মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী মালয়েশিয়া তে আপনাদের সমস্যা তুলে ধরার জন্য - https://www.facebook.com/groups/268740781752885

প্রবাসীদের নিয়ে একটি শব্দও উচ্চারণ হয়নি জুলাই ঘোষণাপত্রে!রেমিটেন্স বন্ধের এত যুদ্ধ কার জন্য করলাম? প্রবাসী হিসেবে সর্বো...
06/08/2025

প্রবাসীদের নিয়ে একটি শব্দও উচ্চারণ হয়নি জুলাই ঘোষণাপত্রে!

রেমিটেন্স বন্ধের এত যুদ্ধ কার জন্য করলাম? প্রবাসী হিসেবে সর্বোচ্চ চেষ্টা করেছি দেশের জন্য।

প্রবাসীদের জন্য সুখবর! কমবে হয়রানি।সোমবার সকালে রোম থেকে আসা বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি টার্মিনাল ৩-এ অবতরণ করে এই মাইলফলক...
05/08/2025

প্রবাসীদের জন্য সুখবর! কমবে হয়রানি।
সোমবার সকালে রোম থেকে আসা বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি টার্মিনাল ৩-এ অবতরণ করে এই মাইলফলক স্পর্শ করে।

ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, যার পাইলট ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং ফার্স্ট অফিসার হিসেবে ছিলেন তাহসিন। যাত্রী নামানোর পর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলমান পরীক্ষার অংশ হিসেবে জিডিজিএস, বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ-সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ও পানি সরবরাহব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়।

Dhaka Post

03/08/2025
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির কুয়...
02/08/2025

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির কুয়ানতান শহরে ইস্ট কোস্ট হাইওয়ের পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

কুয়ানতান জেলার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি টয়োটা অ্যাভাঞ্জা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতরা হলেন- গাড়িচালক সাব্বির হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। তারা সকলেই বাংলাদেশি নাগরিক।

এছাড়া গাড়িতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের কুয়ানতানের টেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে।

পুলিশ জানিয়েছে, নিহত চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। পাশাপাশি গাড়িটির রোড ট্যাক্স চলতি বছরের মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে। তদন্তে এসব বিষয় খতিয়ে হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে পুলিশ। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পোষ্ট: Md Simanta

02/08/2025

গতকাল মধ্য রাতে আমপাং এর পান্ডান ইন্ডাহতে ঝটিকা অপারেসি, এই অপারেসিতে বেশ কিছু বাংলাদেশী আটক হয়েছে।

বর্তমানে ৫০০ রিঙ্গিত এর বিনিময়ে দেশে যাওয়ার সুযোগ আছে, অবৈধভাবে থাকার চেয়ে দেশে চলে যাওয়া ভালো কি না বিবেচনা করুন।

পোষ্ট: Md Rana

৩১ মে, ২০২৪ তারিখের মধ্যে যারা মালয়েশিয়ায় আসতে পারেননি তাদের মধ্য হতে BOESL (Bangladesh Overseas Employment and Services...
01/08/2025

৩১ মে, ২০২৪ তারিখের মধ্যে যারা মালয়েশিয়ায় আসতে পারেননি তাদের মধ্য হতে BOESL (Bangladesh Overseas Employment and Services Limited) এর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্যে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অনুমোদন পাওয়া গেছে। মালয়েশিয়া সরকার কন্সট্রাকশান/ট্যুরিজম সেক্টরে উক্ত কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বর্ণিত সেক্টরে (কন্সট্রাকশান/ট্যুরিজম) উক্ত কর্মীদের আনয়নের লক্ষ্যে চাহিদাপত্র (Demand Letter) সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সকল তথ্যাদি FWCMS (Foreign Workers Centralized Management System) এর অনলাইন পোর্টালে দাখিল করে দাখিলকৃত সকল তথ্যাদির মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

সাবাহ সারাওয়াক কোন কলিং ভিসা চালু হয়নি।
01/08/2025

সাবাহ সারাওয়াক কোন কলিং ভিসা চালু হয়নি।

31/07/2025

আগের কলিং নিয়ে কোনো ধরনের তদন্ত করবেনা বাংলাদেশ, হয়তো নতুন কলিং শুরু হবে শীঘ্রই।

আবার বলছি, নতুন কলিং শুরু হবে।
শুরু হয়ে যায়নি, তাই আগেই লাফিয়ে পাসপোর্ট দিয়েন না দালালদের হাতে।

পোষ্ট: Md Rana

মালয়েশিয়া প্রবাসী বাবুল ভাই ইন্তেকাল করেছেনইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবুল ভাই জহুরবারু থাকতেন, তার দেশের...
31/07/2025

মালয়েশিয়া প্রবাসী বাবুল ভাই ইন্তেকাল করেছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাবুল ভাই জহুরবারু থাকতেন, তার দেশের বাড়ী টাঙ্গাইলে।

গতকাল রাতে ঘুমের মধ্যেই উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তায়া’লা এই প্রবাসী ভাইয়ের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

আপনাদের বলবো, অকারণে দেশের কোনো চিন্তাভাবনা বা পারিবারিক কোনো বিষয় নিজের মধ্যে রাখবেন না।
অতিরিক্ত চিন্তাভাবনার কারনেই ইদানীং সময়ে অনেক মালয়েশিয়া প্রবাসী স্ট্রোক ও হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করছেন।

পোষ্ট: Md Rana

বিগত কয়েক মাসে আটককৃত বাংলাদেশীদের কেসগুলো,জাল পাসপোর্ট সহ আটক হয়েছে, জ*ঙ্গি  সন্দেহে আটক হয়েছে, নেশাদ্রব্য নিয়ে আটক হয়ে...
31/07/2025

বিগত কয়েক মাসে আটককৃত বাংলাদেশীদের কেসগুলো,

জাল পাসপোর্ট সহ আটক হয়েছে, জ*ঙ্গি সন্দেহে আটক হয়েছে, নেশাদ্রব্য নিয়ে আটক হয়েছে, খুন করে আটক হয়েছে, ধর্ষণ করে আটক হয়েছে,গুমকরে আটক হয়েছে, সর্বশেষ হুন্ডি ব্যাবসায়ী আটক হয়েছে।

মালয়েশিয়ায় বিভিন্ন দেশের মানুষ আছে, কিন্তু বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ক্রাইম করতে গিয়ে আটক হয়।

নিয়মিত অপারেসিতে টার্গেট থাকে বাংলাদেশী নাগরিকরা, এয়ারপোর্ট থেকে সবচেয়ে বেশি ফেরত পাঠায় বাংলাদেশের নাগরিকদের। বাংলাদেশ থেকে ভিসার রেশিও কমছে।

আমাদের পূর্বে যারা ছিলো মালয়েশিয়া প্রবাসীরা, তারা মালয়েশিয়া বিনির্মানে কার্যকরী ভূমিকা রেখেছিলো।

তাদের অনেকেই এখানে বিয়ে করে সম্মানের সাথে জীবনযাপন করছে।

আর বিগত ৬/৮ বছরে নতুন করে মালয়েশিয়ায় আসা প্রবাসীরা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে গিয়ে সবার সম্মান নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত।

আমাদের সবার মাথায় একটা জিনিস সেট করা ম্যান্ডেটরি হয়ে গেছে, মালয়েশিয়া আমাদের দেশ না, আমরা এই দেশের নাগরিক নই।

আমরা অভিবাসী, আমাদের উচিত মালয়েশিয়ার আইনকানুন মেনে চলা, সব ধরনের ক্রাইম থেকে নিজেকে দূরে রাখা।

আমাদের পরবর্তীতে মালয়েশিয়ায় এসে যেনো আমাদের কর্মের জন্য আমাদের গালি না দেয় সেই রকম ভাবে এখানে বসবাস করা।

আল্লাহ তায়া’লা সবাইকে সঠিক জ্ঞান দেক, নাহলে শীঘ্রই মালয়েশিয়া বাংলাদেশীদের জন্য কঠিন থেকে কঠিনতম হয়ে যাবে।

পোষ্ট: Md Rana

29/07/2025

এই মূহুর্তে অপারেসি হচ্ছে মসজিদ ইন্ডিয়ায়।
যারা এখানে কেনাকাটা করতে গিয়েছেন, তারা নিজ নিজ বসকে অপারেসির কথা জানিয়ে রাখুন।
নিজ নিজ ডকুমেন্টস সাথেই রাখুন।

পোষ্ট: Md Rana

29/07/2025

এই মূহুর্তে মসজিদ জামেকের স্বর্নের মার্কেটের আশেপাশে অপারেসি হচ্ছে।

যে যে ওখানে আছেন তারা নিজ নিজ বসকে জানিয়ে রাখুন, নিজ নিজ ডকুমেন্টস সাথে রাখুন।

পোষ্ট: Md Rana

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী:

Share

Category