25/09/2025
খুলনায় আবাসিক হোটেলে অভিযান,,,
৫) আছিয়া খাতুন (২৫), পিতা-হায়দার মোল্লা, সাং-হড্ডা, থানা-পাইকগাছা, জেলা-খুলনা
৬) ফাতেমা (২০), পিতা-জাকারিয়া হাওলাদার, সাং-ফুলবাড়ি গেট, থানা-খানজাহান আলী, জেলা-খুলনা
৭) শ্রাবন্তী মন্ডল (২৬), পিতা-সুজিত মন্ডল, সাং-হাটবাড়ী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা
৮) আমেনা বেগম (৩০), পিতা-সরোয়ার মোল্লা, সাং-কাঁঠালতলা, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট
৯) পল্টু মোল্লা (২৮), পিতা-মৃত: গহুর মোল্লা, সাং-মল্লিকপুর মধুপুর, থানা-তেরখাদা, জেলা-খুলনা
১০) শীলা খাতুন (২২), পিতা-জয়নাল ব্যাপারী, সাং-দেয়ানা, থানা-দৌলতপুর, জেলা-খুলনা
১১) রনি শেখ (২০), পিতা-সালাম শেখ, সাং-বেলফুলিয়া, থানা-রুপসা, জেলা-খুলনা
১২) বাসনা রানী (২৫), পিতা-বিকাশ দাস, সাং-শ্রীধরপুর, থানা-অভয়নগর, জেলা-যশোর
১৩) শারমিন আক্তার (১৯), পিতা-শরিফুল গাজী, সাং-গল্লামারী, থানা-হরিণটানা, জেলা-খুলনা
১৪) জান্নাতুল ফেরদৌস (১৯), পিতা-কবীর মোহাম্মদ, সাং-পূর্ব বানিয়াখামার চৌধুরী গলি, থানা-খুলনা সদর, জেলা-খুলনা
১৫) আনারতী দাস (৩০), পিতা-চৈতন্য দাস, সাং-শোলমারী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা
১৬) মিম আক্তার রিয়া (১৯), পিতা-মোঃ রফিকুল বেগ, সাং-বয়রা, থানা-খালিশপুর, জেলা-খুলনা
১৭) আছমা বেগম (৩০), পিতা-আজিম শেখ, সাং-কুমারখালী, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া
১৮) শিখা বেগম (২৩), পিতা-জামাল হোসেন, সাং-মুড়ুলীর মোড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর
১৯) জান্নাতুল (২৪), পিতা-শহীদ খান, সাং-তারাপুর, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল
২০) রুবিনা খাতুন (২৭), পিতা-মোঃ জামাল হোসেন, সাং-মুড়ুলীর মোড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর
খুলনা সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।