15/01/2025
ছোট ছোট স্বপ্ন নিয়ে প্রথম প্রবাসে পা রাখা। ঋণ শোধ হলে, বাড়িতে ছোট্ট একটা ঘর। রমনির মনের কোণে জমে থাকা কিছু শখ পুরন। তারপর হাতে কিছু টাকা জমলে, বিদেশ ছেড়ে, একটা ছোটখাট ব্যবসা ধরে দেশে স্যাটেল হওয়া।প্রবাস জীবনটা আসলে কি এত সহজ হয়, এত সীমিত হয়? হয় না।
প্রবাসের বয়স যত বাড়তে থাকে, প্রবাসীদের স্বপ্নও ততো বড় হতে থাকে।
ঘরের রমনির মনে থাকা ছোট ছোট শখ গুলোও একটা সময়, বড়সড় চাহিদায় পরিণত হয়।
বাড়ি হয়, গাড়ি হয়, কিন্তু স্বপ্ন আর শেষ হয় না, চাহিদা শেষ হয় না। আর তাই প্রবাস জীবনও শেষ হয় না।
একটা সময় প্রবাসে থাকা মানুষটি, টাকার পিছনে ছুটতে ছুটতে হাপিয়ে উঠে। তার মন আর একটি মুহুর্তের জন্যেও প্রবাসে থাকতে চায়না। কিন্তু ঐযে চাহিদা, পরিবারের চাহিদা, নিজের চাহিদা, নেশা, টাকার নেশা, বাড়ি গাড়ির নেশা, জমিজমার নেশা। এতশত নেশার বেড়াজালে আটকে, তার আর হয় না দেশে ফেরা।
চুলে পাক ধরে, চামড়ায় ভাজ পরে, দাঁত নড়বড় করে, তবু প্রবাসকে বিদায় জানানো হয়না। হাতে গুণা কিছু মানুষ, সঠিক সময়ে দেশে ফিরতে পারলেও, বড় একটা অংশ জীবন যৌবন সব প্রবাসে বিসর্জন দিয়ে দেশে ফেরে, তখন ফেরা আর না ফেরা একই কথা। আর মাঝারী একটা অংশ দেশে ফিরে, বিমানের মাল ঘরে, কফিন বন্ধী হয়ে।
এইতো প্রবাসী.🇲🇾