SAYEM

SAYEM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SAYEM, Digital creator, Jalan Pudu, Kuala Lumpur.

আর যদি আল্লাহ তোমাকে কোন দুর্দশা দ্বারা স্পর্শ করেন, তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই। আর যদি কোন কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনিই তো সব কিছুর উপর ক্ষমতাবান।

সূরা: আনআম, আয়াত:১৭

একমাত্র দেশ, যে দেশে লিগ্যাল ভিসা নিয়েও আপনি ঈদের আনন্দে একটু ঘুরাঘুরি করতে পারবেন না।  এই ঈদে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ...
29/03/2025

একমাত্র দেশ, যে দেশে লিগ্যাল ভিসা নিয়েও আপনি ঈদের আনন্দে একটু ঘুরাঘুরি করতে পারবেন না। এই ঈদে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ থেকে ৫ টি হটস্পট নির্ধারণ করেছে, সেগুলো হচ্ছে, KLCC, MASJID INDIA,KOTA RAYA, JALAN SILANG এবং BUKIT BINTANG।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
প্রবাসী ভাইয়েরা যে যেখানে আছেন আপনার ঈদ ভালো কাটুক।

মেঘের অই দেশে কি হারাও আনমনে? বৃষ্টির অই ছোঁয়াতে কি আমায় খোঁজ এখনও! কক্সবাজার ২০২২ 💟
20/01/2025

মেঘের অই দেশে কি হারাও আনমনে?
বৃষ্টির অই ছোঁয়াতে কি আমায় খোঁজ এখনও!

কক্সবাজার ২০২২ 💟

Butterwort, Penang 💗প্রথম দর্শনে মনে হয়েছিলো ইউরোপ এর কোনো এক সিমান্তে দাঁড়িয়ে আছি।
16/01/2025

Butterwort, Penang 💗
প্রথম দর্শনে মনে হয়েছিলো ইউরোপ এর কোনো এক সিমান্তে দাঁড়িয়ে আছি।

লিস্ট ছাড়া বাজার করতে গেলে মাঝে মাঝে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে ভাবতে হয় 🤔
15/01/2025

লিস্ট ছাড়া বাজার করতে গেলে মাঝে মাঝে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে ভাবতে হয় 🤔

TRX এর Apple Store এ একদিন 💗
15/01/2025

TRX এর Apple Store এ একদিন 💗

ছোট ছোট স্বপ্ন নিয়ে প্রথম প্রবাসে পা রাখা। ঋণ শোধ হলে, বাড়িতে ছোট্ট একটা ঘর। রমনির মনের কোণে জমে থাকা কিছু শখ পুরন। তারপ...
15/01/2025

ছোট ছোট স্বপ্ন নিয়ে প্রথম প্রবাসে পা রাখা। ঋণ শোধ হলে, বাড়িতে ছোট্ট একটা ঘর। রমনির মনের কোণে জমে থাকা কিছু শখ পুরন। তারপর হাতে কিছু টাকা জমলে, বিদেশ ছেড়ে, একটা ছোটখাট ব্যবসা ধরে দেশে স্যাটেল হওয়া।প্রবাস জীবনটা আসলে কি এত সহজ হয়, এত সীমিত হয়? হয় না।
প্রবাসের বয়স যত বাড়তে থাকে, প্রবাসীদের স্বপ্নও ততো বড় হতে থাকে।
ঘরের রমনির মনে থাকা ছোট ছোট শখ গুলোও একটা সময়, বড়সড় চাহিদায় পরিণত হয়।
বাড়ি হয়, গাড়ি হয়, কিন্তু স্বপ্ন আর শেষ হয় না, চাহিদা শেষ হয় না। আর তাই প্রবাস জীবনও শেষ হয় না।

একটা সময় প্রবাসে থাকা মানুষটি, টাকার পিছনে ছুটতে ছুটতে হাপিয়ে উঠে। তার মন আর একটি মুহুর্তের জন্যেও প্রবাসে থাকতে চায়না। কিন্তু ঐযে চাহিদা, পরিবারের চাহিদা, নিজের চাহিদা, নেশা, টাকার নেশা, বাড়ি গাড়ির নেশা, জমিজমার নেশা। এতশত নেশার বেড়াজালে আটকে, তার আর হয় না দেশে ফেরা।
চুলে পাক ধরে, চামড়ায় ভাজ পরে, দাঁত নড়বড় করে, তবু প্রবাসকে বিদায় জানানো হয়না। হাতে গুণা কিছু মানুষ, সঠিক সময়ে দেশে ফিরতে পারলেও, বড় একটা অংশ জীবন যৌবন সব প্রবাসে বিসর্জন দিয়ে দেশে ফেরে, তখন ফেরা আর না ফেরা একই কথা। আর মাঝারী একটা অংশ দেশে ফিরে, বিমানের মাল ঘরে, কফিন বন্ধী হয়ে।

এইতো প্রবাসী.🇲🇾

আপনি কেনো বাংলাদেশ ছাড়বেন?এই প্রশ্নটা না করে আসলে করা উচিত কেনো বাংলাদেশে থাকবেন! আপনি যদি মনে করেন বাংলাদেশে বসে নিজের ...
09/10/2024

আপনি কেনো বাংলাদেশ ছাড়বেন?

এই প্রশ্নটা না করে আসলে করা উচিত কেনো বাংলাদেশে থাকবেন! আপনি যদি মনে করেন বাংলাদেশে বসে নিজের ক্যারিয়ার নিশ্চিতভাবেই গ্রো করতে পারবেন,তাহলে ভুলের সাগরে অবশ্যই পড়ে আছেন। এই পোস্ট তাদের জন্য নয়, যাদের স্বপ্ন বড় নয়।

১/ বাংলাদেশ ছাড়ার দিনটি থেকে আপনি বদলে যাবেন। আপনি ওই আগের অকর্মা থাকবেন না। আর আগে থেকেই এক্টিভ থাকলে আরোও বেশি প্রোডাক্টিভ হতে পারবেন

২/ ডিসিপ্লিন: এটি এমন একটি জিনিস,যার জন্য একটা মানুষের জীবন সহজেই বদলে যায়। সময়মতো ঘুম,কাজ এবং খাওয়া এই তিনটার সমন্বয় চলে আসে। তখন কাজ করার পরেও মনে হয় যে আরোও কিছু করতে পারলে ভালোলাগতো।

৩/ কাজের প্রতি রেসপেক্ট: বাংলাদেশে যে কাজকে ছোটো করে দেখে আসছেন,ওইটা প্রবাসে স্কিলজবে পড়ে সবচেয়ে বেশি বেতনের চাকরি! তখন আপনি নিজের মাথায় বাড়ি মারবেন কেনো মোবাইল ম্যাকানিক,নাপিত বা বাবুর্চি হলাম না!

৪/ মেন্টালিটির পরিবর্তন: সবচেয়ে দরকারি জিনিস। আমাদের বাংলাদেশিরদের মেন্টালিটি অনেক ছোটো। তুচ্ছ জিনিস নিয়ে আমরা ন্যাশনাল ইস্যু করতেও উস্তাদ। এই দেখুন নামাজে হাত বাঁধা, খুতবা নিয়ে আমরা একজন মুসলিমকে এমনভাবে ওর পিছনে লাগি, একটা কাফিরও মুসলমানকে এতো ঘৃণা করে না। এগুলো থেকে সহজে বেরিয়ে এসে প্রস্বস্ত চিন্তাভাবনার মানুষ হবেন।

৫/ আত্মউন্নোয়ন: যেমন নিজের রান্না,নিজের বাজার খরচ,নিজের সবকিছুর জন্য নিজেই যথেষ্ট। এমনকি অসুস্থ হয়ে হাসপাতাল গেলেও নিজেকে নিজে টানতে পারবেন।

৬/ পরিবার এবং সমাজ পরিবর্তন করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবেন কয়েকবছর পর।
©

তারপর বিদায় নিয়ে হাঁটতে, হাঁটতে গান ধরেছি - তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো। তার জীবনে ঝড়।তোমার কথার শব্দদূষ...
02/10/2024

তারপর বিদায় নিয়ে হাঁটতে, হাঁটতে গান ধরেছি - তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো। তার জীবনে ঝড়।

তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুন জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর!!
©

"আমার অবাক লাগে সেই মানুষগুলোর প্রতি, যারা অন্যের মন জয় করার জন্য এটা-সেটা করে অথচ তারা ভুলে যায় মানুষের অন্তর আল্লাহর ন...
26/09/2024

"আমার অবাক লাগে সেই মানুষগুলোর প্রতি, যারা অন্যের মন জয় করার জন্য এটা-সেটা করে অথচ তারা ভুলে যায় মানুষের অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে।"

- ইবনুল জাওযী রহিমাহুল্লাহ

05/08/2024

এলাকার পিও বড় ভাই আছে না গেছে? 🤣

05/08/2024

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
🤲🇧🇩😭

ইনশাআল্লাহ!
03/08/2024

ইনশাআল্লাহ!

শুভ সকাল মালয়েশিয়া 💟
17/07/2024

শুভ সকাল মালয়েশিয়া 💟

Address

Jalan Pudu
Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when SAYEM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAYEM:

Share