শেষ সংগ্রাম

শেষ সংগ্রাম দুর্নীতি, স্বৈরাচার, সন্ত্রাস,ও স্বজন প্রীতির বিরুদ্ধে , গণতন্ত্রের পক্ষে সত্যের সাথে সংগ্রাম চলবেই।

শেষ সংগ্রাম is the most popular Bengali language TV channel in Bangladesh that offers unbiased & comprehensive news and entertainment programs.

শেষ সংগ্রাম offers a diverse mix of programs such as news bulletins, current affairs, talk shows, soap operas, educational, religious, politics related programs, drama, movie, reality shows and other entertainment programs.

শেষ সংগ্রাম delivers its new

s and entertainment programs across all platforms: TV, Internet and Mobile (including apps)

শেষ সংগ্রাম also broadcasts its programs in UK, USA, Canada, Some parts of Europe, Middle East, and beyond.


শেষ সংগ্রাম

Shesssngraam

Our Story

16 September 2018

(শেষ সংগ্রাম) (Shesssngraam) quickly won the heart of the people including sophisticated and fastidious readers due to its in-depth news, rich content, and presentation. It broke all the circulation and readership records of the newspaper and video views or video created services industry of Bangladesh. The (শেষ সংগ্রাম) (Shesssngraam) is Bangladesh’s most read and on of the largest selling Bangla newspaper and video The website. On the other hand, (শেষ সংগ্রাম) (Shesssngraam) E-paper, epaper.(শেষ সংগ্রাম) (Shesssngraam) allows the readers to experience the flavor of print edition newspaper and video in online.(শেষ সংগ্রাম)
(Shesssngraam) maintains as highest standard of journalism in Bangladesh with impartial and authentic news and video presentation. Instead of taking traditional role it always keeps reinventing itself to stay a step ahead than others. The source of (শেষ সংগ্রাম) (Shesssngraam's) inspiration is its readers; they are its final arbiters, its ultimate owner.(শেষ সংগ্রাম) (Shesssngraam) is duty bound to satisfy readers' thirsts for information and entertainment through in-depth news and video as well as with the portfolio of attractive and diversified supplements each and every day.

11/08/2025

টেকনাফে কি আইনশৃঙ্খলা বাহিনী নেই ? টেকনাফের সাধারণ মানুষ অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেতে চাই !ভিডিও সংগ্রহীত

11/08/2025

জয় বাংলা স্লোগান দিয়ে শিবচরে বিএনপির ওপর হা ম লা, আ হ ত ২০

আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী ইসলাম প্রচার করতেন। তাঁর ছেলে শামীম সাঈদী মিথ্যা প্রচার করেন। প্রোপাগান্ডা ছড়ান। একজন দায়িত্...
11/08/2025

আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী ইসলাম প্রচার করতেন। তাঁর ছেলে শামীম সাঈদী মিথ্যা প্রচার করেন। প্রোপাগান্ডা ছড়ান। একজন দায়িত্বশীল রাজনীতিক, বা একটি বিশেষায়িত রাজনৈতিক দলের নেতার কোনো কিছু শেয়ার করার আগে চিন্তা করা প্রয়োজন। তাঁর উপর যখন কেউ একজন বিখ্যাত ও প্রায় সর্বজন-শ্রদ্ধেয় মানুষের সন্তান হন। কিন্তু ফ্যাসিবাদের আমলে আওয়ামী লীগের সহানুভূতি চুষে বেঁচে থাকা শামীম সাঈদীর সেটা দরকার হয় না।
#প্রোপাগাণ্ডা #মিথ্যাচার #চরিত্রহনন #বিএনপি #জামায়াত

২০২০ সালে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে পিটিয়ে খুন করে এসআই আকবরের নেতৃত্বাধীন পুলিশ। অপরাধ ছিলো ১০ হাজার টা...
11/08/2025

২০২০ সালে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে পিটিয়ে খুন করে এসআই আকবরের নেতৃত্বাধীন পুলিশ। অপরাধ ছিলো ১০ হাজার টাকা চান্দা দিতে না পারা।

আসামির ছয়জনের চারজনই দেশ ছেড়ে পালিয়েছে। একজন আমেরিকা, একজন ফ্রান্স, দুইজন দুবাই।

বিচারকার্য কিছুটা এগিয়ে এসেছিল৷ তবে এ সময় আদালত এসআই আকবরকে ছয় মাসের জামিন দিয়ে দিয়েছে৷ অপর আসামিও জামিন পাবে।

সরকারকে ধন্যবাদ দুইজনকে জামিন দিয়ে দেশ থেকে পালানোর একটা সুযোগ দেয়ার জন্য।

ছবিতে রায়হানের পা৷ কি নির্যাতন করেছিলো চিন্তা করেন!

যাদের যাওয়ার কথা গিলোটিনের নিচে। তাদের হচ্ছে জামিন।

-শরিফ সাইদুর।

11/08/2025

আপনারা এখন দেখছেন ডিবি পুলিশের কু ,/ক / র্ম

চাঁদাবাজির অভিযোগে সিলেটে বিএনপির উপজেলা সভাপতিকে অব্যাহতি
11/08/2025

চাঁদাবাজির অভিযোগে সিলেটে বিএনপির উপজেলা সভাপতিকে অব্যাহতি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রামের রুনা লায়লা এবং চর শৌলমারী গ্রামের মেয়ে দীর্ঘদিন ...
11/08/2025

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রামের রুনা লায়লা এবং চর শৌলমারী গ্রামের মেয়ে দীর্ঘদিন ধরে স/ম/কা/মী সম্পর্কে জড়িত। এ সম্পর্ক থেকে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারা বর্তমানে ননদ-ভাবি সম্পর্কের।
গত ৯ আগস্ট শনিবার রাতে বিয়ের দাবিতে বি/ষ পানের হু/ম/কি দিয়ে অনশনে বসেন তারা।

11/08/2025

আওয়ামী লীগ থেকে শিক্ষা না নিলে বিএনপির যা হবে

11/08/2025

পাবনার রানা পার্কে হিজাবি না'রীদের অ'শা'লীন কার্যকলাপ।

11/08/2025

৩ হাজার পিস ইয়াবা কীভাবে ৪শ হলো? ডিবি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নঃ চট্টগ্রাম থেকে মাজেদুল ইসলামের প্রতিবেদন।

গত ২২শে জুলাই বিকেলে চট্টগ্রামের কদমতলী মোড়ের এই রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলেন পেশায় বাবুর্চি মোঃ জাকির হোসেন। এসময় ডিবি পুলিশের ৫১ নম্বর টিমের এস.আই. মোঃ মহসিন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। তবে মামলার এজাহারে এই স্থানের বদলে মতিয়ারপুলের এনাম এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে আটকের কথা বলা হয়েছে।

জাকিরকে তুলে নেওয়ার খবর পেয়ে তার বোন সাবিনা ছুটে যান মনছুরাবাদ ডিবি অফিসে। রাত ৮টা ২৬ মিনিটে গেটের সামনে তাদের সঙ্গে কথা বলেন এসআই মহসিন, কনস্টেবল গিয়াস উদ্দিন এবং আজাদ রহমান। । তাদের পক্ষ থেকে জাকিরের পরিবারকে জানানো হয়, ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে তবে ১ লক্ষ টাকা দিলে পরিমাণ কম দেখিয়ে মামলা হবে আর ২ লাখে মুক্তি পাবে জাকির।

এখানেই শেষ নয়। রাত ৯টা ৪৭ মিনিটে ডিবি হেফাজতে থাকা জাকিরের মোবাইল থেকে ঘুষের টাকার জন্য সরাসরি ফোন করা হয় সাবিনাকে।

পরদিন ২৩ জুলাই ডিবি অফিসে গেলে তখনো ঘুষ দাবি করেন পুলিশ সদস্যরা। তবে ঘুষ না দেয়ার পরও ৪শ পিচ ইয়াবা দিয়ে মামলা দেয়া হয় জাকিরকে।

এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশের দাবি করা ৩ হাজার পিস ইয়াবা কীভাবে এজাহারে ৪শ পিসে পরিণত হলো? আর পুলিশ যখন নিজেরাই বলছে ইয়াবার মূল হোতার নাম তাদের জানা আছে, তখন কেন তাকে মামলায় আসামি করা হলো না? তাহলে কি মূল হোতাকে আড়াল করে একজন নিরীহ মানুষকে ফাঁসানো হলো?

ডিবি পুলিশের জব্দ তালিকায় মতিয়ারপুলের দুই দোকানদার মহসিন হোসেন রাজু ও এনামুল হককে সাক্ষী করা হয়েছে। কিন্তু তাদের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

এজাহার ও জব্দ তালিকার সাথে সাক্ষীদের কথার কোন মিল নেই। ঘটনার সময় প্রধান সাক্ষী ছিলেন নামাজে আর দ্বিতীয় সাক্ষী বলছেন, জাকির হোসেনকে দেখেননি, তবে দুজন আসামিকে আটক করতে দেখেছেন। মাদক চোখে না দেখলেও পুলিশ এসে পরে জানিয়েছে ৫শ পিস উদ্ধার হয়েছে। অবাক করার বিষয় হলো মামলায় দেখানো ঘটনাস্থল থেকে জাকিরকে আটক করা হয়নি। সত্যতা নিশ্চিতে এই দুজন সাক্ষী ছাড়া আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই।

প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় দোকানদার জানিয়েছেন, ওইদিন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।তবে জাকিরের চেহারার সাথে তাদের মিল নেই।আর তারা কেউ মাদক উদ্ধার হতে দেখেননি।

জানতে চাইলে অভিযুক্ত কনস্টেবল আজাদ রহমান সকল অভিযোগ অস্বীকার করেন।

মামলার এজাহার দায়েরকারী এসআই জয়নাল আবেদিন বলেছেন, "মতিয়ারপুল থেকেই জাকিরকে ৪শ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।" কিন্তু এই অভিযান পরিচালনাকারী এসআই মহসিন উদ্দিন রুবেল, যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, তার বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে "কিছু মনে নেই" বলে ফোন কেটে দেন। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি।

ডবলমুরিং থানাধীন বৌ বাজার এলাকার ছোট্ট একটি ঘরে গার্মেন্টসকর্মী স্ত্রীকে নিয়ে বসবাস করতেন জাকির। টানাপোড়েনের সংসারে সন্তানরাও আর্থিকভাবে সহযোগিতা করেন তাদের। হঠাৎ তাদের সুখের সংসারে অন্ধকারের কালো ছায়া নেমে আসায় দিশেহারা সবাই।

জাকির হোসেনের বিরুদ্ধে ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা থাকলেও, স্থানীয়রা বলছেন, তিনি একজন বাবুর্চি হিসেবে পরিচিত এবং তাকে কখনো এ ধরনের কাজে যুক্ত থাকতে দেখেননি।

11/08/2025

কুমিল্লায় ফিল্মি স্টাইলে সাবেক ইউপি সদস্য খু/ ন! #শেষসংগ্রাম

11/08/2025

নোয়াখালীর হাতিয়া উপজেলার ঘটনা জমির বিরোধে ভাইয়ের উপরে ভাইয়ের হা/ ’ম/’লা |

Address

Dhaka Bangladesh
Kuala Lumpur
80000

Alerts

Be the first to know and let us send you an email when শেষ সংগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেষ সংগ্রাম:

Share