
29/06/2024
খাল খনন না করেই এক কোটি পঁচিশ লক্ষ টাকা বিল উত্তোলন।
মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ভান্ডারীকান্দি গ্রাম , যে গ্রামটি পাশের করকচরে গিয়ে শেষ হয়।
নদীর অপর পাশে কৃষি জমিতে কৃষকেরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে।
করুকচর খাল দেখিয়ে খনন প্রকল্প বাস্তবায়ন করেছে ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম চোকদার।
চারিদিকে ফসলি জমি অন্যদিকে আড়িয়াল খা নদ। প্রতারণা করে এটিকে খাল দেখিয়ে এক কোটি পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও কমিটির লোকজনের বিরুদ্ধে।
এখানে একটা বিষয় উল্লেখ্য করতে হয় যে, চেয়ারম্যান চালাকি করে ফসলি জমির উপর দিয়ে খাল তৈরির প্রকল্প বাস্তবায়ন করায় জমির মালিক অথচ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান।