12/07/2025
🕌 গল্প: “বাবার শেষ উপহার”
ছোট ছেলেটি মসজিদের সামনে দাঁড়িয়ে কাঁদছিল। তার হাতে বাবার ছেঁড়া পাঞ্জাবি, মুখে কান্নার রেখা।
এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন,
—“কাঁদছো কেন, বাচ্চা?”
ছেলেটি কাঁদতে কাঁদতে বলল,
—“আজ আমার বাবার কবর হয়েছে... তিনি বলেছিলেন, আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহলেই তিনি জান্নাতে হাসবেন।”
লোকটি স্তব্ধ। এরপর সে ছেলেটিকে বুকে জড়িয়ে বলল,
—“তোমার বাবার সেই কথাই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। তুমি যদি নামাজ আঁকড়ে ধরো, তোমার বাবাও হাসবেন, তুমিও জান্নাত পাবে।”
ছেলেটির চোখে পানি থাকলেও মুখে দেখা দিল এক শক্ত মনোভাব। সে ধীরে ধীরে মসজিদের ভেতর ঢুকল, প্রথম কাতারে দাঁড়িয়ে গেল।
🌙 শিক্ষা:
মৃত্যুর পরও একজন বাবা তার সন্তানের ইমানি পথে চলার মাধ্যমে সওয়াব পেতে পারেন।
নামাজ শুধু আমাদের দায়িত্ব না—এটি আমাদের প্রিয়জনদের জন্য দোয়ার একটি রূপ।