Moments With Mihir

Moments With Mihir Bangali Traveler

31/03/2025

আমি হয়তো একদিন অমনি করেই হারিয়ে যাবো।যেভাবে হারিয়ে যায়, সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা শীত পাখিদের ঝাঁক।
হয়ত ওভাবেই ঝড়ে পড়বো,
যেভাবে ঝড়ে পড়ে,ক্ষেতের আলের ধার ঘেঁষে বেড়ে উঠা ঘাসের ডগায় জমে থাকা একটুকরো শিশির।একদিন হয়তো ভেসেই যাবো,
যেভাবে ভেসে যায় আড়িয়াল খা'র উদাস মাঝির বৈঠা হারা নাও।
হয়তো একদিন উড়েই যাবো,যেভাবে উড়ে চলে ধানসিঁড়ি দের বুকের মাঝে একঝাঁক নীড় হারা বাবুই।

আমি হয়তো হারিয়ে যাবো/মিহির বিশ্বাস ১৭-০৬-২০১৫

31/03/2025

তুই কি আমার অসুখ হবি?
ঘুমের ঘোরে জ্বরের প্রলাপ বকবো যখন।
গভীর রাতে অভিমানের কান্না হবি?
মাথার নিচে তুলোর বালিশ ভিজবে যখন।
গায়ে দেওয়া নীল জামাটার সুতো হবি?
রোজ সকালে হাটতে গেলে পরবো যখন।
তুই কি তবে গল্প হবি?
বিষণ্ণতার ঘোরে আমি অবুঝ হয়ে লিখবো যখন।
তুই কি আমার আকাশ হবি?
গভীর রাতে একলা আমি উদাস হয়ে দেখবো যখন।
তুই কি আমার একার হবি?
নিঃস্ব আমি হাত বাড়িয়ে চাইবো যখন।

১১/১০/২০১৮

31/03/2025

আমি তখন একলা ছিলেম ঠিকই
পথ হারানো ফিনিক্স পাখির মতো,
অনেক দূরের পথ পেরুতেই দেখি
জমাট বাধে বিষম রকম ক্ষত।

ফিরবো বলে এখন যখন ভাবি
দূরত্বটাই দাঁড়ায় এসে আগে,
সময় এখন থমকে গিয়ে কেবল
স্মৃতির ভেতর হাতছানিতে ডাকে।

এখন শুধু যে যার মতোন বাচি
যে যার পথে ফিরছি নতুন করে,
শূন্যতাটাই রইলো কেবল শুধু
বুকের ভেতর একলা কোনো ঘরে।

একলা/মিহির বিশ্বাস
১৭/০৬/২০২৪

31/03/2025

কখনো কখনো, ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির নাম ধাম সব ভুলে যেতে হয়।ভুলে যেতে হয় সমস্ত মুহূর্তের গভীরতা। অথচ সে নদীটি একসময় তোমার কাছে বুনো বাতাস এনে দিতো।ওপারে তোমার চোখ জোড়াকে ডেকে এনে শুক্লা দ্বাদশীর চাঁদ দেখাতো।তোমায় গাংচিলের সন্ধ্যায় মাতিয়ে রাখতো। কিন্তু একদিন কোনো এক কারনে,বেপোরোয়া সব অভিমান বুকের কোনে পাথর হয়ে,তোমায় সব ভুলিয়ে দিবে।বুকের বা পাশটায় কেমন চিনচিনে ব্যাথা ধরিয়ে দিবে। তোমার অতীতের কিছুই আর ভালো লাগবেনা।কিছুই না।
শুনো,মাঝেমধ্যে এসব অভিমান গুলোকে আগলে রেখো।কারণ অভিমান মানুষ কে শক্ত বানায়।আর পৃথিবীতে টিকে থাকতে হলে শক্ত থাকাটা জরুরী। খুব জরুরী।

তোমার তীব্র কষ্টের দিন গুলোতে কেউ কেউ প্রতিশ্রুতি দিয়ে কাছে থাকে কিম্বা থাকার অভিনয় করে। কিন্তু বিশ্বাস করো,ওরা কাছে থাকে ঠিকি কিন্তু কেউ পাশে থাকেনা।কারন কাছে থাকা যতটা সহজ,পাশে থাকা ঠিক ততটা কঠিন। কাছে থাকা আর পাশে থাকার মধ্যে বিস্তর ফারাক আছে, বুঝলে?

এক জীবনে অমন কষ্ট আর অভিমানের উপস্থিতি খুবই প্রয়োজন।অভিমান আর কষ্টকে যেদিন হতে শক্তিতে পরিণত করতে শিখবে,সেদিন হতে তোমায় আর কেউ হারাতে পারবেনা।তুমি জিতবেই।
জীবনে জিততে চাইলে অনেক কারন লাগে,কিন্তু হারার জন্য মাত্র একটি কারনই যথেষ্ট। মনে থাকবে?

31/03/2025

কতটা দূরে হারিয়ে যাচ্ছি টের পাচ্ছো?
কিভাবে বিলুপ্ত হচ্ছে প্রেম!
তখন যতখানি কাছে ছিলে আজ যেন ঠিক ততখানি দূরে...
ভালোবাসা কি তবে শীতের শিশির?
নাহলে অমনি টুপ করে ঝরে যায় কেন?
গত বসন্তের সঙ্গমের মুহূর্ত গুলো যতটা সুখ দিয়েছিলো আজ যেন তার চেয়েও বেশি অসুখ দিচ্ছে,
প্রেম তো ঠুনকো বাতাসা নয় যে যাকে তাকে বিলোনো যায়।
যদি তাই ভাবো,তবে অমন করে প্রেমে পড়িয়ে দাও কেন?
মুঠো ভরে তো আমার পুরো আকাশটাই নিয়ে গেলে,
সময়ের সাঁকো থামিয়ে একবারো কি ভেবেছো?
পেছন ফিরে কি তাকিয়েছো?
তোমার না থাকা জুড়ে কতটা শ্বাসকষ্ট হয় এই বুকে।

বিলুপ্তি / মিহির বিশ্বাস
২/১২/২০১৭

31/03/2025

শরতের দুপুর।বাইরে প্রচণ্ড রোদ।আমি আর অবনী নদীর পাড়ে বসে পাঁচ টাকা দামের রঙ চা খাচ্ছি।শরতের মেঘ গুলো কেমন তুলোর মতো ভেসে যাচ্ছে।
চা খেতে খেতে অবনীকে বললাম,আচ্ছা অবনী তুমি আমার কাছে কখনো কিছু চাইলেনা কেন বলোতো?এবারের জন্মদিনেও তো কিছু দিতে পারলাম না তোমাকে। তোমার কি রাগ হয়না আমার উপর? একটুও মন খারাপ হয়না?

অবনী চোখ ভর্তি মন খারাপ নিয়ে আমায় বলে- আমাকে এক মুঠো আকাশের নীল এনে দিতে পারবে?
আমি বিরক্ত হয়ে অবনী কে বললাম-ন্যাকামো করোনা তো।পৃথিবী তে এতো কিছু থাকতে তুমি শুধু আকাশের নীল চাইছো কেন?

অবনী খানিকক্ষণ চুপ করে থাকে।কিছুই বললোনা।এখানে আসার পর থেকেই ওর মন খারাপ।

অবনীর বুকের ভেতর এই হাহাকার টুকু আমি বুঝি। শুভ্রর সাথে ব্রেকাপের পর অবনী খুবি ভেংগে পড়েছিলো। দীর্ঘ তিন বছরের প্রেম তো। আমি অবনীর দ্বিতীয় প্রেমিক। আর অবনী আমার তৃতীয়। আমরা পুরাতন প্রেম নিয়ে কারো কাছে কিছুই লুকোইনি। অতীতের সবকিছু আমাদের কাছে পরিষ্কার। স্বচ্ছ জলের মতো।

কেন জানিনা,আজকাল এই বিষণ্ণ অবনীটাকে আমার আর ভালো লাগছেনা। আমি এখন যে অবনীকে দেখি সে আগের অবনী নয়। গত ক'মাস আগেও তাকে দেখেছিলাম উচ্ছল,প্রাণবন্ত আর স্বাধীনচেতা একটা মেয়ে।সেই অবনী হঠাৎ করে কেমন চুপসে গেলো!এমন তো হবার কথা নয়।
আমি হুট করে অবনী কে বললাম,তুমি বোধহয় অন্য কারো প্রেমে পড়েছো? তাইতো?
অবনী রেগে গিয়ে বলে- পড়লে কি?কি হবে প্রেমে পড়লে?ছেড়ে চলে যাবে?যাও....আটকে তো রাখিনি। যেদিকে খুশি,যার কাছে খুশি চলে যেতে পারো।
অবনী রাগে কাঁপছে।
দুজনে এবার চুপ করে রইলাম।কোনো কথা নেই।কেউ কারোর দিকে তাকাচ্ছিনা।সময়ের কাধে চেপে খোলা আকাশের বুকে ভেসে যাচ্ছে আমাদের রৌদ্দুর...

অবনীর চোখের কোনে যে জল জমছে তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।আমার ক্ষমা চাওয়া দরকার। এভাবে বলাটা বোধহয় উচিত হয়নি।আমার হাতটা ওর হাতে রাখতেই হাত সরিয়ে আমার দিকে তাকিয়ে বললো-
আচ্ছা,তুমি কি আমার উপর নির্ভরশীল হয়ে পড়েছো?
দেখো,ভালোবেসে নির্ভর করেছো ঠিক আছে,কিন্তু নির্ভরশীল হয়ে পড়বেনা একদম। এখন এই আমার মধ্যে তুমি যে পৃথিবীটা দেখছো,আমি চলে যাওয়ার পর এমন এক নতুন পৃথিবী খুঁজে নিও।অন্তত আমি যেন বুঝি যে তুমি আমাকে ছাড়াও ভালো থাকতে পারো।একটাই তো জীবন,তাইনা?পারলে তার যত্ন করো। নিজের মতো বাঁচো।

-তোমাকে ছাড়া কোন পৃথিবী ভাববো আমি?কি বলছো এসব?

-"যে পৃথিবীতে আমার অস্তিত্ব নেই,যেখানে অবনী বলে কেউ নেই সেই পৃথিবীর কথা ভেবো" এইটুকু বলেই চোখের জল মুছে ফেললো অবনী।

ওর চোখেমুখে তখনো রাজ্যের বিষণ্ণতা। শ্যাওলা পড়া ওই বিষণ্ণ চোখে তাকিয়ে বলি-আমিতো অমন তুমিহীন কোনো পৃথিবী চাইনি অবনী। আমি তো তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম।

অবনী আমার দিকে তাকিয়ে বলে,পৃথিবী তে কিছু বিষয় আছে যা না চাইলেও ছেড়ে দিতে হয়। ভালো থাকার জন্য,ভালো রাখার জন্য।আমাদের কাছে ভালো থাকাটা ভীষন জরুরী। ভালোবাসার মতন।জানো!জীবনে ভালোবাসার অনেক সমীকরণ থাকে, কিন্তু ছেড়ে যাওয়ার কোনো সমীকরণ থাকেনা।

আমি আর কোনো প্রশ্ন করিনি।করলেও যে উত্তর পেতাম হয়তো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না।এরপর দুপুর গড়িয়ে বিকেল এলো,বিকেল গড়িয়ে সন্ধ্যা।সময় খুব দ্রুত ফুরোচ্ছে আমাদের।আমাদের এবার ফেরার পালা। যে যার পথে। অবনী কে রিক্সায় তুলে দিয়ে আমি দাঁড়িয়ে থাকি রাস্তার এক চোরাগলির কোণায়।যেখানে ল্যাম্পপোস্টের আলো পৌঁছোয় না। ভাবছি,আজকের পর অবনী কেমন থাকবে?কার সাথে থাকবে?হয়তো অন্য কারোর প্রেমে পড়বে।শুভ্র তো আবার ফিরেও আসতে পারে।তার সাথে বোধহয় দারুণ একটা সংসার পাতবে।পাতলে পাতুক।ও যেভাবে খুশী থাকতে চায় সেভাবেই থাকুক।সে যদি কাউকে বিয়ে করতে চায় করুক।আমার এই বিচ্ছেদ টা না হয় ওর বিয়ের উপহার হিসেবে রইলো।

কিন্তু এই বিয়ে নামক বিষয়টা কি সত্যিই কাউকে আপন করতে পারে?অথবা বিচ্ছেদগুলো কি সত্যিই কাউকে পর করে দেয়???আজো জানা হলোনা।

বিচ্ছেদ/মিহির বিশ্বাস
১১/০৯/২০১৮

10/03/2024

Fire show at pankor island 💥💢

29/02/2024

Nature❣️

27/02/2024

Cameroon Highland, Malaysia

Address

Bukit Bintang
Kuala Lumpur
55100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moments With Mihir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category