারেন, তাহলে কবে পারবেন?

পরিস্থিতি ভালো হোক বা খারাপ—নিজেকে শক্ত রাখতে শিখুন।
ধৈর্য না থাকলে আপনি কোনো লড়াই জিততে পারবেন না।

চলার পথে কাঁটা থাকবেই।
কিন্তু কাঁটা ছাড়া যদি রাস্তা পান, তাহলে সেটা আসলে কোনও "রাস্তা"ই না।

তাই যতই কষ্ট হোক, ভেঙে না পড়ে নিজেকে গড়ুন।
কারণ ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি।

জীবনের দৌড় শেষ হয় নাজীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার ক...
19/07/2025

জীবনের দৌড় শেষ হয় না
জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন, এই দৌড়ের নিয়ম গুলো কখনোই সবার জন্য একরকম নয়।

আপনি হয়তো দেখবেন, কেউ সহজেই সব শিখে নেয়, পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই অসাধারণ ফলাফল করে। আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না।

আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে, যাদের জীবন কোনো বাধাবিহীন রাস্তায় চলতে থাকে। তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না, বাবা-মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায়। আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন, সেটার কোনো হিসাব নেই।

জীবনের এই খেলা কেউ একদিনেই জিতে যায়, আর কেউ বছরের পর বছর খেলে করেও বোর্ডে নাম লিখাতে পারে না। কেউ একটা স্টার্টআপ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আর কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায়।

কখনো এমন হবে, আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ, কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে। কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, হয়তো তার রেফারেন্স ছিল, হয়তো ভাগ্য তার পক্ষে ছিল। এসব ভেবে হয়তো আপনার নিজের ওপর রাগ হবে, জীবনকে অন্যায় মনে হবে।

কিন্তু বাস্তবতা হলো, এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন, তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না। এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন সেই গাড়িটা বদলে আরও দামি কিছু চায়। বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরও বড় কিছুর।

তাহলে উপায় কী?

উপায় হলো নিজের লেন ঠিক করা। এই দৌড় কারও জন্য নয়, আপনার নিজের জন্য। অন্যের জীবনের দিকে না তাকিয়ে, নিজের গতিতে এগিয়ে যাওয়া। জীবন সবসময় ফেয়ার হবে না, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন—সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন।

কারণ, সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানো দরকার নেই। দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া। ❤️

09/07/2025

🔥নিজের পারসোনালিটি নিজেকে ধরে রাখতে হবে তার জন্য,,,

দুইটা জিনিস মনে রাখবেন!!!!!

(১) স্ট্রং পারসোনালিটি

☞কোন ব্যক্তির কথায় থেমে যাওয়া জীবন না! কারন শক্ত পারসোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবেনা কারো কথায়!!

☞একবার ব্যর্থ হলে বসে যাওয়া লাইফ না। অপশন থাকলে দেখিয়ে দেয়াই লাইফ!!

☞ মানুষের কথায় কান্না করে নয়! চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন, যা দেখে মানুষের চোখে তাক লেগে যাবে!!!

(২) সেল্ফ রেস্পেক্টঃ

☞ কেউ আপনাকে একবার ignore করলে তাকে পাঁচবার ingore করবেন এটাই self respect। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে এক পিস!!

☞ কেউ আপনার পজিশন নিয়ে খোটা দিলে, আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দিবেন এটাই জীবন !!

☞ কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসো! এমন ভাবে দরজাটা আটকিয়ে দিয়ে, নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য দেখে আফসোস করে !!
ওখানেই স্বার্থকতা !!

কে কি বলল এই জিনিস থেকে বের হয়ে আসেন, মুখ বুঝে সহ্য করুন, আর মনে মনে শপথ করুন, যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্ট-বিদ্রুপ করছে, তাদের উচিত জবাব দিন, আপনার সফলতা কে কাজে লাগিয়ে, ইনশাআল্লাহ আপনি পারবেন!

ব্যর্থতা মানে পিছিয়ে পড়া নয়, বার বার ব্যর্থতার পরেও, যারা ধৈর্য ধরে লেগে থাকে, তারা সফল হবেই, ইনশাআল্লাহ।
15/06/2025

ব্যর্থতা মানে পিছিয়ে পড়া নয়,
বার বার ব্যর্থতার পরেও, যারা ধৈর্য
ধরে লেগে থাকে, তারা সফল হবেই,
ইনশাআল্লাহ।



জীবনে সময়ের
11/06/2025

জীবনে সময়ের

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে নাএই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।কেউ এসে আপনাকে টেনে তুলবে না,...
07/06/2025

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না
এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।
কেউ এসে আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান।
জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে, একদম একা।

১. কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না
আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন।
তবে আপনি জীবনে কতদূর যাবেন, কত বড় হবেন— সেটা একান্তই আপনার দায়িত্ব।
কেউই বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে।
আপনাকেই নিজের সুযোগ তৈরি করতে হবে।

২. পৃথিবী কঠিন, আপনি যদি দুর্বল থাকেন তো শেষ
জীবন কারও জন্য থেমে থাকবে না।
আপনি ব্যর্থ হলে, খুব বেশি মানুষ এক মিনিটও সময় দেবে না আপনার জন্য।
এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে — মানসিকভাবে, মানসিকতায়, সিদ্ধান্তে।

নাহলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে, একটুও দয়া করবে না।

৩. কষ্ট হবে, কিন্তু কেউ দেখবে না
হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন, একা লড়াই করছেন, কাঁদছেন —
কিন্তু কেউ তা দেখবে না।
মানুষ শুধু ফলাফল (result) দেখতে চায়,
আপনার পরিশ্রম (process) নয়।

তাই নীরবে লড়াই করুন, জেতার পর সবাই দেখবেই।

৪. বারবার ক্ষমা চাইলে পিছিয়ে পড়বেন
যদি আপনি সবসময় অজুহাত দেন—
যে, “সময় পাইনি”, “পরিস্থিতি খারাপ ছিল”, “ভাগ্য সহায় ছিল না”—
তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না।

Victim mindset মানে নিজেকে সবসময় দুর্ভাগা ভাবা — এটা আপনাকে কেবল পিছিয়ে দেবে, কিছুই দেবে না।

৫. আপনিই আপনার একমাত্র ভরসা
কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না: “উঠে দাঁড়াও!”
কেউ এসে আপনাকে অনুপ্রাণিত করবে না, যদি না আপনি নিজে চেষ্টার আগুন জ্বালান।

আজ আপনি যেখানে আছেন, ১০ বছর পরও সেখানেই থাকবেন — যদি আজই বদলানো শুরু না করেন।

শেষ কথা:
এখনো ভাবছেন, কেউ এসে আপনাকে বাঁচাবে?
না, কেউ আসবে না।
আপনাকেই নিজেকে বাঁচাতে হবে।
নিজের ভিতরের আগুন জ্বালান — কারণ একমাত্র আপনিই পারেন নিজেকে বদলাতে।

07/06/2025

হিংসু*ক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে। এতসব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে; কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটেনা, সে নিজের পায়ে ভর করেই দৌঁড়ায়।

আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে, কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার? পৃথিবীটা অনেক নিষ্টুর। এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে।

কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দিবেনা। অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবেনা। এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে, কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ, এভাবে ১০ ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারও কাছে তা গুরুত্ব নাও পেতে পারে!

পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে, কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না, বরং আল্টিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়। শচীন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে, তাতে কার কি আসে; বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চায়।

মেসির পায়ে কত মিনিট বল ছিলো, কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন, দর্শক এসব দেখতে চায় না। আল্টিমেটলি দিনশেষে দর্শক এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে।

বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিলো। এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন, তবে আপনি একটা গর্ত করতে পারবেন।

আরেকটু বেশি খনন করলে একটা পুকুর হবে। আরো বেশি খনন করলে বিশাল দিঘী হয়ে যাবে। আপনি যা খুশি করতে পারবেন। বিধাতা আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে; কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘী বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর।

সুতরাং সৎ থেকে চেষ্টা করুন, ধৈর্য ধরুন, সমালোচনা এড়িয়ে চলুন।

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur BGD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur BGD:

Share